ঝিনাইদহে দুস্থদের কম্বল দিল মানবাধিকার বাস্তবায়ন সংস্থা

#
news image

ঝিনাইদহে শতাধিক দুস্থ ও শীতার্ত নারি-পুরুষকে কম্বল দিয়েছে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা (বামাবাস) ঝিনাইদহ শাখা। বুধবার সকালে হোসেন শহীদ সোহরায়ার্দি সড়কে অবস্থিত সংস্থার জেলা কার্যালয়ে এ কম্বল বিতরণ করা হয়। বিভিন্নভাবে নির্যাতন ও বঞ্চনার শিকার এসব মানুষের চোখ তীব্র শীতের দিনে কম্বল পেয়ে ছলছল করে ওঠে। কম্বল পেয়ে অনন্দে কথা বলেন এই প্রতিবেদকের সাথে। তাদের মতে, এ অসময়ে এক টুকরো কম্বল তাদের কাছে যেন সৃষ্টিকর্তার আশির্বাদ।

কম্বল বিতরণের এই অনানুষ্ঠানিক কর্মকান্ডের সময় সাবেক উপাধ্যক্ষ এনএম শাহজালাল, জোয়ার্দার সাজেদ রহমান, হাফিজুর রহমান, রুহুল আমিন, সাবেক অধ্যক্ষ আমিনুর রহমান টুকু, কাজি আব্দুর রাজ্জাক ও বাবলু কুন্ডু অন্যান্যের মধ্যে উপস্থিৎ ছিলেন। বুধবার সকালে বামাবাস ঝিনাইদহ শাখা কার্যালয়ে শীতার্ত দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হচ্ছে। 

দেলোয়ার কবীর, ঝিনাইদহ

০৩ জানুয়ারি, ২০২৪,  8:12 PM

news image

ঝিনাইদহে শতাধিক দুস্থ ও শীতার্ত নারি-পুরুষকে কম্বল দিয়েছে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা (বামাবাস) ঝিনাইদহ শাখা। বুধবার সকালে হোসেন শহীদ সোহরায়ার্দি সড়কে অবস্থিত সংস্থার জেলা কার্যালয়ে এ কম্বল বিতরণ করা হয়। বিভিন্নভাবে নির্যাতন ও বঞ্চনার শিকার এসব মানুষের চোখ তীব্র শীতের দিনে কম্বল পেয়ে ছলছল করে ওঠে। কম্বল পেয়ে অনন্দে কথা বলেন এই প্রতিবেদকের সাথে। তাদের মতে, এ অসময়ে এক টুকরো কম্বল তাদের কাছে যেন সৃষ্টিকর্তার আশির্বাদ।

কম্বল বিতরণের এই অনানুষ্ঠানিক কর্মকান্ডের সময় সাবেক উপাধ্যক্ষ এনএম শাহজালাল, জোয়ার্দার সাজেদ রহমান, হাফিজুর রহমান, রুহুল আমিন, সাবেক অধ্যক্ষ আমিনুর রহমান টুকু, কাজি আব্দুর রাজ্জাক ও বাবলু কুন্ডু অন্যান্যের মধ্যে উপস্থিৎ ছিলেন। বুধবার সকালে বামাবাস ঝিনাইদহ শাখা কার্যালয়ে শীতার্ত দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হচ্ছে।