পীরগঞ্জে ছাত্রাবাস থেকে যুবকের মরদেহ উদ্ধার

মো. মুজিবুর রহমান- নিজস্ব প্রতিবেদক
১৫ ফেব্রুয়ারি, ২০২৩, 7:07 PM
পীরগঞ্জে ছাত্রাবাস থেকে যুবকের মরদেহ উদ্ধার
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে একটি ছাত্রাবাস থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার পৌর শহরের জগথা এমপি পাড়া এলাকার গোলাম রব্বানীর মালিকাধীন ইকবাল ছাত্রাবাস থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। ওই যুবকের নাম জাহিদ ইসলাম(১৮)।
সে রানীশংকৈল উপজেলায় ননদুয়ার ইউনিয়নের ননতোর গ্রামের আব্দুর রশিদের ছেলে বলে জানা গেছে। তিনি পীরগঞ্জ পৌর শহরের একটি স্টীলের দোকানে ঝালাইয়ের কাজ শিখত। ছাত্রাবাসের ম্যানেজার মাজেদ জানান, বুধবার সকালে পিকনিকের জন্য টাকা চাইতে রুমের দরজায় গিয়ে ডাকাডাকি করলে কোনো সাড়া শব্দ না পেয়ে, ছাত্রবাসের অন্যান্য ছাত্রদের ডেকে নিয়ে এসে তাকে ডাকাডাকি শুরু করেন ।
পরে দরজায় ধাক্কা দিয়ে রুমে ঢুকলে তাকে ঘুমন্ত অবস্থায় দেখে ঘুম থেকে জাগানোর চেষ্টা করেন। তার পুরো শরীর ঠাণ্ডা হয়ে আছে দেখে তারা পুলিশকে খবর দেন। পীরগঞ্জ থানার অফিসার ইনর্চাজ জাহাঞ্জীর আলম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমরা ইতোমধ্যে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে ঠাকুরগাঁও মর্গে পাঠিয়েছি।
মো. মুজিবুর রহমান- নিজস্ব প্রতিবেদক
১৫ ফেব্রুয়ারি, ২০২৩, 7:07 PM
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে একটি ছাত্রাবাস থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার পৌর শহরের জগথা এমপি পাড়া এলাকার গোলাম রব্বানীর মালিকাধীন ইকবাল ছাত্রাবাস থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। ওই যুবকের নাম জাহিদ ইসলাম(১৮)।
সে রানীশংকৈল উপজেলায় ননদুয়ার ইউনিয়নের ননতোর গ্রামের আব্দুর রশিদের ছেলে বলে জানা গেছে। তিনি পীরগঞ্জ পৌর শহরের একটি স্টীলের দোকানে ঝালাইয়ের কাজ শিখত। ছাত্রাবাসের ম্যানেজার মাজেদ জানান, বুধবার সকালে পিকনিকের জন্য টাকা চাইতে রুমের দরজায় গিয়ে ডাকাডাকি করলে কোনো সাড়া শব্দ না পেয়ে, ছাত্রবাসের অন্যান্য ছাত্রদের ডেকে নিয়ে এসে তাকে ডাকাডাকি শুরু করেন ।
পরে দরজায় ধাক্কা দিয়ে রুমে ঢুকলে তাকে ঘুমন্ত অবস্থায় দেখে ঘুম থেকে জাগানোর চেষ্টা করেন। তার পুরো শরীর ঠাণ্ডা হয়ে আছে দেখে তারা পুলিশকে খবর দেন। পীরগঞ্জ থানার অফিসার ইনর্চাজ জাহাঞ্জীর আলম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমরা ইতোমধ্যে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে ঠাকুরগাঁও মর্গে পাঠিয়েছি।