ফুুলবাড়ীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

মোকাররম হোসেন, ফুলবাড়ী (দিনাজপুর)
২৯ ডিসেম্বর, ২০২৩, 11:45 PM
ফুুলবাড়ীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
দিনাজপুরের ফুুলবাড়ীতে ট্রাকের ধাক্কায় মমিনুল ইসলাম (৩৮) নামের এক জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের বোন জামাই সহযাত্রী আবু তাহের (৫২) আহত হয়।
শুক্রবার দুপুর আড়াইটায় উপজেলার জয়নগর এলাকার শর্মিলি ফিলিং স্টেশনের সামনে দিনাজপুর- গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মমিনুল ইসলাম ফুলবাড়ী উপজেলার খয়েরবাড়ী ইউনিয়নের লালপুর গ্রামের মৃত নবিউল ইসলামের ছেলে। তিনি উপজেলা পশু হাসপাতালের প্রাণী সম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের মাঠ কর্মী ছিলেন।
ঘটনা নিশ্চিত করেছেন ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজার রহমান।
পুলিশ ও স্থানীয়দের সুত্রে জানা যায়, মমিনুল ইসলাম পার্শবর্তী বিরামপুর উপজেলায় তার বড় বোনের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। শুক্রবার দুপুর আড়াইটার দিকে বিরামপুর থেকে তার নিজ বাড়িতে আসার পথে মোটর সাইকেলটি ফুলবাড়ী উপজেলার জয়নগর নামক স্থানের শির্মিলি ফিলিং স্টেশনের সামনে এলে, একই দিক থেকে আসা অজ্ঞাত একটি মালবাহী ট্রাক পিছন দিক থেকে ধাক্কা দেয়। এসময় সড়কে ছিটকে পড়লে ট্রাকটি মমিনুল ইসলামকে চাপা দিয়ে পালিয়ে যায়।
খবর পেয়ে ফুলবাড়ী থানা পুলিশ সহ ফায়ার সার্ভিসের একটি টিম মরদেহ উদ্ধার করে।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোস্তাফিজার রহমান জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ট্রাকটি আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় থানায় সড়ক আইনে একটি মামলা দায়ের করা হবে।
মোকাররম হোসেন, ফুলবাড়ী (দিনাজপুর)
২৯ ডিসেম্বর, ২০২৩, 11:45 PM
দিনাজপুরের ফুুলবাড়ীতে ট্রাকের ধাক্কায় মমিনুল ইসলাম (৩৮) নামের এক জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের বোন জামাই সহযাত্রী আবু তাহের (৫২) আহত হয়।
শুক্রবার দুপুর আড়াইটায় উপজেলার জয়নগর এলাকার শর্মিলি ফিলিং স্টেশনের সামনে দিনাজপুর- গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মমিনুল ইসলাম ফুলবাড়ী উপজেলার খয়েরবাড়ী ইউনিয়নের লালপুর গ্রামের মৃত নবিউল ইসলামের ছেলে। তিনি উপজেলা পশু হাসপাতালের প্রাণী সম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের মাঠ কর্মী ছিলেন।
ঘটনা নিশ্চিত করেছেন ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজার রহমান।
পুলিশ ও স্থানীয়দের সুত্রে জানা যায়, মমিনুল ইসলাম পার্শবর্তী বিরামপুর উপজেলায় তার বড় বোনের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। শুক্রবার দুপুর আড়াইটার দিকে বিরামপুর থেকে তার নিজ বাড়িতে আসার পথে মোটর সাইকেলটি ফুলবাড়ী উপজেলার জয়নগর নামক স্থানের শির্মিলি ফিলিং স্টেশনের সামনে এলে, একই দিক থেকে আসা অজ্ঞাত একটি মালবাহী ট্রাক পিছন দিক থেকে ধাক্কা দেয়। এসময় সড়কে ছিটকে পড়লে ট্রাকটি মমিনুল ইসলামকে চাপা দিয়ে পালিয়ে যায়।
খবর পেয়ে ফুলবাড়ী থানা পুলিশ সহ ফায়ার সার্ভিসের একটি টিম মরদেহ উদ্ধার করে।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোস্তাফিজার রহমান জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ট্রাকটি আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় থানায় সড়ক আইনে একটি মামলা দায়ের করা হবে।