৪ দিনের সফরে আজ নিজ জেলায় পৌঁছেছেন রাষ্ট্রপতি

#
news image

শপথ নেওয়ার পর প্রথম চার দিনের সফরে সোমবার (১৫ মে) নিজ জেলায় হেলিকপ্টারযোগে পাবনা পৌঁছেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। ডিবিসি নিউজ, বৈশাখী টিভি

প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানান, ‘রাষ্ট্রপতি সোমবার সকালে চারদিনের সফরে পাবনার উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন।’

রাষ্ট্রপতির সফরকে ঘিরে পাবনায় সাজ সাজ রব, আনন্দের বন্যা। ব্যানার, ফেস্টুন, লাইটিং আর রং বেরংয়ের গেইটে ছেয়ে গেছে পুরো পাবনা। নিশ্চিদ্র নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয়েছে পুরো জেলাকে।  

রাষ্ট্রপতিকে বহনকারী হেলিকপ্টার পাবনায় অ্যাড. শহীদ আমিন উদ্দিন স্টেডিয়ামে অবতরণ করে। সেখানে তাকে গার্ড অব অনার দেওয়া হবে। রাষ্ট্রপতি বেলা সোয়া ১টায় পাবনা জেলা পরিষদ প্রাঙ্গণে বঙ্গবন্ধু চত্বরের নামফলক উদ্বোধন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করবেন। এরপরে তিনি আরিফপুর কবরস্থানে পিতা-মাতার কবর জিয়ারত করবেন। সেখান থেকে ফিরে পাবনা ঐতিহ্যবাহী শিল্প প্রতিষ্ঠান স্কয়ারের বাগানবাড়িতে পারিবারিক কবরস্থান পরিদর্শন করবেন। এরপর পাবনা জেলা ও দায়রা জজ আদালতের বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করবেন। 

সফরের ২য় দিনে ১৬ মে বেলা ১১টায় পাবনা প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সাথে মতবিনিময় করবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বিকাল ৩ টায় পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ মাঠে তার সম্মানে আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান করবেন। 

সফরের তৃতীয় দিনে ১৭ মে সকালে পাবনা ডায়াবেটিক সমিতি পরিদর্শন করবেন রাষ্ট্রপতি। শহরের শিবরামপুর মহল্লায় নিজ বসতবাড়ির সামনে অবস্থিত তার নিজের নামে প্রতিষ্ঠিত বিনোদন পার্ক পরিদর্শন করবেন। আগামী ১৮ মে দুপুরে রাষ্ট্রপতির ঢাকায় ফেরার কথা রয়েছে।
 
রাষ্ট্রপতির আগমন উপলক্ষে এবং সংবর্ধনা সফল করতে স্কয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী পিন্টুকে আহ্বায়ক ও শিক্ষাবিদ প্রফেসর শিবজিদ নাগকে সদস্য সচিব করে একটি নাগরিক কমিটি গঠন করা হয়েছে।

নাগরিক প্রতিবেদক

১৫ মে, ২০২৩,  2:14 PM

news image

শপথ নেওয়ার পর প্রথম চার দিনের সফরে সোমবার (১৫ মে) নিজ জেলায় হেলিকপ্টারযোগে পাবনা পৌঁছেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। ডিবিসি নিউজ, বৈশাখী টিভি

প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানান, ‘রাষ্ট্রপতি সোমবার সকালে চারদিনের সফরে পাবনার উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন।’

রাষ্ট্রপতির সফরকে ঘিরে পাবনায় সাজ সাজ রব, আনন্দের বন্যা। ব্যানার, ফেস্টুন, লাইটিং আর রং বেরংয়ের গেইটে ছেয়ে গেছে পুরো পাবনা। নিশ্চিদ্র নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয়েছে পুরো জেলাকে।  

রাষ্ট্রপতিকে বহনকারী হেলিকপ্টার পাবনায় অ্যাড. শহীদ আমিন উদ্দিন স্টেডিয়ামে অবতরণ করে। সেখানে তাকে গার্ড অব অনার দেওয়া হবে। রাষ্ট্রপতি বেলা সোয়া ১টায় পাবনা জেলা পরিষদ প্রাঙ্গণে বঙ্গবন্ধু চত্বরের নামফলক উদ্বোধন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করবেন। এরপরে তিনি আরিফপুর কবরস্থানে পিতা-মাতার কবর জিয়ারত করবেন। সেখান থেকে ফিরে পাবনা ঐতিহ্যবাহী শিল্প প্রতিষ্ঠান স্কয়ারের বাগানবাড়িতে পারিবারিক কবরস্থান পরিদর্শন করবেন। এরপর পাবনা জেলা ও দায়রা জজ আদালতের বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করবেন। 

সফরের ২য় দিনে ১৬ মে বেলা ১১টায় পাবনা প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সাথে মতবিনিময় করবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বিকাল ৩ টায় পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ মাঠে তার সম্মানে আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান করবেন। 

সফরের তৃতীয় দিনে ১৭ মে সকালে পাবনা ডায়াবেটিক সমিতি পরিদর্শন করবেন রাষ্ট্রপতি। শহরের শিবরামপুর মহল্লায় নিজ বসতবাড়ির সামনে অবস্থিত তার নিজের নামে প্রতিষ্ঠিত বিনোদন পার্ক পরিদর্শন করবেন। আগামী ১৮ মে দুপুরে রাষ্ট্রপতির ঢাকায় ফেরার কথা রয়েছে।
 
রাষ্ট্রপতির আগমন উপলক্ষে এবং সংবর্ধনা সফল করতে স্কয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী পিন্টুকে আহ্বায়ক ও শিক্ষাবিদ প্রফেসর শিবজিদ নাগকে সদস্য সচিব করে একটি নাগরিক কমিটি গঠন করা হয়েছে।