বঙ্গভবনে একদিকে বিদায়ের সুর, অন্যদিকে বরণের প্রস্তুতি

নাগরিক অনলাইন ডেস্ক
২১ এপ্রিল, ২০২৩, 11:35 PM

বঙ্গভবনে একদিকে বিদায়ের সুর, অন্যদিকে বরণের প্রস্তুতি
আগামী সোমবার শপথ নিতে যাচ্ছেন নতুন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। দেশের ২২তম এ রাষ্ট্রপতিকে বরণ করে নিতে এরই মধ্যে নতুন করে সেজেছে পুরো বঙ্গভবন। উৎসব আমেজ আর সাজসাজ রব বিরাজ করছে সবত্র। অপরদিকে, বাজতে শুরু করেছে বিদায়ের করুণ সুর। নতুন রাষ্ট্রপতির শপথের পরপরই বিদায় নেবেন বর্তমান রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ। কোনো রাষ্ট্রপতিকে বিদায় জানাতে এই প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে রাজসিক বিদায় সংবর্ধনার। কালবেলা, ভোরের কাগজ।
বঙ্গভবনের একাধিক সূত্রে জানা যায়, সবচেয়ে বেশি মেয়াদে এ ভবনের বাসিন্দা ছিলেন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ। তিনিই বাংলাদেশের একমাত্র রাষ্ট্রপতি, যিনি দুইমেয়াদ (১০ বছর) রাষ্ট্রপ্রধান ছিলেন।
আমুদে ও প্রাণোচ্ছ্বল এ রাষ্ট্রপতির বিদায়ের কথা চিন্তা করে বিষণ্নতার ছাপ পড়েছে কর্মকর্তা-কর্মচারীদের মনে। আঙিনার প্রতিটি পরতে পরতে ছিল তার বিচরণ। তিনি কখনো নীরবে-নিভৃতে একা একা সময় কাটাতেন না। সময় পেলেই আঙিনায় ঘুরে বেড়াতেন। খোশগল্পে মেতে উঠতেন কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে; কিন্তু তার বিদায়ের খবরে সব জায়গায় যেন এখন বিমর্ষতার ছাপ।
সোমবার নতুন রাষ্ট্রপতির শপথের পর দুপুর সাড়ে ১২টায় আনুষ্ঠানিক বিদায় শুরু হবে বর্তমান রাষ্ট্রপতির। অনুষ্ঠানটিকে স্মরণীয় করে রাখতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। বঙ্গভবনের ক্রেডেনশিয়াল গ্রাউন্ডে বিদায়ী গার্ড অব অনার প্রদানের মধ্য দিয়ে মূল অনুষ্ঠান শুরু হবে। শেষে তৎকালীন রাষ্ট্রপতির গার্ড অব অনার বঙ্গভবনের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতিতে ফুলে সজ্জিত একটি খোলা জিপে ফোয়ারা এলাকা থেকে প্রধান ফটকের দিকে যাত্রা করবেন। প্রধান ফটকে স্যালুট গার্ড প্রদান করবে প্রেসিডেন্সিয়াল গার্ড রেজিমেন্ট। বঙ্গভবনের সব কর্মকর্তারা দুই দলে ভাগ হয়ে গাড়ির সামনে দড়ি টেনে দাঁড়াবেন। তারপর এটি সামনে অগ্রসর হবে।
বঙ্গভবনের ভেতরে সব কর্মকর্তা-কর্মচারী এবং পিজিআর সদস্যরা ফুলের পাপড়ি ছিটিয়ে দেবেন এবং সদ্য সাবেক রাষ্ট্রপতি বঙ্গভবনকে বিদায় জানিয়ে খোলা জিপে বঙ্গভবন থেকে প্রস্থান করবেন। বঙ্গভবনে তার দীর্ঘ অবস্থানের সমাপ্তি শেষে বিশেষ নিরাপত্তা বাহিনীর (এসএসএফ) তত্ত্বাবধানে রাষ্ট্রপতির কার্যালয়ের প্রধান ফটক থেকে একটি ভিভিআইপি মোটর শোভাযাত্রায় নগরীর নিকুঞ্জ এলাকায় নতুন বাসভবনের উদ্দেশে রওনা হবেন তিনি।
এদিকে বিদায়ের করুণ সুরের মধ্যেও নতুন রাষ্ট্রপতিকে বরণের প্রস্তুতি চলছে বঙ্গভবনজুড়েই। ধোয়া-মোছা শেষে সাজ সাজ রব সবখানে। নতুন রাষ্ট্রপতির পছন্দ-অপছন্দ বিবেচনায় নিয়ে সাজানো হচ্ছে বঙ্গভবনের প্রতিটি কক্ষ। দেশের ২২তম রাষ্ট্রপতির শপথের প্রস্তুতি প্রায় শেষ। মোঃ আবদুল হামিদের উত্তরসূরি হিসেবে মো. সাহাবুদ্দিন ওই দিন সকাল ১১টায় শপথ নেবেন।
নাগরিক অনলাইন ডেস্ক
২১ এপ্রিল, ২০২৩, 11:35 PM

আগামী সোমবার শপথ নিতে যাচ্ছেন নতুন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। দেশের ২২তম এ রাষ্ট্রপতিকে বরণ করে নিতে এরই মধ্যে নতুন করে সেজেছে পুরো বঙ্গভবন। উৎসব আমেজ আর সাজসাজ রব বিরাজ করছে সবত্র। অপরদিকে, বাজতে শুরু করেছে বিদায়ের করুণ সুর। নতুন রাষ্ট্রপতির শপথের পরপরই বিদায় নেবেন বর্তমান রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ। কোনো রাষ্ট্রপতিকে বিদায় জানাতে এই প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে রাজসিক বিদায় সংবর্ধনার। কালবেলা, ভোরের কাগজ।
বঙ্গভবনের একাধিক সূত্রে জানা যায়, সবচেয়ে বেশি মেয়াদে এ ভবনের বাসিন্দা ছিলেন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ। তিনিই বাংলাদেশের একমাত্র রাষ্ট্রপতি, যিনি দুইমেয়াদ (১০ বছর) রাষ্ট্রপ্রধান ছিলেন।
আমুদে ও প্রাণোচ্ছ্বল এ রাষ্ট্রপতির বিদায়ের কথা চিন্তা করে বিষণ্নতার ছাপ পড়েছে কর্মকর্তা-কর্মচারীদের মনে। আঙিনার প্রতিটি পরতে পরতে ছিল তার বিচরণ। তিনি কখনো নীরবে-নিভৃতে একা একা সময় কাটাতেন না। সময় পেলেই আঙিনায় ঘুরে বেড়াতেন। খোশগল্পে মেতে উঠতেন কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে; কিন্তু তার বিদায়ের খবরে সব জায়গায় যেন এখন বিমর্ষতার ছাপ।
সোমবার নতুন রাষ্ট্রপতির শপথের পর দুপুর সাড়ে ১২টায় আনুষ্ঠানিক বিদায় শুরু হবে বর্তমান রাষ্ট্রপতির। অনুষ্ঠানটিকে স্মরণীয় করে রাখতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। বঙ্গভবনের ক্রেডেনশিয়াল গ্রাউন্ডে বিদায়ী গার্ড অব অনার প্রদানের মধ্য দিয়ে মূল অনুষ্ঠান শুরু হবে। শেষে তৎকালীন রাষ্ট্রপতির গার্ড অব অনার বঙ্গভবনের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতিতে ফুলে সজ্জিত একটি খোলা জিপে ফোয়ারা এলাকা থেকে প্রধান ফটকের দিকে যাত্রা করবেন। প্রধান ফটকে স্যালুট গার্ড প্রদান করবে প্রেসিডেন্সিয়াল গার্ড রেজিমেন্ট। বঙ্গভবনের সব কর্মকর্তারা দুই দলে ভাগ হয়ে গাড়ির সামনে দড়ি টেনে দাঁড়াবেন। তারপর এটি সামনে অগ্রসর হবে।
বঙ্গভবনের ভেতরে সব কর্মকর্তা-কর্মচারী এবং পিজিআর সদস্যরা ফুলের পাপড়ি ছিটিয়ে দেবেন এবং সদ্য সাবেক রাষ্ট্রপতি বঙ্গভবনকে বিদায় জানিয়ে খোলা জিপে বঙ্গভবন থেকে প্রস্থান করবেন। বঙ্গভবনে তার দীর্ঘ অবস্থানের সমাপ্তি শেষে বিশেষ নিরাপত্তা বাহিনীর (এসএসএফ) তত্ত্বাবধানে রাষ্ট্রপতির কার্যালয়ের প্রধান ফটক থেকে একটি ভিভিআইপি মোটর শোভাযাত্রায় নগরীর নিকুঞ্জ এলাকায় নতুন বাসভবনের উদ্দেশে রওনা হবেন তিনি।
এদিকে বিদায়ের করুণ সুরের মধ্যেও নতুন রাষ্ট্রপতিকে বরণের প্রস্তুতি চলছে বঙ্গভবনজুড়েই। ধোয়া-মোছা শেষে সাজ সাজ রব সবখানে। নতুন রাষ্ট্রপতির পছন্দ-অপছন্দ বিবেচনায় নিয়ে সাজানো হচ্ছে বঙ্গভবনের প্রতিটি কক্ষ। দেশের ২২তম রাষ্ট্রপতির শপথের প্রস্তুতি প্রায় শেষ। মোঃ আবদুল হামিদের উত্তরসূরি হিসেবে মো. সাহাবুদ্দিন ওই দিন সকাল ১১টায় শপথ নেবেন।