ভ’মিদস্যুদের অত্যাচারে ঝিনাইদহ থানায় ডায়েরি করেছে অসহায় পরিবার

জেলা সংবাদদাতা
০৫ মার্চ, ২০২৩, 6:41 PM

ভ’মিদস্যুদের অত্যাচারে ঝিনাইদহ থানায় ডায়েরি করেছে অসহায় পরিবার
ঝিনাইদহ সদর উপজেলার ধানহাড়িয়া গ্রামের একটি অসহায় পরিবার ভ’মিদস্যুদের অত্যাচার থেকে বাঁচতে অবশেষে ঝিনাইদহ সদর থানায় উদয়পুরের জিলু মালিথার ছেলে অস্ত্র ও মাদক মামলায় জামিনেম্ক্তু মুসা মালিতাসহ ৫ জনের নামে সাধারন ডায়েরি করেছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে এবং কোন ভ’সিদস্যুই অন্যায় করে পার পাবে না বলে হুশিয়ারি করে দিয়েছেন থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা।
ধানহাড়িয়ার মৃত আব্দুল আজিজ মুন্সির ছেলে ফিরোজ মুন্সি ওরফে মোহন মুন্সি থানায় দায়েরকৃত সাধারন ডায়েরিতে জানান, উদয়পুরের মোহাম্মদ জাফরের ছেলে আব্দুল হালিম, জিলু মালিথার ছেলে মুসা মালিতা, পাশর্^বর্তী চুয়াডাঙ্গা গ্রামের আলফা মন্ডলের ছেলে মোস্তফা ওরফে মস্ত, আব্দুস সাত্তারের ছেলে আশরাফুল এবং ধানহাড়িয়ার মৃত নেফাজ ও ছারা খাতুনের ছেলে মোহাম্মদ লিপু তাদের কোন স্বত্ব না থাকলেও গায়ের জোরে ফিরোজ মুন্সি ওরফে মোহন মুন্সির জমি দখল নিতে মরিয়া হয়ে উঠেছে। তারা প্রায়ই এলাকার লোকজন নিয়ে এসে তার ১১ শতাংশ জমি কেনা সূত্রে তাদের বলে দাবি করে খুঁটি পুঁতে দখল করার চেষ্টা করছে। গত ২৪ ফেব্রুয়ারিও তারা একইভাবে তার জমিতে ঢুকে দখল নেবার জন্য ঘিরে দেয়। তার পরিবারের লোকজন বাঁধা দিলে তারা মারতে উদ্যত হয়। জিলু মালিথার ছেলে মুসা মালিতা অস্ত্র ও মাদক মামলায় একাধিকবার আটক হলেও বর্তমাণে জামিনে থেকে আবার স্বমূর্তি ধারণ করেছে। আব্দুস সাত্তারের ছেলে আশরাফুলও মাদক কারবারে জড়িত বলে পুলিশের একটি সূত্র জানান।
ঝিনাইদহ সদর থানার তৎকালিন সাব ইন্সপেক্টর মোহাম্মদ এজাজ জানান, মুসা মালিতা অস্ত্র ও মাদক মামলায় একাধিকবার আটক হলেও বর্তমাণে জামিনে আছেন, পুলিশ তার গতিবিধি পর্যবেক্ষণ করছে। ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানার সাথে আলাপ করলে তিনি জানান, অভিযোগ পাবার পর তিনি ঘটনাস্থলে একজন পুিলশ অফিসার পাঠিয়েছেন। অবৈধভাবে জমি দখলকারি মুসা মালিতা বা যে কারো সংশ্লিষ্টতা পেলে পুলিশ কাউকে ছাড় দেবে না বলে জানান ওসি ।
জেলা সংবাদদাতা
০৫ মার্চ, ২০২৩, 6:41 PM

ঝিনাইদহ সদর উপজেলার ধানহাড়িয়া গ্রামের একটি অসহায় পরিবার ভ’মিদস্যুদের অত্যাচার থেকে বাঁচতে অবশেষে ঝিনাইদহ সদর থানায় উদয়পুরের জিলু মালিথার ছেলে অস্ত্র ও মাদক মামলায় জামিনেম্ক্তু মুসা মালিতাসহ ৫ জনের নামে সাধারন ডায়েরি করেছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে এবং কোন ভ’সিদস্যুই অন্যায় করে পার পাবে না বলে হুশিয়ারি করে দিয়েছেন থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা।
ধানহাড়িয়ার মৃত আব্দুল আজিজ মুন্সির ছেলে ফিরোজ মুন্সি ওরফে মোহন মুন্সি থানায় দায়েরকৃত সাধারন ডায়েরিতে জানান, উদয়পুরের মোহাম্মদ জাফরের ছেলে আব্দুল হালিম, জিলু মালিথার ছেলে মুসা মালিতা, পাশর্^বর্তী চুয়াডাঙ্গা গ্রামের আলফা মন্ডলের ছেলে মোস্তফা ওরফে মস্ত, আব্দুস সাত্তারের ছেলে আশরাফুল এবং ধানহাড়িয়ার মৃত নেফাজ ও ছারা খাতুনের ছেলে মোহাম্মদ লিপু তাদের কোন স্বত্ব না থাকলেও গায়ের জোরে ফিরোজ মুন্সি ওরফে মোহন মুন্সির জমি দখল নিতে মরিয়া হয়ে উঠেছে। তারা প্রায়ই এলাকার লোকজন নিয়ে এসে তার ১১ শতাংশ জমি কেনা সূত্রে তাদের বলে দাবি করে খুঁটি পুঁতে দখল করার চেষ্টা করছে। গত ২৪ ফেব্রুয়ারিও তারা একইভাবে তার জমিতে ঢুকে দখল নেবার জন্য ঘিরে দেয়। তার পরিবারের লোকজন বাঁধা দিলে তারা মারতে উদ্যত হয়। জিলু মালিথার ছেলে মুসা মালিতা অস্ত্র ও মাদক মামলায় একাধিকবার আটক হলেও বর্তমাণে জামিনে থেকে আবার স্বমূর্তি ধারণ করেছে। আব্দুস সাত্তারের ছেলে আশরাফুলও মাদক কারবারে জড়িত বলে পুলিশের একটি সূত্র জানান।
ঝিনাইদহ সদর থানার তৎকালিন সাব ইন্সপেক্টর মোহাম্মদ এজাজ জানান, মুসা মালিতা অস্ত্র ও মাদক মামলায় একাধিকবার আটক হলেও বর্তমাণে জামিনে আছেন, পুলিশ তার গতিবিধি পর্যবেক্ষণ করছে। ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানার সাথে আলাপ করলে তিনি জানান, অভিযোগ পাবার পর তিনি ঘটনাস্থলে একজন পুিলশ অফিসার পাঠিয়েছেন। অবৈধভাবে জমি দখলকারি মুসা মালিতা বা যে কারো সংশ্লিষ্টতা পেলে পুলিশ কাউকে ছাড় দেবে না বলে জানান ওসি ।