“শেখ হাসিনা আর ৫‌টি বছর ক্ষমতায় থাকলেই দেশের মানুষ ব্যাপক চমক দেখ‌বে”

#
news image

শেখ হাসিনা আর শুধু ৫‌টি বছর ক্ষমতায় থাকলেই দেশের মানুষ ব্যাপক চমক দেখ‌বে। শেখ হাসিনা দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে আইটি ভিলেজ গড়ার কাজ করছেন। এতে ডিজিটাল বাংলাদেশ আরো সহজ হবে। এই আইটি ভিলেজ থেকে এলাকার ছেলে-মেয়েরা অনলাইনে কাজ করে বৈদেশিক মুদ্রা আয় করবে। যা দিয়ে নিজের পরিবারের খরচসহ দেশের উন্নয়নে বড় ভূমিকা রাখবে। গতকাল বুধবার দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার সিদ্দিশী উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিরতণ কালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন প্রাথ‌মিক ও গণ‌শিক্ষা মন্ত্রণালয় সম্প‌র্কিত সংসদীয় স্থায়ী ক‌মি‌টির সভাপ‌তি ও সা‌বেক প্রাথ‌মিক ও গণ‌শিক্ষা মন্ত্রী বীর মু‌ক্তি‌যোদ্ধা মো. মোস্তা‌ফিজুর রহমান ফিজার এম‌পি।

এম‌পি ফিজার বলেন, শেখ হাসিনা আছেন বলেই বৈশ্বিক যুদ্ধেও দেশকে দুর্বার গতিতে এগিয়ে নিয়ে যাচ্ছেন। প্রতিদিন দেশ বদলাচ্ছে। দেশের উন্নয়ন সাধিত হচ্ছে।  দেশের দারিদ্র বিমোচনের ল‌ক্ষে প্র‌তিবছর বয়স্ক ভাতা, উপবৃ‌ত্তি সহ বি‌ভিন্ন কার্যক্র‌মে ১ লাখ ১৩ হাজার কোটি টাকা ব্যয় হচ্ছে। তবুও দেশ বি‌রোধীরা বলে, শেখ হাসিনা সরকার সব লুটপাট করছে।        

অভিভাবকদের উদ্দেশ্য করে তিনি আরো বলেন, প্রত্যেক অভিভাবক নিজ নিজ সন্তানের ওপর নজর দিন। তা‌দের সা‌থে বন্ধুর মত আচরণ করুন। সন্তান যেন কোন কিছু গোপন না ক‌রে। ত‌বেই তা‌দের ভ‌বিষ্যৎ উজ্জ্বল হ‌বে।

বুধবার দুপুর ১২ টায় বিদ্যালয় চত্বরে আয়োজিত অভিভাবক সমাবেশে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি উপাধ্যক্ষ শাহ মো. আব্দুল কুদ্দুস।    এতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা ফারহানা রহমান মুক্তা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান নীরু শামসুন্নাহার, জেলা পরিষদের সদস্য শফিকুল ইসলাম বাবু প্রমুখ।

শেষে আনুষ্ঠানিকভাবে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিদ্বয়। এতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ উপস্থিত ছিলেন। 

মোকাররম হো‌সেন, ফুলবাড়ী (দিনাজপুর)

২২ ফেব্রুয়ারি, ২০২৩,  6:08 PM

news image

শেখ হাসিনা আর শুধু ৫‌টি বছর ক্ষমতায় থাকলেই দেশের মানুষ ব্যাপক চমক দেখ‌বে। শেখ হাসিনা দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে আইটি ভিলেজ গড়ার কাজ করছেন। এতে ডিজিটাল বাংলাদেশ আরো সহজ হবে। এই আইটি ভিলেজ থেকে এলাকার ছেলে-মেয়েরা অনলাইনে কাজ করে বৈদেশিক মুদ্রা আয় করবে। যা দিয়ে নিজের পরিবারের খরচসহ দেশের উন্নয়নে বড় ভূমিকা রাখবে। গতকাল বুধবার দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার সিদ্দিশী উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিরতণ কালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন প্রাথ‌মিক ও গণ‌শিক্ষা মন্ত্রণালয় সম্প‌র্কিত সংসদীয় স্থায়ী ক‌মি‌টির সভাপ‌তি ও সা‌বেক প্রাথ‌মিক ও গণ‌শিক্ষা মন্ত্রী বীর মু‌ক্তি‌যোদ্ধা মো. মোস্তা‌ফিজুর রহমান ফিজার এম‌পি।

এম‌পি ফিজার বলেন, শেখ হাসিনা আছেন বলেই বৈশ্বিক যুদ্ধেও দেশকে দুর্বার গতিতে এগিয়ে নিয়ে যাচ্ছেন। প্রতিদিন দেশ বদলাচ্ছে। দেশের উন্নয়ন সাধিত হচ্ছে।  দেশের দারিদ্র বিমোচনের ল‌ক্ষে প্র‌তিবছর বয়স্ক ভাতা, উপবৃ‌ত্তি সহ বি‌ভিন্ন কার্যক্র‌মে ১ লাখ ১৩ হাজার কোটি টাকা ব্যয় হচ্ছে। তবুও দেশ বি‌রোধীরা বলে, শেখ হাসিনা সরকার সব লুটপাট করছে।        

অভিভাবকদের উদ্দেশ্য করে তিনি আরো বলেন, প্রত্যেক অভিভাবক নিজ নিজ সন্তানের ওপর নজর দিন। তা‌দের সা‌থে বন্ধুর মত আচরণ করুন। সন্তান যেন কোন কিছু গোপন না ক‌রে। ত‌বেই তা‌দের ভ‌বিষ্যৎ উজ্জ্বল হ‌বে।

বুধবার দুপুর ১২ টায় বিদ্যালয় চত্বরে আয়োজিত অভিভাবক সমাবেশে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি উপাধ্যক্ষ শাহ মো. আব্দুল কুদ্দুস।    এতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা ফারহানা রহমান মুক্তা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান নীরু শামসুন্নাহার, জেলা পরিষদের সদস্য শফিকুল ইসলাম বাবু প্রমুখ।

শেষে আনুষ্ঠানিকভাবে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিদ্বয়। এতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ উপস্থিত ছিলেন।