নির্বাচনী আমেজে মেতে উঠেছে দৌলতপুর

#
news image

প্রতীক পাওয়ার পর পরই কুষ্টিয়া-১ দৌলতপুর আসনে নির্বাচনী প্রচারনায় সরগরম হয়ে উঠেছে। পোষ্টার টাংগানো বা ঝুলানোর ধুম পড়েছে সর্বত্র। মাইকিংয়ে মাইকিংয়ে মুখরিত হয়ে উঠেছে দৌলতপুরের হাট-বাজার সহ প্রতিটি গ্রামে। নির্বাচনী গণসংযোগের পাশাপাশি ভোটারদের দ্বারে দ্বারে ছুটে যাচ্ছেন প্রার্থীরা।

কুষ্টিয়া-১ দৌলতপুর আসনে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থী সহ মোট ১০ জন প্রার্থী নির্বাচনের মাঠে প্রতিদ্বন্দ্বিতা করলেও প্রচার প্রচরনায় রয়েছেন আওয়ামী লীগ দলীয় নৌকার প্রার্থী এ্যাড. আ. কা. ম. সরওয়ার জাহান বাদশাহ্, ট্রাক প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপি রেজাউল হক চৌধুরী, আওয়ামী লীগ দলীয় সাবেক এমপি ও দৌলতপুর আওয়ামী লীগের সাবেক সভাপতি প্রয়াত আফাজ উদ্দিন আহমেদের বড় ছেলে ঈগল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী নাজমুল হুদা পটল, মশাল প্রতীক নিয়ে জাসদ প্রার্থী শরিফুল কবীর স্বপন ও কেটলি প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান ফিরোজ আল মামুন।

বাঁকী প্রার্থীদের নির্বাচনের মাঠে দেখা যাচ্ছে না, নেই তাদের প্রচার প্রচরনা। এদিকে গতকাল মঙ্গলবার দৌলতপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপি রেজাউল হক চৌধুরী বীর মুক্তিযোদ্ধা, অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের সাথে মতবিনিময় করে তার পক্ষে ভোট প্রার্থনা করেছেন। গত সোমবার দৌলতপুর কলেজ মাঠে দৌলতপুরের ১৪ ইউনিয়নের আওয়ামী লীগ দলীয় নেতা-কর্মীদের সাথে মতবিনিময় করে নৌকার পক্ষে কাজ করার আহ্বান জানিয়েছেন দৌলতপুর আওয়ামী লীগের সভাপতি ও আওয়ামী লীগ দলীয় নৌকার প্রার্থী এ্যাড. আ. কা. ম. সরওয়ার জাহান বাদশাহ্।

এছাড়াও দৌলতপুর আওয়ামী লীগের সাবেক সভাপতি প্রয়াত আফাজ উদ্দিন আহমেদের বড় ছেলে স্বতন্ত্র প্রার্থী নাজমুল হুদা পটল ও তার ছোটভাই দৌলতপুর উপজেলা চেয়ারম্যান এ্যাড. এজাজ আহমেদ মামুন বিভিন্ন এলাকায় গণসংযোগ ও প্রচার প্রচারনায় ব্যস্ত সময় পার করছেন। সাবেক উপজেলা চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী ফিরোজ আল মামুনও নিজ এলকায় গণসংযোগ, পথসভা ও মতবিনিময় করে দৌলতপুরের দক্ষিনাঞ্চলের একক প্রার্থী হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। প্রচার প্রচারনা চালাচ্ছেন জাসদ সমর্থিত প্রার্থী শরিফুল কবীর স্বপন।

তবে বাঁকী ৫ প্রার্থীদের নির্বাচনের মাঠে দেখা যাচ্ছেনা। এদের মধ্যে রয়েছেন জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী শাহরিয়ার জামিল জুয়েল, বাংলাদেশ ওয়াকার্স পার্টির হাতুড়ি প্রতীকের প্রার্থী মজিবুর রহমান, তৃণমুল বিএনপির সোনালী আশ প্রতীকের প্রার্থী আনিছুর রহমান, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের ছড়ি প্রতীকের প্রার্থী সাজেদুল ইসলাম ও বাংলাদেশ কংগ্রেসের ডাব প্রতীকের প্রার্থী সেলিম রেজা।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটের দিন যত ঘনিয়ে আসবে প্রার্থীরা ততই প্রচার প্রচারনা ও নিজেদের পক্ষে ভোট প্রার্থনায় ব্যস্ত হয়ে পড়বেন। তবে কে হবেন কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সংসদ সদস্য তার জন্য অপেক্ষা করতে হবে ৭ জানুয়ারী পর্যন্ত।

মোঃ জিয়াউর রহমান , কুষ্টিয়া

২০ ডিসেম্বর, ২০২৩,  8:32 PM

news image

প্রতীক পাওয়ার পর পরই কুষ্টিয়া-১ দৌলতপুর আসনে নির্বাচনী প্রচারনায় সরগরম হয়ে উঠেছে। পোষ্টার টাংগানো বা ঝুলানোর ধুম পড়েছে সর্বত্র। মাইকিংয়ে মাইকিংয়ে মুখরিত হয়ে উঠেছে দৌলতপুরের হাট-বাজার সহ প্রতিটি গ্রামে। নির্বাচনী গণসংযোগের পাশাপাশি ভোটারদের দ্বারে দ্বারে ছুটে যাচ্ছেন প্রার্থীরা।

কুষ্টিয়া-১ দৌলতপুর আসনে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থী সহ মোট ১০ জন প্রার্থী নির্বাচনের মাঠে প্রতিদ্বন্দ্বিতা করলেও প্রচার প্রচরনায় রয়েছেন আওয়ামী লীগ দলীয় নৌকার প্রার্থী এ্যাড. আ. কা. ম. সরওয়ার জাহান বাদশাহ্, ট্রাক প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপি রেজাউল হক চৌধুরী, আওয়ামী লীগ দলীয় সাবেক এমপি ও দৌলতপুর আওয়ামী লীগের সাবেক সভাপতি প্রয়াত আফাজ উদ্দিন আহমেদের বড় ছেলে ঈগল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী নাজমুল হুদা পটল, মশাল প্রতীক নিয়ে জাসদ প্রার্থী শরিফুল কবীর স্বপন ও কেটলি প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান ফিরোজ আল মামুন।

বাঁকী প্রার্থীদের নির্বাচনের মাঠে দেখা যাচ্ছে না, নেই তাদের প্রচার প্রচরনা। এদিকে গতকাল মঙ্গলবার দৌলতপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপি রেজাউল হক চৌধুরী বীর মুক্তিযোদ্ধা, অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের সাথে মতবিনিময় করে তার পক্ষে ভোট প্রার্থনা করেছেন। গত সোমবার দৌলতপুর কলেজ মাঠে দৌলতপুরের ১৪ ইউনিয়নের আওয়ামী লীগ দলীয় নেতা-কর্মীদের সাথে মতবিনিময় করে নৌকার পক্ষে কাজ করার আহ্বান জানিয়েছেন দৌলতপুর আওয়ামী লীগের সভাপতি ও আওয়ামী লীগ দলীয় নৌকার প্রার্থী এ্যাড. আ. কা. ম. সরওয়ার জাহান বাদশাহ্।

এছাড়াও দৌলতপুর আওয়ামী লীগের সাবেক সভাপতি প্রয়াত আফাজ উদ্দিন আহমেদের বড় ছেলে স্বতন্ত্র প্রার্থী নাজমুল হুদা পটল ও তার ছোটভাই দৌলতপুর উপজেলা চেয়ারম্যান এ্যাড. এজাজ আহমেদ মামুন বিভিন্ন এলাকায় গণসংযোগ ও প্রচার প্রচারনায় ব্যস্ত সময় পার করছেন। সাবেক উপজেলা চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী ফিরোজ আল মামুনও নিজ এলকায় গণসংযোগ, পথসভা ও মতবিনিময় করে দৌলতপুরের দক্ষিনাঞ্চলের একক প্রার্থী হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। প্রচার প্রচারনা চালাচ্ছেন জাসদ সমর্থিত প্রার্থী শরিফুল কবীর স্বপন।

তবে বাঁকী ৫ প্রার্থীদের নির্বাচনের মাঠে দেখা যাচ্ছেনা। এদের মধ্যে রয়েছেন জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী শাহরিয়ার জামিল জুয়েল, বাংলাদেশ ওয়াকার্স পার্টির হাতুড়ি প্রতীকের প্রার্থী মজিবুর রহমান, তৃণমুল বিএনপির সোনালী আশ প্রতীকের প্রার্থী আনিছুর রহমান, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের ছড়ি প্রতীকের প্রার্থী সাজেদুল ইসলাম ও বাংলাদেশ কংগ্রেসের ডাব প্রতীকের প্রার্থী সেলিম রেজা।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটের দিন যত ঘনিয়ে আসবে প্রার্থীরা ততই প্রচার প্রচারনা ও নিজেদের পক্ষে ভোট প্রার্থনায় ব্যস্ত হয়ে পড়বেন। তবে কে হবেন কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সংসদ সদস্য তার জন্য অপেক্ষা করতে হবে ৭ জানুয়ারী পর্যন্ত।