ঘন কুয়াশার কারণে পাটুরিয়ায় ৯টি ট্রাকসহ ফেরি ডুবি

#
news image

বুধবার (১৭ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) সালাম হোসেন ইসলাম এ তথা জানান। 

ডুবে যাওয়া ফেরিতে মোট ৯টি ট্রাক ছিলো বলে জানান বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন আরিচা কার্যালয়ের বাণিজ্য বিভাগের ব্যবস্থাপক মহিউদ্দিন রাসেল। এ ঘটনায় ১জন নিখোঁজ রয়েছেন।

এর আগে,  ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ। মঙ্গলবার (১৬ জানুয়ারি) রাত দেড়টা থেকে নৌরুট এলাকায় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এ সময় নদীতে আটকে যায় রজনীগন্ধা।

আরিচা ফায়ার সার্ভিস জানায়, সকাল ৮টা ১৬ মিনিটে আমরা খবর পাই মানিকগঞ্জের পাটুরিয়া ৫নং ফেরিঘাটে কাভার্ড ভ্যান ও পিকআপসহ রজনীগন্ধা ফেরি ডুবে গেছে। পরে ৮টা ২৩ মিনিটে আরিচা ফায়ার স্টেশনের ডুবুরি ইউনিট সেখানে পৌঁছে কাজ শুরু করে।

জানা গেছে, ঘন কুয়াশায় নদীতে থেমে থাকা ফেরি দেখতে না পেয়ে একটি বাল্কহেড ফেরিটিকে ধাক্কা দিলে সেটি ডুবে যায়।

ঢাকার সিদ্দিক বাজার ফায়ার স্টেশন থেকে ডুবুরি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে। 

এদিকে রজনীগন্ধা ফেরি ও যানবাহন উদ্ধারে পাটুরিয়া ৫নং ফেরিঘাট এলাকায় যোগ দিয়েছে উদ্ধারকারী জাহাজ হামজা। বুধবার (১৭ জানুয়ারি) দুপুর ১২টায় জাহাজটি ঘটনাস্থলে পৌঁছায়।

নিজস্ব প্রতিবেদক

১৭ জানুয়ারি, ২০২৪,  2:36 PM

news image

বুধবার (১৭ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) সালাম হোসেন ইসলাম এ তথা জানান। 

ডুবে যাওয়া ফেরিতে মোট ৯টি ট্রাক ছিলো বলে জানান বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন আরিচা কার্যালয়ের বাণিজ্য বিভাগের ব্যবস্থাপক মহিউদ্দিন রাসেল। এ ঘটনায় ১জন নিখোঁজ রয়েছেন।

এর আগে,  ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ। মঙ্গলবার (১৬ জানুয়ারি) রাত দেড়টা থেকে নৌরুট এলাকায় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এ সময় নদীতে আটকে যায় রজনীগন্ধা।

আরিচা ফায়ার সার্ভিস জানায়, সকাল ৮টা ১৬ মিনিটে আমরা খবর পাই মানিকগঞ্জের পাটুরিয়া ৫নং ফেরিঘাটে কাভার্ড ভ্যান ও পিকআপসহ রজনীগন্ধা ফেরি ডুবে গেছে। পরে ৮টা ২৩ মিনিটে আরিচা ফায়ার স্টেশনের ডুবুরি ইউনিট সেখানে পৌঁছে কাজ শুরু করে।

জানা গেছে, ঘন কুয়াশায় নদীতে থেমে থাকা ফেরি দেখতে না পেয়ে একটি বাল্কহেড ফেরিটিকে ধাক্কা দিলে সেটি ডুবে যায়।

ঢাকার সিদ্দিক বাজার ফায়ার স্টেশন থেকে ডুবুরি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে। 

এদিকে রজনীগন্ধা ফেরি ও যানবাহন উদ্ধারে পাটুরিয়া ৫নং ফেরিঘাট এলাকায় যোগ দিয়েছে উদ্ধারকারী জাহাজ হামজা। বুধবার (১৭ জানুয়ারি) দুপুর ১২টায় জাহাজটি ঘটনাস্থলে পৌঁছায়।