পত্নীতলায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গৃহ নির্মানের অভিযোগ

#
news image

আদালতের নিষেধাজ্ঞাকে অমান্য করে গৃহ নির্মানের অভিযোগ উঠেছে নওগাঁর পত্নীতলার আমাইড় ইউনিয়নের কৃষনরামপুর ( আমাইড় ) এলাকার মৃত নছির উদ্দীনের ছেলে মো: হবিবর রহমান এর বিরুদ্ধে।

মামলাসূত্রে জানা যায়, নওগাঁর পত্নীতলার আমাইড় ইউনিয়নের নান্দাস গ্রামের মৃত আইর উদ্দীন এর ছেলে মো: শহিদুল ইসলাম বাদী হয়ে ৭ জনকে বিবাদী করে মহামন্য আদালতে মামলা দায়ের করেন। যাহার মামলা  নাম্বার: ১৪০/১৯। মামলার শুনানী অন্তে গত ১৮ জানুয়ারী ২০২৩ খ্রি:  মহামান্য আদালত আমাইড় মৌজার আর এস খতিয়ান নং ৭৩৩, হাল দাগ নং ৫৯৬২ দাগে অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ জারি করেন। মহামান্য আদালতের নিষেধাজ্ঞাকে অমান্য করে গৃহ নির্মানের কাজ চালিয়ে যাচ্ছে ৬ নং বিবাদী মো: হবিবর রহমান। 

এবিষয়ে মামলার বাদী মো: শহিদুল ইসলাম বলেন, উক্ত জমিটির ক্রয় সূত্রের  মালিক আমি। হঠাৎ দেখি আমার ক্রয় করা জমিটি বিবাদীদ্বয় জোড় পূর্বক দখল করার লক্ষে গৃহ নির্মানের কাজ শুরু করে। আমি আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে মহামন্য আদালতের আশ্রয় নিয়েছি। মহামন্য আদালত তাদের কাজের উপর নিষেধাজ্ঞা জারি করেন। কিন্তু ৬ নং বিবাদী 
মো: হবিবর রহমান আদালতের নিষেধাজ্ঞাকে অমাণ্য করে গৃহ নির্মানের কাজ অব্যহত রাখেন।

বিবাদী মো: হবিবর রহমান এর সাথে এবিষয়ে সাক্ষাতে কথা বলতে গেলে তাকে পাওয়া যায়নি।

এবিষয়ে পত্নীতলা থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র দেব এর সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন, বিধি মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

জামিল আহম্মেদ  পত্নীতলা ( নওগাঁ )

২৮ ফেব্রুয়ারি, ২০২৩,  11:48 AM

news image

আদালতের নিষেধাজ্ঞাকে অমান্য করে গৃহ নির্মানের অভিযোগ উঠেছে নওগাঁর পত্নীতলার আমাইড় ইউনিয়নের কৃষনরামপুর ( আমাইড় ) এলাকার মৃত নছির উদ্দীনের ছেলে মো: হবিবর রহমান এর বিরুদ্ধে।

মামলাসূত্রে জানা যায়, নওগাঁর পত্নীতলার আমাইড় ইউনিয়নের নান্দাস গ্রামের মৃত আইর উদ্দীন এর ছেলে মো: শহিদুল ইসলাম বাদী হয়ে ৭ জনকে বিবাদী করে মহামন্য আদালতে মামলা দায়ের করেন। যাহার মামলা  নাম্বার: ১৪০/১৯। মামলার শুনানী অন্তে গত ১৮ জানুয়ারী ২০২৩ খ্রি:  মহামান্য আদালত আমাইড় মৌজার আর এস খতিয়ান নং ৭৩৩, হাল দাগ নং ৫৯৬২ দাগে অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ জারি করেন। মহামান্য আদালতের নিষেধাজ্ঞাকে অমান্য করে গৃহ নির্মানের কাজ চালিয়ে যাচ্ছে ৬ নং বিবাদী মো: হবিবর রহমান। 

এবিষয়ে মামলার বাদী মো: শহিদুল ইসলাম বলেন, উক্ত জমিটির ক্রয় সূত্রের  মালিক আমি। হঠাৎ দেখি আমার ক্রয় করা জমিটি বিবাদীদ্বয় জোড় পূর্বক দখল করার লক্ষে গৃহ নির্মানের কাজ শুরু করে। আমি আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে মহামন্য আদালতের আশ্রয় নিয়েছি। মহামন্য আদালত তাদের কাজের উপর নিষেধাজ্ঞা জারি করেন। কিন্তু ৬ নং বিবাদী 
মো: হবিবর রহমান আদালতের নিষেধাজ্ঞাকে অমাণ্য করে গৃহ নির্মানের কাজ অব্যহত রাখেন।

বিবাদী মো: হবিবর রহমান এর সাথে এবিষয়ে সাক্ষাতে কথা বলতে গেলে তাকে পাওয়া যায়নি।

এবিষয়ে পত্নীতলা থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র দেব এর সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন, বিধি মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।