ফুলবাড়ী‌তে ৭ বীর মুক্তিযোদ্ধা প‌রিবার‌কে ‘বীর নিবাস' হস্তান্তর

#
news image

দিনাজপুরের ফুলবাড়ীতে ৭ বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারকে প্রধানমন্ত্রীর উপহারের স্বপ্নের বাড়ি ‘বীর নিবাস' আনুষ্ঠা‌নিকভা‌বে হস্তান্তর করা হ‌য়ে‌ছে। সোমবার সকাল ১০টায় উপ‌জেলা প‌রিষদ সভাক‌ক্ষে বীর নিবা‌সের চা‌বি তু‌লে দেওয়া হয়। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ওয়াসিকুল ইসলামের সভাপতিত্বে এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল ইসলামের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠা‌নে প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে ৭জন বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের হাতে প্রধানমন্ত্রীর উপহারের স্বপ্নের বাড়ি ‘বীর নিবাস’ এর চাবি তুলে দেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবেক গণশিক্ষা মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি।

এ‌তে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন, সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরী, কৃষি কর্মকর্তা কৃষিবিদ রুম্মান আক্তার, ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান নীরু শামসুন্নাহার, ইউপি চেয়ারম্যান উপাধ্যক্ষ শাহ মো. আব্দুল কুদ্দুস, জেলা পরিষদ সদস্য শফিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার এছার উদ্দিন প্রমুখ। এসময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ উপস্থিত ছিলেন। 

মোকাররম হোসেন, ফুলবাড়ী (দিনাজপুর)

২১ ফেব্রুয়ারি, ২০২৩,  11:48 AM

news image

দিনাজপুরের ফুলবাড়ীতে ৭ বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারকে প্রধানমন্ত্রীর উপহারের স্বপ্নের বাড়ি ‘বীর নিবাস' আনুষ্ঠা‌নিকভা‌বে হস্তান্তর করা হ‌য়ে‌ছে। সোমবার সকাল ১০টায় উপ‌জেলা প‌রিষদ সভাক‌ক্ষে বীর নিবা‌সের চা‌বি তু‌লে দেওয়া হয়। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ওয়াসিকুল ইসলামের সভাপতিত্বে এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল ইসলামের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠা‌নে প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে ৭জন বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের হাতে প্রধানমন্ত্রীর উপহারের স্বপ্নের বাড়ি ‘বীর নিবাস’ এর চাবি তুলে দেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবেক গণশিক্ষা মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি।

এ‌তে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন, সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরী, কৃষি কর্মকর্তা কৃষিবিদ রুম্মান আক্তার, ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান নীরু শামসুন্নাহার, ইউপি চেয়ারম্যান উপাধ্যক্ষ শাহ মো. আব্দুল কুদ্দুস, জেলা পরিষদ সদস্য শফিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার এছার উদ্দিন প্রমুখ। এসময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ উপস্থিত ছিলেন।