যমুনা টিভির রিপোর্টারের মরদেহ উদ্ধার, বান্ধবী আটক

#
news image

রাজধানীর কলাবাগান থানার লেক সার্কাস রোডের একটি বাসা থেকে কুদরত-ই খুদা হৃদয় নামে এক সাংবাদিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি বেসরকারি স্যাটেলাইট চ্যানেল যমুনা টেলিভিশনের নিউজরুম এডিটর ছিলেন। 

মঙ্গলবার (৯ মে) দুপুরে ওই বাসার ছাদের চিলেকোঠা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

প্রাথমিকভাবে পুলিশের ধারণা, প্রেমঘটিত কারণে অভিমানে আত্মহত্যা করতে পারেন হৃদয়। এ ঘটনায় নিহতের বান্ধবীকে আটক করেছে পুলিশ। 

কলাবাগান থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, কলাবাগান ৯৫ লেক সার্কাস রোডের বাসা থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। সাত বছর ধরে একটি মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল সাংবাদিক কুদরত-ই খুদার। হয়তো সে সম্পর্কের জেরে অভিমান থেকে তিনি আত্মহত্যা করতে পারেন। প্রাথমিকভাবে আমরা এমনটিই ধারণা করছি।

মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

নাগরিক অনলাইন ডেস্ক

০৯ মে, ২০২৩,  4:59 PM

news image

রাজধানীর কলাবাগান থানার লেক সার্কাস রোডের একটি বাসা থেকে কুদরত-ই খুদা হৃদয় নামে এক সাংবাদিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি বেসরকারি স্যাটেলাইট চ্যানেল যমুনা টেলিভিশনের নিউজরুম এডিটর ছিলেন। 

মঙ্গলবার (৯ মে) দুপুরে ওই বাসার ছাদের চিলেকোঠা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

প্রাথমিকভাবে পুলিশের ধারণা, প্রেমঘটিত কারণে অভিমানে আত্মহত্যা করতে পারেন হৃদয়। এ ঘটনায় নিহতের বান্ধবীকে আটক করেছে পুলিশ। 

কলাবাগান থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, কলাবাগান ৯৫ লেক সার্কাস রোডের বাসা থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। সাত বছর ধরে একটি মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল সাংবাদিক কুদরত-ই খুদার। হয়তো সে সম্পর্কের জেরে অভিমান থেকে তিনি আত্মহত্যা করতে পারেন। প্রাথমিকভাবে আমরা এমনটিই ধারণা করছি।

মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।