জিদানের জার্সি নিয়ে এমবাপ্পেকে চাইলেন বেলিংহাম

#
news image

নিজেদের খেলোয়াড় হিসেবে বৃহস্পতিবার জুড বেলিংহামকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দিয়েছে রিয়াল মাদ্রিদ। মাদ্রিদের সে অনুষ্ঠানে নিজের একটি ইচ্ছার কথাও ব্যক্ত করেছেন ইংলিশ এ ফুটবলার। রিয়াল মাদ্রিদে তিনি ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পের সঙ্গে খেলতে চান।

১০৩ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফিতে বরুশিয়া ডর্টমুন্ড থেকে রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছেন বেলিংহাম। ১৯ বছর বয়সী এ মিডফিল্ডারকে তাঁর আদর্শ ও রিয়াল কিংবদন্তি জিনেদিন জিদানের ৫ নম্বর জার্সি দেওয়া হয়েছে।

সেখানে এমবাপ্পের রিয়ালে যোগ দেওয়া নিয়ে বেলিংহামকে প্রশ্ন করেন গণমাধ্যমকর্মীরা। এর জবাবে তিনি বলেন, ‘আমি এ বিষয়ে মন্তব্য করতে পারব না। আমি আসলে এ বিষয়ে কিছু জানি না। সে একজন মহান ফুটবলার। কিলিয়ান এমবাপ্পের মতো একজন খেলোয়াড়ের সঙ্গে কে না খেলতে চাইবে!’

রিয়ালে যোগ দেওয়ার কারণও ব্যাখ্যা করেছেন তিনি, ‘আমার কাছে অর্থ কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয়। আমার কাছে রিয়াল মাদ্রিদ সেরা। ঐতিহ্যগতভাবে তারা ইউরোপের সেরা। ক্লাবটির দুর্দান্ত এক ইতিহাস রয়েছে।’

নাগরিক স্পোর্টস ডেস্ক

১৬ জুন, ২০২৩,  8:45 PM

news image

নিজেদের খেলোয়াড় হিসেবে বৃহস্পতিবার জুড বেলিংহামকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দিয়েছে রিয়াল মাদ্রিদ। মাদ্রিদের সে অনুষ্ঠানে নিজের একটি ইচ্ছার কথাও ব্যক্ত করেছেন ইংলিশ এ ফুটবলার। রিয়াল মাদ্রিদে তিনি ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পের সঙ্গে খেলতে চান।

১০৩ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফিতে বরুশিয়া ডর্টমুন্ড থেকে রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছেন বেলিংহাম। ১৯ বছর বয়সী এ মিডফিল্ডারকে তাঁর আদর্শ ও রিয়াল কিংবদন্তি জিনেদিন জিদানের ৫ নম্বর জার্সি দেওয়া হয়েছে।

সেখানে এমবাপ্পের রিয়ালে যোগ দেওয়া নিয়ে বেলিংহামকে প্রশ্ন করেন গণমাধ্যমকর্মীরা। এর জবাবে তিনি বলেন, ‘আমি এ বিষয়ে মন্তব্য করতে পারব না। আমি আসলে এ বিষয়ে কিছু জানি না। সে একজন মহান ফুটবলার। কিলিয়ান এমবাপ্পের মতো একজন খেলোয়াড়ের সঙ্গে কে না খেলতে চাইবে!’

রিয়ালে যোগ দেওয়ার কারণও ব্যাখ্যা করেছেন তিনি, ‘আমার কাছে অর্থ কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয়। আমার কাছে রিয়াল মাদ্রিদ সেরা। ঐতিহ্যগতভাবে তারা ইউরোপের সেরা। ক্লাবটির দুর্দান্ত এক ইতিহাস রয়েছে।’