মুন্সীগঞ্জে গাড়ি চাপায় পথচারী নিহত 

#
news image

জেলার শ্রীনগরে গাড়ি চাপায় অজ্ঞাত এক ব্যক্তি (৪০) নিহত হয়েছে। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-মাওয়া-ভাংঙ্গা বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের উপজেলার হাসাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
 
স্থানীয়রা জানান, রাস্তা পারাপারের সময় অজ্ঞাত একটি গাড়ি লোকটিকে চাপা দিয়ে দ্রুত চলে যায়। ঘটনাস্থলে তার মৃত্যু হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা মরদেহ উদ্ধার করেন। 

শ্রীনগর ফায়ার স্টেশন ওয়্যারহাউস ইন্সপেক্টর মো. মাহফুজ রিবেন জানান, মরদেহ উদ্ধার করে হাইওয়ে থানা পুলিশের এসআই আসিফের কাছে হস্তান্তর করা হয়েছে।
 
হাঁসাড়া হাউওয়ে থানার এসআই মো. আসিফুজ্জামান জানান, অজ্ঞাত মরদেহটি হাইওয়ে থানায় রাখা হয়েছে। পরিচয় জানতে পিবিআই টিমের সহযোগীতার জন্য খবর দেওয়া হয়েছে। 

উপজেলা প্রতিবেদক

২৯ ডিসেম্বর, ২০২৩,  1:55 PM

news image

জেলার শ্রীনগরে গাড়ি চাপায় অজ্ঞাত এক ব্যক্তি (৪০) নিহত হয়েছে। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-মাওয়া-ভাংঙ্গা বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের উপজেলার হাসাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
 
স্থানীয়রা জানান, রাস্তা পারাপারের সময় অজ্ঞাত একটি গাড়ি লোকটিকে চাপা দিয়ে দ্রুত চলে যায়। ঘটনাস্থলে তার মৃত্যু হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা মরদেহ উদ্ধার করেন। 

শ্রীনগর ফায়ার স্টেশন ওয়্যারহাউস ইন্সপেক্টর মো. মাহফুজ রিবেন জানান, মরদেহ উদ্ধার করে হাইওয়ে থানা পুলিশের এসআই আসিফের কাছে হস্তান্তর করা হয়েছে।
 
হাঁসাড়া হাউওয়ে থানার এসআই মো. আসিফুজ্জামান জানান, অজ্ঞাত মরদেহটি হাইওয়ে থানায় রাখা হয়েছে। পরিচয় জানতে পিবিআই টিমের সহযোগীতার জন্য খবর দেওয়া হয়েছে।