টেকনাফে পাহাড় ধসে একই পরিবারের চারজন নিহত

#
news image

কক্সবাজারের টেকনাফে পাহাড় ধসে মাটির ঘরের দেয়াল চাপায় একই পরিবারের চারজন নিহত হয়েছেন। উপজেলার হ্নীলা ইউনিয়নের মরিচ্যাঘোনা এলাকায় গতকাল বৃহস্পতিবার নভেম্বর দিবাগত রাত ৪টার দিকে এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন-হ্নীলা ইউনিয়নের ১নং ওয়ার্ড মৌলভীবাজারের মরিচ্যাঘোনা এলাকার ফকির আহমদের স্ত্রী আনোয়ারা বেগম (৫০), ছেলে সাইদুল মোস্তফা (২০) এবং দুই মেয়ে নিলুপা বেগম (১৮) ও সাদিয়া বেগম (১১)।

এ তথ্য নিশ্চিত করেছেন স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী।

স্থানীয়দের বরাতে ইউপি চেয়ারম্যান জানান, বৃহস্পতিবার সকাল থেকে ওই এলাকায় থেমে থেমে হালকা ও মাঝারি বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এর মধ্যেই মরিচ্যাঘোনা এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এতে পাহাড়ের খাদে থাকা ঘরের দেয়াল চাপা পড়ে একই পরিবারের চারজন মারা যান। পরে খবর পেয়ে স্থানীয়রা মাটি সরিয়ে তাদের মরদেহ উদ্ধার করেন।

তথ্যের সত্যতা নিশ্চিত করে টেকনাফ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী বলেন, ‘আমরা ঘটনাস্থলে যাচ্ছি। ক্ষতিগ্রস্তদেরকে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা প্রদান করা হবে।’

জেলা প্রতিবেদক

১৭ নভেম্বর, ২০২৩,  10:16 PM

news image

কক্সবাজারের টেকনাফে পাহাড় ধসে মাটির ঘরের দেয়াল চাপায় একই পরিবারের চারজন নিহত হয়েছেন। উপজেলার হ্নীলা ইউনিয়নের মরিচ্যাঘোনা এলাকায় গতকাল বৃহস্পতিবার নভেম্বর দিবাগত রাত ৪টার দিকে এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন-হ্নীলা ইউনিয়নের ১নং ওয়ার্ড মৌলভীবাজারের মরিচ্যাঘোনা এলাকার ফকির আহমদের স্ত্রী আনোয়ারা বেগম (৫০), ছেলে সাইদুল মোস্তফা (২০) এবং দুই মেয়ে নিলুপা বেগম (১৮) ও সাদিয়া বেগম (১১)।

এ তথ্য নিশ্চিত করেছেন স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী।

স্থানীয়দের বরাতে ইউপি চেয়ারম্যান জানান, বৃহস্পতিবার সকাল থেকে ওই এলাকায় থেমে থেমে হালকা ও মাঝারি বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এর মধ্যেই মরিচ্যাঘোনা এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এতে পাহাড়ের খাদে থাকা ঘরের দেয়াল চাপা পড়ে একই পরিবারের চারজন মারা যান। পরে খবর পেয়ে স্থানীয়রা মাটি সরিয়ে তাদের মরদেহ উদ্ধার করেন।

তথ্যের সত্যতা নিশ্চিত করে টেকনাফ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী বলেন, ‘আমরা ঘটনাস্থলে যাচ্ছি। ক্ষতিগ্রস্তদেরকে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা প্রদান করা হবে।’