পীরগঞ্জে ফেনসিডিল সহ গ্রেপ্তার ২

মো. মুজিবুর রহমান, নিজস্ব প্রতিনিধি
২৮ ফেব্রুয়ারি, ২০২৩, 6:30 PM
পীরগঞ্জে ফেনসিডিল সহ গ্রেপ্তার ২
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ১১ নম্বর বৈরচুনা ইউনিয়নে ভারতীয় নিষিদ্ধ ফেনসিডিল সহ গ্রেপ্তার দুজন। জেলা গোয়েন্দা শাখা, ঠাকুরগাঁও এর নেতৃত্বে ইং২৭/০২/২০২৩ তারিখ রাত্রী ১০ ঘটিকার সময় পীরগন্জ থানাধীন ১১ নং বৈরচুনা ইউনিয়নের অন্তর্গত মহনপুর চেয়ারম্যান পাড়াস্হ মহনপুর চেয়ারম্যান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিম পার্শ্বে পাকা রাস্তার উপর উপর গোপন সংবাদের ভিত্তিতে
১। মিলন চন্দ্র @ দূর্গা (২৭)পিতা-ভুট্টুরাম, সাং-চন্দ্ররিয়া আমির পাড়া, ২। জরিবুল (৩৮) পিতা- তারাবউদ্দীন, সাং-দক্ষিন নওপাড়া, উভয়-থানা- পীরগন্জ, জেলা-ঠাকুরগাঁও দ্বয়কে ৫০ বোতল মাদকদ্রব্য ফেন্সিডিল সহকারে গ্রেপ্তার করা হয়। এ সংক্রান্তে সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) মোঃ সুলতান আলি বাদী হয়ে আসামিদ্বয়ের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পীরগন্জ থানায় মামলা হয় যাহার মামলা নং- (৩২) ২৮/ ২/২০২২ ইং ।
মো. মুজিবুর রহমান, নিজস্ব প্রতিনিধি
২৮ ফেব্রুয়ারি, ২০২৩, 6:30 PM
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ১১ নম্বর বৈরচুনা ইউনিয়নে ভারতীয় নিষিদ্ধ ফেনসিডিল সহ গ্রেপ্তার দুজন। জেলা গোয়েন্দা শাখা, ঠাকুরগাঁও এর নেতৃত্বে ইং২৭/০২/২০২৩ তারিখ রাত্রী ১০ ঘটিকার সময় পীরগন্জ থানাধীন ১১ নং বৈরচুনা ইউনিয়নের অন্তর্গত মহনপুর চেয়ারম্যান পাড়াস্হ মহনপুর চেয়ারম্যান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিম পার্শ্বে পাকা রাস্তার উপর উপর গোপন সংবাদের ভিত্তিতে
১। মিলন চন্দ্র @ দূর্গা (২৭)পিতা-ভুট্টুরাম, সাং-চন্দ্ররিয়া আমির পাড়া, ২। জরিবুল (৩৮) পিতা- তারাবউদ্দীন, সাং-দক্ষিন নওপাড়া, উভয়-থানা- পীরগন্জ, জেলা-ঠাকুরগাঁও দ্বয়কে ৫০ বোতল মাদকদ্রব্য ফেন্সিডিল সহকারে গ্রেপ্তার করা হয়। এ সংক্রান্তে সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) মোঃ সুলতান আলি বাদী হয়ে আসামিদ্বয়ের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পীরগন্জ থানায় মামলা হয় যাহার মামলা নং- (৩২) ২৮/ ২/২০২২ ইং ।