ট্রাফিক আইন মানেন না খুলনার বাসচালকেরা

নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ
১৯ ডিসেম্বর, ২০২৩, 4:41 PM
ট্রাফিক আইন মানেন না খুলনার বাসচালকেরা
যেকোন ধননের যানবাহন চালানো অবস্থায় মোবাইলফোনে কথা বলা আইনত: দন্ডনীয় অপরাধ হলেও তা মানেন না খুলনা-কুষ্টিয়া মহাসড়কে চলাচলকারি বাসের চালকরা। ফলে অনেক ক্ষেত্রেই এ কারণে ছোটখাটো দুর্ঘটনা ঘটে যাবার রেকর্ড রয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বা বিআরটিএ কর্তৃপক্ষের কাছে। মঙ্গলবার দুপুরেও চলন্ত বাসে খুলনা-কুষ্টিয়া সড়কে যাত্রীদের অুরোধ উপেক্ষা করে একাধিকবার মোবাইলফেনে কথা বলেন ঢাকা মেট্রো ব- ১৩-০০২৩ নম্বরপ্লেট সম্বলিত বাসের চালক ইউনুস আলি মিয়া।
ঝিনাইদহ থেকে দুপুর দেড়টার দিকে কুষ্টিয়ার দিকে ছুটে চলা বাসের চালক ১০ মিনিটের মধ্যে তিনবার কথা বলেন তার মুঠোফোনে। একাধিক যাত্রী চলন্ত এবং দ্রুতগামি বাসে চালককে কথা বলতে বারণ করলেও তিনি তোয়াক্কা না করে কথা বলা অব্যাহত রাখেন। এব্যাপারে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ ঝিনাইদহ জোনের সহকারি পরিচালক আতিয়ার রহমানের সাথে কথা বললে তিনি জানান, চলন্ত বাস, ট্রাক কবা অন্য কোন যানবাহনে মোবাইলফেনে কথা বলা একবারেই বে আইনী এবং এটি শাস্তিযোগ্য অপরাধ। চালকদের প্রশিক্ষণের সময় তারা বিষয়টি বারংবার আলোচনা করলেও চালকরা সেটির প্রতি কম গুরুত্ব দিয়ে থাকের বলে জানান বিআরটিএ কর্মকর্তা।
নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ
১৯ ডিসেম্বর, ২০২৩, 4:41 PM
যেকোন ধননের যানবাহন চালানো অবস্থায় মোবাইলফোনে কথা বলা আইনত: দন্ডনীয় অপরাধ হলেও তা মানেন না খুলনা-কুষ্টিয়া মহাসড়কে চলাচলকারি বাসের চালকরা। ফলে অনেক ক্ষেত্রেই এ কারণে ছোটখাটো দুর্ঘটনা ঘটে যাবার রেকর্ড রয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বা বিআরটিএ কর্তৃপক্ষের কাছে। মঙ্গলবার দুপুরেও চলন্ত বাসে খুলনা-কুষ্টিয়া সড়কে যাত্রীদের অুরোধ উপেক্ষা করে একাধিকবার মোবাইলফেনে কথা বলেন ঢাকা মেট্রো ব- ১৩-০০২৩ নম্বরপ্লেট সম্বলিত বাসের চালক ইউনুস আলি মিয়া।
ঝিনাইদহ থেকে দুপুর দেড়টার দিকে কুষ্টিয়ার দিকে ছুটে চলা বাসের চালক ১০ মিনিটের মধ্যে তিনবার কথা বলেন তার মুঠোফোনে। একাধিক যাত্রী চলন্ত এবং দ্রুতগামি বাসে চালককে কথা বলতে বারণ করলেও তিনি তোয়াক্কা না করে কথা বলা অব্যাহত রাখেন। এব্যাপারে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ ঝিনাইদহ জোনের সহকারি পরিচালক আতিয়ার রহমানের সাথে কথা বললে তিনি জানান, চলন্ত বাস, ট্রাক কবা অন্য কোন যানবাহনে মোবাইলফেনে কথা বলা একবারেই বে আইনী এবং এটি শাস্তিযোগ্য অপরাধ। চালকদের প্রশিক্ষণের সময় তারা বিষয়টি বারংবার আলোচনা করলেও চালকরা সেটির প্রতি কম গুরুত্ব দিয়ে থাকের বলে জানান বিআরটিএ কর্মকর্তা।