শাহজালাল বিমানবন্দরের ভিভিআইপি লাউঞ্জ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

#
news image

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নবনির্মিত ভিভিআইপি লাউঞ্জের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (২৫ এপ্রিল)সকালে ত্রিদেশীয় সফরে ঢাকা ছাড়ার আগে ভিভিআইপি লাউঞ্জ উদ্বোধন করেন তিনি।

উদ্বোধন শেষে দোয়া ও মোনাজাতে অংশ নেন সরকার প্রধান।

এসময় উপস্থিত ছিলেন জাতীয় সংসদের উপনেতা ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ প্রমুখ। মন্ত্রিপরিষদ বিভাগের সচিবসহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারাও এসময় উপস্থিত চিলেন।

উদ্বোধনের পর জাপানের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী। সকাল ৭টা ৫৬ মিনিটে তাকে বহন করা বিমানটি জাপানের উদ্দেশ্যে রওনা হয়।

আগামী ২৮ এপ্রিল পর্যন্ত জাপান সফর করবেন তিনি।

জাপান সফরে মেট্রোরেলের সমীক্ষা, জাহাজভাঙা শিল্পের আধুনিকায়ন, কৃষি প্রক্রিয়াজাতকরণ আধুনিকায়ন, শিল্পের মানোন্নয়নের অংশীদারত্ব এবং শুল্ক খাতের সমন্বয়সহ ৮টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে।

জাপান সফর শেষে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফর করবেন প্রধানমন্ত্রী।

নাগরিক প্রতিবেদক

২৫ এপ্রিল, ২০২৩,  4:36 PM

news image

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নবনির্মিত ভিভিআইপি লাউঞ্জের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (২৫ এপ্রিল)সকালে ত্রিদেশীয় সফরে ঢাকা ছাড়ার আগে ভিভিআইপি লাউঞ্জ উদ্বোধন করেন তিনি।

উদ্বোধন শেষে দোয়া ও মোনাজাতে অংশ নেন সরকার প্রধান।

এসময় উপস্থিত ছিলেন জাতীয় সংসদের উপনেতা ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ প্রমুখ। মন্ত্রিপরিষদ বিভাগের সচিবসহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারাও এসময় উপস্থিত চিলেন।

উদ্বোধনের পর জাপানের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী। সকাল ৭টা ৫৬ মিনিটে তাকে বহন করা বিমানটি জাপানের উদ্দেশ্যে রওনা হয়।

আগামী ২৮ এপ্রিল পর্যন্ত জাপান সফর করবেন তিনি।

জাপান সফরে মেট্রোরেলের সমীক্ষা, জাহাজভাঙা শিল্পের আধুনিকায়ন, কৃষি প্রক্রিয়াজাতকরণ আধুনিকায়ন, শিল্পের মানোন্নয়নের অংশীদারত্ব এবং শুল্ক খাতের সমন্বয়সহ ৮টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে।

জাপান সফর শেষে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফর করবেন প্রধানমন্ত্রী।