পাউবো বাধা উপেক্ষা করে চলছে ভবন নির্মাণ কাজ

অনলাইন ডেক্স
২৭ ডিসেম্বর, ২০২৩, 4:45 PM

পাউবো বাধা উপেক্ষা করে চলছে ভবন নির্মাণ কাজ
বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নের সোমাইরপাড় নামক স্থানে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)’র বাদা উপেক্ষাকরে সরকারী সহররক্ষা ভেরিবাঁধের জায়গা দখল করে ২০দিন যাবত পাকা ভবন নির্মাণ করছে নাঘিরপাড় গ্রামের প্রভাবশালী ব্যবসায়ী পঞ্চানন বৈদ্য। তিনি এলাকায় প্রভাবশালী হওয়াতে তার ভয়ে কেউ মুখখুতে রাজি না। স্থানীয় সূত্রে জানা গেছে, বরিশালের আগৈলঝাড়া উপজেলার বেলুহার-পয়সারহাট পানি উন্নয়ন বোর্ডের (পাউবো)’র সহররক্ষা ভেরিবাঁধের বাগধা ইউনিয়নের সোমাইরপাড় নামক স্থানে ভেরিবাঁদের ঠেকিয়ে সরকারী জায়গায় অবৈধভাবে ২০ দিন যাবত পাকা ভবন নির্মাণ করে আসছেন নাঘিরপাড় গ্রামের মৃত.অভিনাশ বৈদ্যের ছেলে পয়সারহাটের কাপড় ব্যবসায়ী পঞ্চানন বৈদ্য।
বরিশাল পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী মো. মোহাইমিনুল ইসলাম আবীর সরকারী জায়গায় পাকা ভবনের বন্ধ করে মামলা সরিয়ে নিয়ে যেতে বলেন। তার বাধার পরেও পঞ্চানন বৈদ্য কাজ চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে অভিযুক্ত পঞ্চানন বৈদ্য সাংবাদিকদের বলেন, সরকার জমি একোয়ার করে পানি উন্নয়ন বোর্ড আমাদের জমির উপরদিয়ে ভেরিবাদকরেছে। ভেরিবাঁধে সাথে যে জায়গা পরে রয়েছে তা আমরা ছাড়া কে ওই জায়গায় ভোগকরবে।
তাই আমি আমার জায়গায় পাকা ভবন করছি। বরিশাল পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী মো.মোহাইমিনুল ইসলাম আবীর বরেলন, ১৩ ডিসেম্বর এঘটনাস্থলে গিয়ে পানিউন্নয়ন বোর্ডের জায়গা ভবনের নির্মাণ কাজ বন্ধ রাখার জন্য বলে আসছি পঞ্চানন বৈদ্যকে। বিষযটি সংশ্লিষ্ট বাগধা ইউনিয় পরিষ চেয়ারম্যান আমিনুল ইসলাম বাবুল ভাট্রিকে অবহিত করেছি। বাগধা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম বাবুল ভাট্রি বলেন, পঞ্চানন বৈদ্যের ভবন নির্মানের বিষয়ে পাউবোর আমাকে জানিয়েছে। সরকারী জায়গা দখর করে কেউ পাকা ভবন তৈরি করলে তাদের বিরুদ্ধে প্রশাসন যে ব্যবস্থা নিবে আমি তাদের সাথে আছি।
অনলাইন ডেক্স
২৭ ডিসেম্বর, ২০২৩, 4:45 PM

বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নের সোমাইরপাড় নামক স্থানে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)’র বাদা উপেক্ষাকরে সরকারী সহররক্ষা ভেরিবাঁধের জায়গা দখল করে ২০দিন যাবত পাকা ভবন নির্মাণ করছে নাঘিরপাড় গ্রামের প্রভাবশালী ব্যবসায়ী পঞ্চানন বৈদ্য। তিনি এলাকায় প্রভাবশালী হওয়াতে তার ভয়ে কেউ মুখখুতে রাজি না। স্থানীয় সূত্রে জানা গেছে, বরিশালের আগৈলঝাড়া উপজেলার বেলুহার-পয়সারহাট পানি উন্নয়ন বোর্ডের (পাউবো)’র সহররক্ষা ভেরিবাঁধের বাগধা ইউনিয়নের সোমাইরপাড় নামক স্থানে ভেরিবাঁদের ঠেকিয়ে সরকারী জায়গায় অবৈধভাবে ২০ দিন যাবত পাকা ভবন নির্মাণ করে আসছেন নাঘিরপাড় গ্রামের মৃত.অভিনাশ বৈদ্যের ছেলে পয়সারহাটের কাপড় ব্যবসায়ী পঞ্চানন বৈদ্য।
বরিশাল পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী মো. মোহাইমিনুল ইসলাম আবীর সরকারী জায়গায় পাকা ভবনের বন্ধ করে মামলা সরিয়ে নিয়ে যেতে বলেন। তার বাধার পরেও পঞ্চানন বৈদ্য কাজ চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে অভিযুক্ত পঞ্চানন বৈদ্য সাংবাদিকদের বলেন, সরকার জমি একোয়ার করে পানি উন্নয়ন বোর্ড আমাদের জমির উপরদিয়ে ভেরিবাদকরেছে। ভেরিবাঁধে সাথে যে জায়গা পরে রয়েছে তা আমরা ছাড়া কে ওই জায়গায় ভোগকরবে।
তাই আমি আমার জায়গায় পাকা ভবন করছি। বরিশাল পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী মো.মোহাইমিনুল ইসলাম আবীর বরেলন, ১৩ ডিসেম্বর এঘটনাস্থলে গিয়ে পানিউন্নয়ন বোর্ডের জায়গা ভবনের নির্মাণ কাজ বন্ধ রাখার জন্য বলে আসছি পঞ্চানন বৈদ্যকে। বিষযটি সংশ্লিষ্ট বাগধা ইউনিয় পরিষ চেয়ারম্যান আমিনুল ইসলাম বাবুল ভাট্রিকে অবহিত করেছি। বাগধা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম বাবুল ভাট্রি বলেন, পঞ্চানন বৈদ্যের ভবন নির্মানের বিষয়ে পাউবোর আমাকে জানিয়েছে। সরকারী জায়গা দখর করে কেউ পাকা ভবন তৈরি করলে তাদের বিরুদ্ধে প্রশাসন যে ব্যবস্থা নিবে আমি তাদের সাথে আছি।