নিখোজ হওয়ার সপ্তাহ পার হলেও সন্ধ্যান মিলেনি জলঢাকার ছেলে মিজানের 

#
news image

নিখোজ হওয়ার সপ্তাহ পার হলেও সন্ধ্যান মিলেনি জলঢাকার ছেলে মিজানের।

মিজান নীলফামারী জেলা জলঢাকা উপজেলা ৬ নং শিমুলবাড়ী ইউনিয়নের ১ নং ওয়ার্ড বাশদহ গ্রামের জামিয়ার রহমানের ছেলে মিজান  (১৮)

জানা যায় দীৰ্ঘদিন ধরে মিজানের বাবা জামিয়ার পরিবার নিয়ে রাজধানীর আশুলিয়া থানার জামগরা এলাকার একটি মহল্লায় থাকেন 

গত ২৮ ফ্রেব্রুয়ারী প্রতিদিনের মতো পরিবারের সাথে যোগাযোগ না করায় ফোনে যোগাযোগ করার চেষ্টা করে পরিবার। মিজানের ফোন বন্ধ থাকায় আরো চিন্তিত হয়ে খোজাখুজি শুরু করেন একপর্যায়ে খুজে না পেয়ে ৩ মার্চ আশুলিয়া থানায় একটি জিডি করেন মিজানের বাবা জাহার নাম্বার ২৩৭ 

মিজান ঐ এলাকার একটি ফার্নিচেয়ার শোরুমে কর্মরত ছিলেন।

সাইফুল ইসলাম মানিক, নীলফামারী

০৬ মার্চ, ২০২৩,  10:53 AM

news image

নিখোজ হওয়ার সপ্তাহ পার হলেও সন্ধ্যান মিলেনি জলঢাকার ছেলে মিজানের।

মিজান নীলফামারী জেলা জলঢাকা উপজেলা ৬ নং শিমুলবাড়ী ইউনিয়নের ১ নং ওয়ার্ড বাশদহ গ্রামের জামিয়ার রহমানের ছেলে মিজান  (১৮)

জানা যায় দীৰ্ঘদিন ধরে মিজানের বাবা জামিয়ার পরিবার নিয়ে রাজধানীর আশুলিয়া থানার জামগরা এলাকার একটি মহল্লায় থাকেন 

গত ২৮ ফ্রেব্রুয়ারী প্রতিদিনের মতো পরিবারের সাথে যোগাযোগ না করায় ফোনে যোগাযোগ করার চেষ্টা করে পরিবার। মিজানের ফোন বন্ধ থাকায় আরো চিন্তিত হয়ে খোজাখুজি শুরু করেন একপর্যায়ে খুজে না পেয়ে ৩ মার্চ আশুলিয়া থানায় একটি জিডি করেন মিজানের বাবা জাহার নাম্বার ২৩৭ 

মিজান ঐ এলাকার একটি ফার্নিচেয়ার শোরুমে কর্মরত ছিলেন।