ফুলবাড়ীতে প্রা‌ণি সম্পদ প্রদর্শনী অনু‌ষ্ঠিত

#
news image

দিনাজপু‌রের ফুলবাড়ী‌তে উপ‌জেলা প্রা‌ণি সম্পদ দপ্তর ও ভে‌টে‌রিনা‌রি হাসপাতালের আ‌য়োজ‌নে প্রা‌ণি সম্পদ প্রদর্শনী-২০২৩ অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে। উপ‌জেলা প্রা‌ণি সম্পদ দপ্ত‌রে শ‌নিবার দুপুর ১২টায় এ প্রদর্শনীর উ‌দ্বোধন অনুষ্ঠিত হয়।

উ‌দ্বোধন পরবর্তী আ‌লোচনা সভায় উপ‌জেলা সহকারী ক‌মিশনার (ভূ‌মি) ও ভারপ্রাপ্ত উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ জাফর আ‌রিফ চৌধুরীর সভাপ‌তি‌ত্বে ও ভে‌টে‌রিনা‌রি সার্জন ডা. নেয়ামত আলীর সঞ্চালনায়  প্রধান অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন উপ‌জেলা প‌রিষ‌দের চেয়ারম্যান আতাউর রহমান। বি‌শেষ অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌জেলা ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশ্রাফুল ইসলাম, ফুলবাড়ী প্রেসক্লা‌বের সভাপ‌তি সহকা‌রী অধ্যাপক অমর চাঁদ গুপ্ত অপু।

সভায় স্বাগত বক্তব্য রা‌খেন সদস্য স‌চিব উপ‌জেলা প্রা‌ণি সম্পদ কর্মকর্তা ড. রবিউল ইসলাম। এছাড়াও বক্তব্য রা‌খেন উন্নত জা‌তের ছাগল খামারি এস এম রজব আলী, কবুতর খামা‌রি শিহাব আল সা‌দিক, ডেইরি ফার্মার্স এ‌সো‌সি‌য়েশ‌নের সে‌ক্রেটা‌রি জাকা‌রিয়া হো‌সেন, উপ‌জেলা আনসার ভি‌ডি‌পি কর্মকর্তা রীতা রায়।

আ‌লোচনা শে‌ষে অ‌তি‌থিদ্বয় বি‌ভিন্ন প্রদর্শনী স্টল ঘু‌রে দে‌খেন। প্রদর্শনী‌তে অংশ নেওয়া খামারিদের পুরস্কার বিতর‌ণের মাধ্য‌মে প্রা‌ণি সম্পদ প্রদর্শনী সমাপ্ত হয়।

মোকাররম হোসেন, ফুলবাড়ী (দিনাজপুর)

২৫ ফেব্রুয়ারি, ২০২৩,  7:22 PM

news image

দিনাজপু‌রের ফুলবাড়ী‌তে উপ‌জেলা প্রা‌ণি সম্পদ দপ্তর ও ভে‌টে‌রিনা‌রি হাসপাতালের আ‌য়োজ‌নে প্রা‌ণি সম্পদ প্রদর্শনী-২০২৩ অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে। উপ‌জেলা প্রা‌ণি সম্পদ দপ্ত‌রে শ‌নিবার দুপুর ১২টায় এ প্রদর্শনীর উ‌দ্বোধন অনুষ্ঠিত হয়।

উ‌দ্বোধন পরবর্তী আ‌লোচনা সভায় উপ‌জেলা সহকারী ক‌মিশনার (ভূ‌মি) ও ভারপ্রাপ্ত উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ জাফর আ‌রিফ চৌধুরীর সভাপ‌তি‌ত্বে ও ভে‌টে‌রিনা‌রি সার্জন ডা. নেয়ামত আলীর সঞ্চালনায়  প্রধান অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন উপ‌জেলা প‌রিষ‌দের চেয়ারম্যান আতাউর রহমান। বি‌শেষ অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌জেলা ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশ্রাফুল ইসলাম, ফুলবাড়ী প্রেসক্লা‌বের সভাপ‌তি সহকা‌রী অধ্যাপক অমর চাঁদ গুপ্ত অপু।

সভায় স্বাগত বক্তব্য রা‌খেন সদস্য স‌চিব উপ‌জেলা প্রা‌ণি সম্পদ কর্মকর্তা ড. রবিউল ইসলাম। এছাড়াও বক্তব্য রা‌খেন উন্নত জা‌তের ছাগল খামারি এস এম রজব আলী, কবুতর খামা‌রি শিহাব আল সা‌দিক, ডেইরি ফার্মার্স এ‌সো‌সি‌য়েশ‌নের সে‌ক্রেটা‌রি জাকা‌রিয়া হো‌সেন, উপ‌জেলা আনসার ভি‌ডি‌পি কর্মকর্তা রীতা রায়।

আ‌লোচনা শে‌ষে অ‌তি‌থিদ্বয় বি‌ভিন্ন প্রদর্শনী স্টল ঘু‌রে দে‌খেন। প্রদর্শনী‌তে অংশ নেওয়া খামারিদের পুরস্কার বিতর‌ণের মাধ্য‌মে প্রা‌ণি সম্পদ প্রদর্শনী সমাপ্ত হয়।