নাসিরনগর ফান্দাউক ইউপি চেয়ারম্যানের বিরোদ্ধে জোরপূর্বক রাস্তা বন্ধের অভিযোগ

মোঃ আব্দুল হান্নান, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া
১৫ ফেব্রুয়ারি, ২০২৩, 4:10 PM

নাসিরনগর ফান্দাউক ইউপি চেয়ারম্যানের বিরোদ্ধে জোরপূর্বক রাস্তা বন্ধের অভিযোগ
একশ পরিবারের চলাচলের প্রায় শতবর্ষী রাস্তা বন্ধ করে বাউন্ডারী নির্মানের অভিযোগ উঠেছে ফান্দাউক ইউপি চেয়ারম্যান ফারুকুজ্জামান ফারুকের বিরোদ্ধে।এ বিষয়ে ১২ ফেব্রুয়ারী ২০২৩ তারিখে ফান্দাউক শাহাজি পাড়ার বাসিন্দা সুকুমার দাস,মহেন্দ্র দাস,সুভাষ চৌধুরী,সুধীর বর্দ্বন সহ আরো বেশ কয়েকজন মিলে রাস্তাটি পুনঃউদ্ধারের জন্য নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে লিখিত অভিযোগ দাখিল করেন।
অভিযোগের পর নির্বাহী কর্মকর্তার নির্দেশ রাসাতাটি স্থানীয় সার্ভেয়ার দ্বারা মেপে খুটি বসানো হলেও প্রভাবশালী চেয়ারম্যান খুটি ভেঙ্গে ফেলে দিয়ে জোরপূর্বক রাস্তাটি তার দখলে নিয়েএবার রাস্তার উপর বাউন্ডারী নির্মানের করতে শুরু করেছে।গতকাল সরেজমিন ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে এমনই চিত্র।
ভুক্তভোগীরা জানান, রাস্তাটি দিয়ে ৪ নং ওয়ার্ডের প্রায় একশ পরিবারের লোকজন যাতাযাত করে। তাছাড়াও উক্ত রাস্তাটি দিয়ে প্রায় ৭০ থেকে ৮০ জন স্কুল ও কলেজগামী ছাত্রছাত্রীরও রয়েছে চলাচল। তারা আরো জানান রাস্তাটি বন্ধ করার ফলে জনগণের চলাচল সহ কোন লাশ নিয়ে বের হওয় পর্যন্ত সম্ভব হবে না।
এ বিষয়ে জানতে চাইলে ফান্দাউকের বিশিষ্ট ব্যাক্তিত্ব ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি অসীম কুমার পাল বলেন,চেয়ারম্যান ফারুক নির্বাহী কর্মকর্তা নির্দেশ অমান্য করে তার নিজের শক্তি প্রয়োগ করে একক ভাবে যে কাজটি করছে তা সম্পূর্ন অন্যায় করছে। তিনি বলেন ধর্মপ্রতি মন্ত্রীর নাসিরনগর আগমনের কারনে এমপি সাহেব ব্যস্ত রয়েছে।উনি চলে যাবার পর আমরা এমপি সাহেবের সাথে কথা বলে আইনগত ব্যবস্তা গ্রহন করবো।
ফারুকুজ্জামানের সাথে কথা বলতে তার ব্যবহৃত মুঠোফোনে একাদিকবার ফোন করলেও তিনি ফোন রিসিভ করেননি।ঘটনাস্থলে তার ছোটভাই রুবেলকে লেবার নিয়ে কাজ করতে পাওয়া যায়।এ সময় রুবেলের সাথে কথা বলতে চাইলে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি রুবেল। এ সময় রুবেল বলেন,আপনি জানেন আমি একটা সরকারী স্কুলে নৈশপ্রহরী কাম দপ্তিরর চাকুরী করি। সুতরাং আমার পক্ষে ক্যাকেরার সামনে কথা বলা সম্ভব নয়।
মোঃ আব্দুল হান্নান, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া
১৫ ফেব্রুয়ারি, ২০২৩, 4:10 PM

একশ পরিবারের চলাচলের প্রায় শতবর্ষী রাস্তা বন্ধ করে বাউন্ডারী নির্মানের অভিযোগ উঠেছে ফান্দাউক ইউপি চেয়ারম্যান ফারুকুজ্জামান ফারুকের বিরোদ্ধে।এ বিষয়ে ১২ ফেব্রুয়ারী ২০২৩ তারিখে ফান্দাউক শাহাজি পাড়ার বাসিন্দা সুকুমার দাস,মহেন্দ্র দাস,সুভাষ চৌধুরী,সুধীর বর্দ্বন সহ আরো বেশ কয়েকজন মিলে রাস্তাটি পুনঃউদ্ধারের জন্য নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে লিখিত অভিযোগ দাখিল করেন।
অভিযোগের পর নির্বাহী কর্মকর্তার নির্দেশ রাসাতাটি স্থানীয় সার্ভেয়ার দ্বারা মেপে খুটি বসানো হলেও প্রভাবশালী চেয়ারম্যান খুটি ভেঙ্গে ফেলে দিয়ে জোরপূর্বক রাস্তাটি তার দখলে নিয়েএবার রাস্তার উপর বাউন্ডারী নির্মানের করতে শুরু করেছে।গতকাল সরেজমিন ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে এমনই চিত্র।
ভুক্তভোগীরা জানান, রাস্তাটি দিয়ে ৪ নং ওয়ার্ডের প্রায় একশ পরিবারের লোকজন যাতাযাত করে। তাছাড়াও উক্ত রাস্তাটি দিয়ে প্রায় ৭০ থেকে ৮০ জন স্কুল ও কলেজগামী ছাত্রছাত্রীরও রয়েছে চলাচল। তারা আরো জানান রাস্তাটি বন্ধ করার ফলে জনগণের চলাচল সহ কোন লাশ নিয়ে বের হওয় পর্যন্ত সম্ভব হবে না।
এ বিষয়ে জানতে চাইলে ফান্দাউকের বিশিষ্ট ব্যাক্তিত্ব ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি অসীম কুমার পাল বলেন,চেয়ারম্যান ফারুক নির্বাহী কর্মকর্তা নির্দেশ অমান্য করে তার নিজের শক্তি প্রয়োগ করে একক ভাবে যে কাজটি করছে তা সম্পূর্ন অন্যায় করছে। তিনি বলেন ধর্মপ্রতি মন্ত্রীর নাসিরনগর আগমনের কারনে এমপি সাহেব ব্যস্ত রয়েছে।উনি চলে যাবার পর আমরা এমপি সাহেবের সাথে কথা বলে আইনগত ব্যবস্তা গ্রহন করবো।
ফারুকুজ্জামানের সাথে কথা বলতে তার ব্যবহৃত মুঠোফোনে একাদিকবার ফোন করলেও তিনি ফোন রিসিভ করেননি।ঘটনাস্থলে তার ছোটভাই রুবেলকে লেবার নিয়ে কাজ করতে পাওয়া যায়।এ সময় রুবেলের সাথে কথা বলতে চাইলে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি রুবেল। এ সময় রুবেল বলেন,আপনি জানেন আমি একটা সরকারী স্কুলে নৈশপ্রহরী কাম দপ্তিরর চাকুরী করি। সুতরাং আমার পক্ষে ক্যাকেরার সামনে কথা বলা সম্ভব নয়।