শরীয়তপুরে দলবদ্ধ ধর্ষণের পর হত্যা, পাঁচজনের মৃত্যুদণ্ড 

#
news image

মঙ্গলবার শরীয়তপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সোহেল আহমেদ এ রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- নিজাম বালী, মোহাম্মদ আলী, ওমর ফারুক বেপারী , আল আমীন বেপারী ও ইব্রাহীম মোল্লা। আসামিরা ডামুড্যা উপজেলার দক্ষিণ সুতলকাঠীর বাসিন্দা। রায় ঘোষণার সময় ২ জন আদালতে উপস্থিত ছিলেন। বাকিরা পলাতক।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ১৮ এপ্রিল বাড়ি থেকে নিখোঁজ হন ডামুড্যা উপজেলার ৫৫ বছর বয়সী এক নারী।

২১ এপ্রিল বাড়ি থেকে ১০ কিলোমিটার দূরে পূর্ব ডামুড্যা ইউনিয়নের বড় নওগাঁ এলাকার আব্দুর রহমান মাস্টারের বাড়ির পূর্ব পাশের একটি পরিত্যক্ত ডোবায় তার হাত ভাঙা মরদেহ পায় পুলিশ। পরদিন ওই নারীর ছোট ভাই বাদী হয়ে আদালতে হত্যা মামলা করেন। 

শরীয়তপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের কৌঁসুলি সানাল মিয়া বলেন, এটি একটি ঐতিহাসিক রায়। রাষ্ট্রপক্ষ এ রায়ে সন্তুষ্ট।

জেলা প্রতিবেদক

১৬ জানুয়ারি, ২০২৪,  5:58 PM

news image

মঙ্গলবার শরীয়তপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সোহেল আহমেদ এ রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- নিজাম বালী, মোহাম্মদ আলী, ওমর ফারুক বেপারী , আল আমীন বেপারী ও ইব্রাহীম মোল্লা। আসামিরা ডামুড্যা উপজেলার দক্ষিণ সুতলকাঠীর বাসিন্দা। রায় ঘোষণার সময় ২ জন আদালতে উপস্থিত ছিলেন। বাকিরা পলাতক।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ১৮ এপ্রিল বাড়ি থেকে নিখোঁজ হন ডামুড্যা উপজেলার ৫৫ বছর বয়সী এক নারী।

২১ এপ্রিল বাড়ি থেকে ১০ কিলোমিটার দূরে পূর্ব ডামুড্যা ইউনিয়নের বড় নওগাঁ এলাকার আব্দুর রহমান মাস্টারের বাড়ির পূর্ব পাশের একটি পরিত্যক্ত ডোবায় তার হাত ভাঙা মরদেহ পায় পুলিশ। পরদিন ওই নারীর ছোট ভাই বাদী হয়ে আদালতে হত্যা মামলা করেন। 

শরীয়তপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের কৌঁসুলি সানাল মিয়া বলেন, এটি একটি ঐতিহাসিক রায়। রাষ্ট্রপক্ষ এ রায়ে সন্তুষ্ট।