বিপিএলের সাদামাটা উদ্বোধনী অনুষ্ঠান

নাগরিক ডেস্ক
১৯ জানুয়ারি, ২০২৪, 5:11 PM
বিপিএলের সাদামাটা উদ্বোধনী অনুষ্ঠান
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিপিএল) গভর্নিং কাউন্সিল আগে থেকেই বলেছিলো, জমকালো উদ্বোধনী অনুষ্ঠান এবার হচ্ছে না। তবুও শুক্রবার বিপিএলের প্রথম দিনের খেলা আধাঘণ্টা পিছিয়ে একটি আয়োজন রেখেছিলো তারা। অনেকটা সাদামাটা উদ্বোধনী অনুষ্ঠানে শুরু হলো বিপিএলের দশম আসর। তার মধ্যে কুয়াশা ভেদ করে বের হওয়া সূর্যের ঝলকানিতেও যা একটু রং ছড়াল রঙিন আতশবাজি।
যেখানে শুক্রবার উদ্বোধনী ম্যাচের আগে মাঠে লাল গালিচা রাখা হয়, সেখানে দাঁড়ানো উদ্বোধনী ম্যাচের দুই দলের ক্রিকেটার, আম্পায়ারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন নতুন যুব ও ক্রীড়ামন্ত্রী এবং বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। এরপর একবার স্মোক কালার বোম্ব বা রঙিন আতশবাজি ও বেলুন উড়িয়ে উদ্বোধন হয় বিপিএলের। সব মিলিয়ে ১০ মিনিটের আয়োজন রাখা হয়েছিলো।
এ ছাড়া প্রথমবারের মতো ফ্লাডলাইটের টাওয়ারের গায়ে লাগানো হয়েছে ‘বাংলাদেশ প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টি ২০২৪’ লেখা বিশাল বিশাল ব্যানার। এ ছাড়া স্টেডিয়ামের চারদিকে উড়তে দেখা যায় বিপিএল ও বিসিবির নামাঙ্কিত স্কাই বেলুন।
নাগরিক ডেস্ক
১৯ জানুয়ারি, ২০২৪, 5:11 PM
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিপিএল) গভর্নিং কাউন্সিল আগে থেকেই বলেছিলো, জমকালো উদ্বোধনী অনুষ্ঠান এবার হচ্ছে না। তবুও শুক্রবার বিপিএলের প্রথম দিনের খেলা আধাঘণ্টা পিছিয়ে একটি আয়োজন রেখেছিলো তারা। অনেকটা সাদামাটা উদ্বোধনী অনুষ্ঠানে শুরু হলো বিপিএলের দশম আসর। তার মধ্যে কুয়াশা ভেদ করে বের হওয়া সূর্যের ঝলকানিতেও যা একটু রং ছড়াল রঙিন আতশবাজি।
যেখানে শুক্রবার উদ্বোধনী ম্যাচের আগে মাঠে লাল গালিচা রাখা হয়, সেখানে দাঁড়ানো উদ্বোধনী ম্যাচের দুই দলের ক্রিকেটার, আম্পায়ারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন নতুন যুব ও ক্রীড়ামন্ত্রী এবং বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। এরপর একবার স্মোক কালার বোম্ব বা রঙিন আতশবাজি ও বেলুন উড়িয়ে উদ্বোধন হয় বিপিএলের। সব মিলিয়ে ১০ মিনিটের আয়োজন রাখা হয়েছিলো।
এ ছাড়া প্রথমবারের মতো ফ্লাডলাইটের টাওয়ারের গায়ে লাগানো হয়েছে ‘বাংলাদেশ প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টি ২০২৪’ লেখা বিশাল বিশাল ব্যানার। এ ছাড়া স্টেডিয়ামের চারদিকে উড়তে দেখা যায় বিপিএল ও বিসিবির নামাঙ্কিত স্কাই বেলুন।