মহেশপুরে ২৬ অসচ্ছল বীর মুক্তিযোদ্ধা পেলেন ‘বীর নিবাস’

ঝিনাইদহ প্রতিনিধি
১৫ ফেব্রুয়ারি, ২০২৩, 4:20 PM

মহেশপুরে ২৬ অসচ্ছল বীর মুক্তিযোদ্ধা পেলেন ‘বীর নিবাস’
ঝিনাইদহের মহেশপুর উপজেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের স্বপ্নের বাড়ি ‘বীর নিবাস’ পেলেন ২৬ অসচ্ছল বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবার। বুধবার (১৫ফেব্রুয়ারি) সকালে প্রধানমন্ত্রী শেখহাসিনা সারাদেশের মত মহেশপুরেও ২৬টি ঘর ভার্চুয়ালি উদ্বোধন করেন।
মহেশপুর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার রাজবংশীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ, উপজেলা ভাইস চেয়ারম্যান আজিজুল হক আজা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেরুননেছা, মুক্তিযোদ্ধা চলাকালীন সেক্টর কমান্ডার ফয়জুর রহমান চৌধুরী, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ মহেশপুর উপজেলা ইউনিটের সাবেক কমান্ডার আবু তালেব, সাবেক পৌর ইউনিট কামন্ডার কাজী আব্দুস সাত্তার প্রমুখ। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, শিক্ষক, বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যগণ উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার রাজবংশী তার বক্তব্যে বলেন, অসচ্ছল বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের জন্য প্রধানমন্ত্রীর উপহার হিসেবে এ ঘরগুলো নির্মাণ করা হয়েছে। সঠিক তদারকি ও সঠিক ডিজাইনের মাধ্যমে সচ্ছতার সঙ্গে ঘরগুলো প্রস্তুত করা হয়েছে। তারা পরিবার পরিজন নিয়ে তাদের স্বপ্ন্রে এ বাড়িতে সুখের ঠিকানা খুঁজে পেলেই মাননীয় প্রধানমন্ত্রী এ উদ্যোগ ও পরিশ্রম সার্থক হবে।
ঝিনাইদহ প্রতিনিধি
১৫ ফেব্রুয়ারি, ২০২৩, 4:20 PM

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের স্বপ্নের বাড়ি ‘বীর নিবাস’ পেলেন ২৬ অসচ্ছল বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবার। বুধবার (১৫ফেব্রুয়ারি) সকালে প্রধানমন্ত্রী শেখহাসিনা সারাদেশের মত মহেশপুরেও ২৬টি ঘর ভার্চুয়ালি উদ্বোধন করেন।
মহেশপুর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার রাজবংশীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ, উপজেলা ভাইস চেয়ারম্যান আজিজুল হক আজা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেরুননেছা, মুক্তিযোদ্ধা চলাকালীন সেক্টর কমান্ডার ফয়জুর রহমান চৌধুরী, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ মহেশপুর উপজেলা ইউনিটের সাবেক কমান্ডার আবু তালেব, সাবেক পৌর ইউনিট কামন্ডার কাজী আব্দুস সাত্তার প্রমুখ। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, শিক্ষক, বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যগণ উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার রাজবংশী তার বক্তব্যে বলেন, অসচ্ছল বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের জন্য প্রধানমন্ত্রীর উপহার হিসেবে এ ঘরগুলো নির্মাণ করা হয়েছে। সঠিক তদারকি ও সঠিক ডিজাইনের মাধ্যমে সচ্ছতার সঙ্গে ঘরগুলো প্রস্তুত করা হয়েছে। তারা পরিবার পরিজন নিয়ে তাদের স্বপ্ন্রে এ বাড়িতে সুখের ঠিকানা খুঁজে পেলেই মাননীয় প্রধানমন্ত্রী এ উদ্যোগ ও পরিশ্রম সার্থক হবে।