বৃহস্পতিবার শপথ নিবেন নতুন মন্ত্রিসভা

#
news image

১১ জানুয়ারি বৃহস্পতিবার মন্ত্রি পরিষদ শপথ নিবে বলে জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

ডিবিসি টিভি চ্যানেল জানায়, বঙ্গভবনে সন্ধ্যায় সন্ধ্যা ৭ টায় এ শপথ গ্রহণ হবে। শপথ বাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন।

এর আগে বাসস জানায়, বর্তমান সংসদের চিফ হুইপ নুর-ই-আলম চৌধুরী নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথের বিষয়ে সাংবাদিকদের জানান, এর আগে আজ মঙ্গলবার নির্বাচন কমিশন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল গেজেট আকারে প্রকাশ করবে। আগামীকাল সকাল ১০ টায় জাতীয় সংসদ ভবনের শপথ গ্রহণ কক্ষে নতুন সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

শপথ বাক্য পাঠ করাবেন চলতি একাদশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

নাগরিক ডেস্ক

০৯ জানুয়ারি, ২০২৪,  3:48 PM

news image

১১ জানুয়ারি বৃহস্পতিবার মন্ত্রি পরিষদ শপথ নিবে বলে জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

ডিবিসি টিভি চ্যানেল জানায়, বঙ্গভবনে সন্ধ্যায় সন্ধ্যা ৭ টায় এ শপথ গ্রহণ হবে। শপথ বাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন।

এর আগে বাসস জানায়, বর্তমান সংসদের চিফ হুইপ নুর-ই-আলম চৌধুরী নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথের বিষয়ে সাংবাদিকদের জানান, এর আগে আজ মঙ্গলবার নির্বাচন কমিশন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল গেজেট আকারে প্রকাশ করবে। আগামীকাল সকাল ১০ টায় জাতীয় সংসদ ভবনের শপথ গ্রহণ কক্ষে নতুন সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

শপথ বাক্য পাঠ করাবেন চলতি একাদশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।