শরণখোলার লোকালয় থেকে উদ্ধার হরিণ বনে অবমুক্ত

#
news image

বাগেরহাটের শরণখোলার রাজাপুর গ্রাম থেকে বুধবার দুপুরে একটি চিত্রল হরিণ উদ্ধার করা হয়েছে। ভিটিআরটি ও সিপিজি সদস্যদের নিয়ে গ্রামবাসীর সহায়তায় হরিণটি ধরে আবার বনে ফিরিয়ে দেন বনরক্ষীরা। সুন্দরবন থেকে ভোলা নদী পাড় হয়ে দুটি হিরণ লোকালয়ে এসেছিল। গ্রামবাসীর তাড়া খেয়ে একটি আগেই বনে  ফিরে যায় বলে বনবিভাগ জানিয়েছে। 
পূর্ব সুন্দরবনের ধানসাগর স্টেশন কর্মকর্তা (এসও) মো. আব্দুছ সবুর জানান, দুপুর ১২টার দিকে দুটি হরিণ ধানসাগর নৌ-পুলিশ ফাঁড়ির সামনের ভোলা নদী পাড় হয়ে লোকালয়ে চলে আসে। এ সময় স্থানীয়রা দেখে ধাওয়া করে তাদের। এতে বড় হরিণটি আবার নদীতে লাফিয়ে পড়ে বনে চলে যায়। কিন্তু ছোট (বাচ্চা) হরিণটি গ্রামের দিকে দৌড়ে চলে আসে। পরে বনরক্ষীরা কমিউনিটি প্যাট্রলিং গ্রুপ (সিপিজি) এবং ভিলেজ টাইগার রেসপন্স টিমের (ভিটিআরটি) সদস্যরা হরিণটি ধরে ধানসাগর স্টেশন অফিসের কাছের বনে ছেড়ে দেয়। স্ত্রী হরিণটির বয়স আনুমানিক দ্ইু বছর হবে। 

প্রখ/ সাদ্দাম

বাগেরহাট প্রতিনিধি

০৬ এপ্রিল, ২০২২,  8:59 AM

news image
বাগেরহাটের শরণখোলার রাজাপুর গ্রাম থেকে একটি চিত্রল হরিণ উদ্ধার করে আবার বনে ফিরিয়ে দেন বনরক্ষীরা

বাগেরহাটের শরণখোলার রাজাপুর গ্রাম থেকে বুধবার দুপুরে একটি চিত্রল হরিণ উদ্ধার করা হয়েছে। ভিটিআরটি ও সিপিজি সদস্যদের নিয়ে গ্রামবাসীর সহায়তায় হরিণটি ধরে আবার বনে ফিরিয়ে দেন বনরক্ষীরা। সুন্দরবন থেকে ভোলা নদী পাড় হয়ে দুটি হিরণ লোকালয়ে এসেছিল। গ্রামবাসীর তাড়া খেয়ে একটি আগেই বনে  ফিরে যায় বলে বনবিভাগ জানিয়েছে। 
পূর্ব সুন্দরবনের ধানসাগর স্টেশন কর্মকর্তা (এসও) মো. আব্দুছ সবুর জানান, দুপুর ১২টার দিকে দুটি হরিণ ধানসাগর নৌ-পুলিশ ফাঁড়ির সামনের ভোলা নদী পাড় হয়ে লোকালয়ে চলে আসে। এ সময় স্থানীয়রা দেখে ধাওয়া করে তাদের। এতে বড় হরিণটি আবার নদীতে লাফিয়ে পড়ে বনে চলে যায়। কিন্তু ছোট (বাচ্চা) হরিণটি গ্রামের দিকে দৌড়ে চলে আসে। পরে বনরক্ষীরা কমিউনিটি প্যাট্রলিং গ্রুপ (সিপিজি) এবং ভিলেজ টাইগার রেসপন্স টিমের (ভিটিআরটি) সদস্যরা হরিণটি ধরে ধানসাগর স্টেশন অফিসের কাছের বনে ছেড়ে দেয়। স্ত্রী হরিণটির বয়স আনুমানিক দ্ইু বছর হবে। 

প্রখ/ সাদ্দাম