সুনামগঞ্জে কলিমশাহ’র মৃত্যুবার্ষিকী পালিত

অরুন চক্রবর্তী, সুনামগঞ্জ
২১ ফেব্রুয়ারি, ২০২৩, 10:31 AM

সুনামগঞ্জে কলিমশাহ’র মৃত্যুবার্ষিকী পালিত
সুনামগঞ্জ সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের সাদকপুর-উছারগাঁয়ে পীরে কামেল কলিম শাহ’র ১০২তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে।
রবিবার দিবাগত রাতে তাঁর মাজার প্রাঙ্গনে মৃত্যু বার্ষিকীর অনুষ্ঠানের আয়োজন করে কলিম শাহ বাউল সংঘ। শুরুতে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় সভাপতিত্ব করেন কলিম শাহ বাউল সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি লন্ডনপ্রবাসী মো. আবুল আজাদ। সংঘের সাধারন সম্পাদক মো. আব্দুল হান্নানের স ালনায় সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন দামরিয়া দরবার শরীফ ইসবপুরের সৈয়দ আহমদ জান (শানুর),লন্ডনপ্রবাসী মো. আবুল খয়ের বশর, এসএ একাডেমি ইউকে’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. আছাদ আলী, মোল্লাপাড়া ইউপি আ’লীগের সাধারণ সম্পাদক আবুল হোসেন, সাবেক ইউপি সদস্য মো. মতিউর রহমান প্রমুখ। আলোচনা শেষে আয়োজকদের পক্ষ থেকে অতিথিদের মধ্যে সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়।
পরে অনুষ্ঠিত হয় ভক্তিমূলক গান। গান পরিবেশন করেন বাউল শাহজাহান, আব্দুর রশিদ, ছমির উদ্দিন, লন্ডনপ্রবাসী আবুল আজাদ, মো.লাল মিয়া, কালামিয়া, সূর্য লাল, নুনু গাজী, বশর, উজ্জল সরকার, হামোনিয়ামে ছিলেন জুয়েল ভাই, ঢোলক বাজান লিটন, মন্দিরা মনসুর, এবং বাশিতে কুতুব উদ্দিন প্রমুখ। রবিবার অপরাহেৃ ওরস উপলক্ষে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
অরুন চক্রবর্তী, সুনামগঞ্জ
২১ ফেব্রুয়ারি, ২০২৩, 10:31 AM

সুনামগঞ্জ সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের সাদকপুর-উছারগাঁয়ে পীরে কামেল কলিম শাহ’র ১০২তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে।
রবিবার দিবাগত রাতে তাঁর মাজার প্রাঙ্গনে মৃত্যু বার্ষিকীর অনুষ্ঠানের আয়োজন করে কলিম শাহ বাউল সংঘ। শুরুতে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় সভাপতিত্ব করেন কলিম শাহ বাউল সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি লন্ডনপ্রবাসী মো. আবুল আজাদ। সংঘের সাধারন সম্পাদক মো. আব্দুল হান্নানের স ালনায় সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন দামরিয়া দরবার শরীফ ইসবপুরের সৈয়দ আহমদ জান (শানুর),লন্ডনপ্রবাসী মো. আবুল খয়ের বশর, এসএ একাডেমি ইউকে’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. আছাদ আলী, মোল্লাপাড়া ইউপি আ’লীগের সাধারণ সম্পাদক আবুল হোসেন, সাবেক ইউপি সদস্য মো. মতিউর রহমান প্রমুখ। আলোচনা শেষে আয়োজকদের পক্ষ থেকে অতিথিদের মধ্যে সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়।
পরে অনুষ্ঠিত হয় ভক্তিমূলক গান। গান পরিবেশন করেন বাউল শাহজাহান, আব্দুর রশিদ, ছমির উদ্দিন, লন্ডনপ্রবাসী আবুল আজাদ, মো.লাল মিয়া, কালামিয়া, সূর্য লাল, নুনু গাজী, বশর, উজ্জল সরকার, হামোনিয়ামে ছিলেন জুয়েল ভাই, ঢোলক বাজান লিটন, মন্দিরা মনসুর, এবং বাশিতে কুতুব উদ্দিন প্রমুখ। রবিবার অপরাহেৃ ওরস উপলক্ষে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।