মহেশপুরে অনাস্থ্ ভোটে ইউপি সদস্যদের বিজয়, হেরেছেন চেয়ারম্যান জিন্টু

#
news image

মহেশপুরের বাঁশবাড়ীয়া ইউনিয়ন চেয়ারম্যান নাজমুল হুদা জিন্টু বিরুদ্ধে অনাস্থা ভোটে জিতে গেছেন ইউপি সদস্যরা। ওই ইউনিয়নের বারজন ইউপি সদস্যদের মধ্যে নয়জন সদস্য অনাস্থার পক্ষে ভোট দিয়েছেন। বাঁকি তিন ভোট পেয়েছেন চেয়ারমান জিন্টু। গতকাল বুধবার বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত ভোট গ্রহণ চলে।

 ভোটের প্রিজাইডিং কর্মকর্তার দায়িত্বে থাকা উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা বাহাউল ইসলাম, ইউনিয়নের পরিষদ আইনের ৩৯/৩ ধারায় ওই ইউনিয়নের ১২ জন সদস্য চেয়ারম্যান জিন্টুর বিরুদ্ধে অনাস্থা প্রদান করেন। সে অনুযায়ী যাচাই বাচাই শেষে নির্বাচনী প্রক্রিয়ায় ভোট গ্রহণ করা হয়। এতে নয়জন ইউপি সদস্য অনাস্থার পক্ষে ও তিনজন বিপক্ষে ভোট দিয়েছেন।

সন্ধ্যার মধ্যে রেজাল্ট সিটসহ সকল কাগজপত্র নির্বাহী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হবে। 

হোসাইন আহম্মেদ, মহেশপুর (ঝিনাইদহ)

১৩ জুলাই, ২০২৩,  10:22 PM

news image

মহেশপুরের বাঁশবাড়ীয়া ইউনিয়ন চেয়ারম্যান নাজমুল হুদা জিন্টু বিরুদ্ধে অনাস্থা ভোটে জিতে গেছেন ইউপি সদস্যরা। ওই ইউনিয়নের বারজন ইউপি সদস্যদের মধ্যে নয়জন সদস্য অনাস্থার পক্ষে ভোট দিয়েছেন। বাঁকি তিন ভোট পেয়েছেন চেয়ারমান জিন্টু। গতকাল বুধবার বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত ভোট গ্রহণ চলে।

 ভোটের প্রিজাইডিং কর্মকর্তার দায়িত্বে থাকা উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা বাহাউল ইসলাম, ইউনিয়নের পরিষদ আইনের ৩৯/৩ ধারায় ওই ইউনিয়নের ১২ জন সদস্য চেয়ারম্যান জিন্টুর বিরুদ্ধে অনাস্থা প্রদান করেন। সে অনুযায়ী যাচাই বাচাই শেষে নির্বাচনী প্রক্রিয়ায় ভোট গ্রহণ করা হয়। এতে নয়জন ইউপি সদস্য অনাস্থার পক্ষে ও তিনজন বিপক্ষে ভোট দিয়েছেন।

সন্ধ্যার মধ্যে রেজাল্ট সিটসহ সকল কাগজপত্র নির্বাহী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হবে।