ঝিনাইদহের সহকারী কমিশনার (ভূমি) শারমিন পেলেন শুদ্ধাচার পুরস্কার

ঝিনাইদহ প্রতিনিধি
১৩ জুলাই, ২০২৩, 10:34 PM
ঝিনাইদহের সহকারী কমিশনার (ভূমি) শারমিন পেলেন শুদ্ধাচার পুরস্কার
ঝিনাইদহ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তার সুমি জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা অনুযায়ী শুদ্ধাচার পুরস্কার লাভ করেছেন। সরকারি সেবা প্রদানে শুদ্ধাচার চর্চার স্বীকৃতিস্বরুপ তার হাতে এ পুরস্কার তুলে দেওয়া হয়। বৃহস্পতিবার সকালে ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে শারমিন আক্তার সুমি’র হাতে শুদ্ধাচার পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক এসএম রফিকুল ইসলাম। সেসময় স্থানীয় সরকারের উপ-পরিচালক ইয়ারুল ইসলাম, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা সেলিম রেজাসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শুদ্ধাচার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জেলা প্রশাসক এসএম রফিকুল ইসলাম বলেন, সরকার প্রতিটি ক্ষেত্রে সুুষ্ঠু কর্মসম্পাদনের জন্য শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা অনুয়ায়ী পুরস্কার দিচ্ছে। প্রতিটি ক্ষেত্রেই সে অনুনুয়ায়ী দক্ষতার স্বাক্ষর রাখতে পারলেই একটি সুখি ও সমৃদ্ধশালী দেশ গঠন করা সম্ভব।
ঝিনাইদহ প্রতিনিধি
১৩ জুলাই, ২০২৩, 10:34 PM
ঝিনাইদহ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তার সুমি জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা অনুযায়ী শুদ্ধাচার পুরস্কার লাভ করেছেন। সরকারি সেবা প্রদানে শুদ্ধাচার চর্চার স্বীকৃতিস্বরুপ তার হাতে এ পুরস্কার তুলে দেওয়া হয়। বৃহস্পতিবার সকালে ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে শারমিন আক্তার সুমি’র হাতে শুদ্ধাচার পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক এসএম রফিকুল ইসলাম। সেসময় স্থানীয় সরকারের উপ-পরিচালক ইয়ারুল ইসলাম, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা সেলিম রেজাসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শুদ্ধাচার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জেলা প্রশাসক এসএম রফিকুল ইসলাম বলেন, সরকার প্রতিটি ক্ষেত্রে সুুষ্ঠু কর্মসম্পাদনের জন্য শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা অনুয়ায়ী পুরস্কার দিচ্ছে। প্রতিটি ক্ষেত্রেই সে অনুনুয়ায়ী দক্ষতার স্বাক্ষর রাখতে পারলেই একটি সুখি ও সমৃদ্ধশালী দেশ গঠন করা সম্ভব।