সুনামগঞ্জে কলিম শাহ বাউল সংঘের বর্ষবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

#
news image

নতুন বছরকে বরণ করে নিতে সুনামগঞ্জ সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের সাদকপুর-উছার গাঁয়ের কলিম শাহ বাউল সংগের উদ্যোগে আয়োজন করা হয় বর্ষবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। বুধবার দিবাগত (৩ জানুয়ারি) রাতে এ অনুষ্ঠানের আয়োজন করে কলিম শাহ বাউল সংঘ। প্রয়াত কলিম শাহ’র মাজার প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কলিম শাহ বাউল সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি লন্ডনপ্রবাসী আবুল আজাদ।

সংঘটনের প্রধান উপদেষ্ঠা মো. আব্দুল হান্নানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন লন্ডনপ্রবাসী ফরহাদ আহমদ, অ্যাডভোকেট বুরহান উদ্দিন, মোল্লাপাড়া ইউপি আ’লীগের সাধারণ সম্পাদক মো. আবুল হোসেন, সুনামগঞ্জ বাউল সমিতির সভাপতি মো. শাহাজান মিয়া প্রমুখ। পরে অতিথি ও স্থানীয় শিল্পীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। অতিথি শিল্পীদের মধ্যে ছিলেন শাহজাহান সিরাজ, ব্উাল ছোবহান উদ্দিন,বাউল বিলাল উদ্দিন, ফকির বাবুল শাহ, আরিয়ান নয়ন,মহিলা শিল্পী হাবিবা আক্তার ঝুমু, ব্উালা মণি, মমিতা জাহান মৌ, সুমাখান প্রমুখ। স্থানীয় শিল্পীদের মধ্যে ছিলেন, আকমল হোসেন, কবির হোসেন,মো.আব্দুর রশিদ, ছমির উদ্দিন, বিরাজ উদ্দিন, মানিক ভান্ডারী প্রমুখ। যন্ত্র সংগীতে ছিলেন নাজিম উদ্দিন,শান্ত,আবুতাহের,পাভেল,শামসুদ্দিন,সাগর প্রমুখ। উল্লেখ্য, নৌকা প্রতীক প্রার্থী ড. মোহাম্মদ সাদিকের সমর্থনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

অরুন চক্রবর্তী, সুনামগঞ্জ

০৪ জানুয়ারি, ২০২৪,  6:23 PM

news image

নতুন বছরকে বরণ করে নিতে সুনামগঞ্জ সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের সাদকপুর-উছার গাঁয়ের কলিম শাহ বাউল সংগের উদ্যোগে আয়োজন করা হয় বর্ষবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। বুধবার দিবাগত (৩ জানুয়ারি) রাতে এ অনুষ্ঠানের আয়োজন করে কলিম শাহ বাউল সংঘ। প্রয়াত কলিম শাহ’র মাজার প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কলিম শাহ বাউল সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি লন্ডনপ্রবাসী আবুল আজাদ।

সংঘটনের প্রধান উপদেষ্ঠা মো. আব্দুল হান্নানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন লন্ডনপ্রবাসী ফরহাদ আহমদ, অ্যাডভোকেট বুরহান উদ্দিন, মোল্লাপাড়া ইউপি আ’লীগের সাধারণ সম্পাদক মো. আবুল হোসেন, সুনামগঞ্জ বাউল সমিতির সভাপতি মো. শাহাজান মিয়া প্রমুখ। পরে অতিথি ও স্থানীয় শিল্পীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। অতিথি শিল্পীদের মধ্যে ছিলেন শাহজাহান সিরাজ, ব্উাল ছোবহান উদ্দিন,বাউল বিলাল উদ্দিন, ফকির বাবুল শাহ, আরিয়ান নয়ন,মহিলা শিল্পী হাবিবা আক্তার ঝুমু, ব্উালা মণি, মমিতা জাহান মৌ, সুমাখান প্রমুখ। স্থানীয় শিল্পীদের মধ্যে ছিলেন, আকমল হোসেন, কবির হোসেন,মো.আব্দুর রশিদ, ছমির উদ্দিন, বিরাজ উদ্দিন, মানিক ভান্ডারী প্রমুখ। যন্ত্র সংগীতে ছিলেন নাজিম উদ্দিন,শান্ত,আবুতাহের,পাভেল,শামসুদ্দিন,সাগর প্রমুখ। উল্লেখ্য, নৌকা প্রতীক প্রার্থী ড. মোহাম্মদ সাদিকের সমর্থনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।