ফুলবাড়ীতে ভিডব্লিউবি কার্ডের চাল বিতরণের উদ্বোধন

মোকাররম হোসেন, ফুলবাড়ী (দিনাজপুর)
২৭ ফেব্রুয়ারি, ২০২৩, 7:30 PM

ফুলবাড়ীতে ভিডব্লিউবি কার্ডের চাল বিতরণের উদ্বোধন
দিনাজপুরের ফুলবাড়ীতে উপকার ভোগী দুস্থ মহিলাদের মাঝে ভালনারেবল উইমেন বেনিফিট বা ভিডব্লিউবি কার্ডের চাল বিতরণের উদ্বোধন করা হয়েছে। সোমবার বেলা ১১টায় ৫নং খয়েরবাড়ি ইউনিয়ন পরিষদে চাল বিতরণের উদ্বোধন করা হয়।
ইউপি চেয়ারম্যান এনামুল হকের সভাপতিত্বে চাল বিতরণের উদ্বোধন করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রীতা মন্ডল। এসময় উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার উপজেলা একাডেমিক সুপার ভাইজার শফিকুল ইসলাম, ইউপি সচিব মোহাম্মদ আলী, ইউপি সদস্য মো. নূর ইসলাম, সুকুমার রায়, মোকসেদ আলী, শ্রীমতি সুধা রানী, সাইফুননাহার সহ অনেকে।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রীতা মন্ডল জানান, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আওতায় এ উপজেলায় মোট ২১৫৮জন উপকার ভোগী দুস্থ নারীকে প্রতি মাসে ৩০কেজি চাল বিতরণ করা হবে। প্রতি মাসে কার্ডের বিপরীতে ২২০টাকা সঞ্চয় জমা দিতে হবে। দুবছর পর মহিলারা সঞ্চিত টাকা ফেরত পাবেন। এতে তারা পরিবারের জন্য সঞ্চয় করতে উদ্বুদ্ধ হবেন এবং সেই সঞ্চিত অর্থ পরিবারের বিভিন্ন কাজে লাগাতে পারবেন। খয়েরবাড়ি ইউনিয়নে ১৭৯জন দুস্থ নারীকে ভিডব্লিউবি কার্ডের চাল বিতরণ করা হবে।
মোকাররম হোসেন, ফুলবাড়ী (দিনাজপুর)
২৭ ফেব্রুয়ারি, ২০২৩, 7:30 PM

দিনাজপুরের ফুলবাড়ীতে উপকার ভোগী দুস্থ মহিলাদের মাঝে ভালনারেবল উইমেন বেনিফিট বা ভিডব্লিউবি কার্ডের চাল বিতরণের উদ্বোধন করা হয়েছে। সোমবার বেলা ১১টায় ৫নং খয়েরবাড়ি ইউনিয়ন পরিষদে চাল বিতরণের উদ্বোধন করা হয়।
ইউপি চেয়ারম্যান এনামুল হকের সভাপতিত্বে চাল বিতরণের উদ্বোধন করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রীতা মন্ডল। এসময় উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার উপজেলা একাডেমিক সুপার ভাইজার শফিকুল ইসলাম, ইউপি সচিব মোহাম্মদ আলী, ইউপি সদস্য মো. নূর ইসলাম, সুকুমার রায়, মোকসেদ আলী, শ্রীমতি সুধা রানী, সাইফুননাহার সহ অনেকে।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রীতা মন্ডল জানান, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আওতায় এ উপজেলায় মোট ২১৫৮জন উপকার ভোগী দুস্থ নারীকে প্রতি মাসে ৩০কেজি চাল বিতরণ করা হবে। প্রতি মাসে কার্ডের বিপরীতে ২২০টাকা সঞ্চয় জমা দিতে হবে। দুবছর পর মহিলারা সঞ্চিত টাকা ফেরত পাবেন। এতে তারা পরিবারের জন্য সঞ্চয় করতে উদ্বুদ্ধ হবেন এবং সেই সঞ্চিত অর্থ পরিবারের বিভিন্ন কাজে লাগাতে পারবেন। খয়েরবাড়ি ইউনিয়নে ১৭৯জন দুস্থ নারীকে ভিডব্লিউবি কার্ডের চাল বিতরণ করা হবে।