সন্ত্রাসী হামলায় আহত সেই পরিবহন ব্যবসায়ীর মৃত্যু

#
news image

সাভারের হেমায়েতপুর এলাকায় সন্ত্রাসী হামলায় আহত পরিবহন ব্যবসায়ী মো. শাহাবুদ্দিন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনায় অভিযুক্ত ফয়সালকে প্রধান আসামি করে থানায় মামলা দায়ের করেছেন নিহত শাহাবুদ্দিনের স্ত্রী পিয়ার মন বেগম।

বুধবার (২২ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। 

বিষয়টি নিশ্চিত করেছেন এনাম মেডিকেল কলেজ হাসপাতালের সুপারভাইজার মো. ইউসুফ আলী।

মামলার এজাহার সূত্রে জানা যায়, নিহত শাহাবুদ্দিন (৪০) একজন পরিবহন ব্যবসায়ী ছিলেন। তার ব্যবসা নিয়ে স্থানীয় রকিবুল ইসলাম ফয়সাল (২৮) ও তার বাবা কিয়াম উদ্দিন (৬০), শহিদুল্লাহ (৩০), জাহাঙ্গীর হোসেন (৩৫), মো. রিপন (২৫) ও মো. আবদুল মান্নানের (৪৮) সঙ্গে বিরোধ চলে আসছিলো। এর আগে অভিযুক্তরা হয়রানির উদ্দেশ্যে শাহাবুদ্দিনের নামে বিভিন্ন থানায় মিথ্যা মামলা দায়ের করলে তদন্তে তা মিথ্যা প্রমাণিত হওয়ায় পুলিশ আদালতে মামলার বাদীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে। এতে ক্ষিপ্ত হয়ে গত শনিবার (১৮ ফেব্রুয়ারি) হেমায়েতপুর পিকআপ স্ট্যান্ডের সামনের রাস্তায় অবস্থানকালীন ধারালো অস্ত্র নিয়ে বিবাদীরা শাহাবুদ্দিনের উপর অতর্কিতভাবে হামলা চালায়। এসময় তাকে বাঁচাতে এগিয়ে আসা মোসলেম উদ্দিন মুসা এবং মো. শাহিনের ওপরেও হামলা চালানো হয়। পরবর্তীতে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় এক হাসপাতালে নেওয়া হয়।

এ ব্যাপারে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা এ প্রতিবেদককে জানান, শাহাবুদ্দিনের মৃত্যুর বিষয়টি এখনও আমার জানা নেই। তবে এ হামলার ঘটনায় শাহাবুদ্দিনের স্ত্রী পিয়ার মন ৬ জনের নাম উল্লেখ্য করে ও অজ্ঞাত আরো ৩-৪ জনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেছেন। সেই মামলায় ইতোমধ্যে একজনকে গ্রেফতার করা হয়েছে,বাকিদেরকেও গ্রেফতারের চেষ্টা চলছে।

এস এম মনিরুল ইসলাম, সাভার (ঢাকা)

২২ ফেব্রুয়ারি, ২০২৩,  6:21 PM

news image

সাভারের হেমায়েতপুর এলাকায় সন্ত্রাসী হামলায় আহত পরিবহন ব্যবসায়ী মো. শাহাবুদ্দিন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনায় অভিযুক্ত ফয়সালকে প্রধান আসামি করে থানায় মামলা দায়ের করেছেন নিহত শাহাবুদ্দিনের স্ত্রী পিয়ার মন বেগম।

বুধবার (২২ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। 

বিষয়টি নিশ্চিত করেছেন এনাম মেডিকেল কলেজ হাসপাতালের সুপারভাইজার মো. ইউসুফ আলী।

মামলার এজাহার সূত্রে জানা যায়, নিহত শাহাবুদ্দিন (৪০) একজন পরিবহন ব্যবসায়ী ছিলেন। তার ব্যবসা নিয়ে স্থানীয় রকিবুল ইসলাম ফয়সাল (২৮) ও তার বাবা কিয়াম উদ্দিন (৬০), শহিদুল্লাহ (৩০), জাহাঙ্গীর হোসেন (৩৫), মো. রিপন (২৫) ও মো. আবদুল মান্নানের (৪৮) সঙ্গে বিরোধ চলে আসছিলো। এর আগে অভিযুক্তরা হয়রানির উদ্দেশ্যে শাহাবুদ্দিনের নামে বিভিন্ন থানায় মিথ্যা মামলা দায়ের করলে তদন্তে তা মিথ্যা প্রমাণিত হওয়ায় পুলিশ আদালতে মামলার বাদীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে। এতে ক্ষিপ্ত হয়ে গত শনিবার (১৮ ফেব্রুয়ারি) হেমায়েতপুর পিকআপ স্ট্যান্ডের সামনের রাস্তায় অবস্থানকালীন ধারালো অস্ত্র নিয়ে বিবাদীরা শাহাবুদ্দিনের উপর অতর্কিতভাবে হামলা চালায়। এসময় তাকে বাঁচাতে এগিয়ে আসা মোসলেম উদ্দিন মুসা এবং মো. শাহিনের ওপরেও হামলা চালানো হয়। পরবর্তীতে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় এক হাসপাতালে নেওয়া হয়।

এ ব্যাপারে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা এ প্রতিবেদককে জানান, শাহাবুদ্দিনের মৃত্যুর বিষয়টি এখনও আমার জানা নেই। তবে এ হামলার ঘটনায় শাহাবুদ্দিনের স্ত্রী পিয়ার মন ৬ জনের নাম উল্লেখ্য করে ও অজ্ঞাত আরো ৩-৪ জনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেছেন। সেই মামলায় ইতোমধ্যে একজনকে গ্রেফতার করা হয়েছে,বাকিদেরকেও গ্রেফতারের চেষ্টা চলছে।