ফুলবাড়ী‌তে ২কো‌টি টাকার মাদকদ্রব্য ধ্বংস

#
news image

দিনাজপুরের ফুলবাড়ী ব্যাটা‌লিয়ন ২৯‌বি‌জি‌বি'র সদর দপ্ত‌রে গত ৮মা‌সে আটককৃত প্রায় ২‌কো‌টি টাকার মাদক দ্রব্য ধ্বংস করা হ‌য়ে‌ছে। র‌বিবার (১২ফেব্রুয়া‌রি) সকাল ১০টায় ২৯‌বি‌জি‌বির প্র‌শিক্ষণ মা‌ঠে এসব মাদকদ্রব্য ধ্বংসকরণ অনু‌ষ্ঠিত হয়।

ফুলবাড়ী ব্যাটা‌লিয়ন (২৯বিজিবি)'র অধিনায়ক লে. কর্নেল আলমগীর কবির, পিএসসি এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন প্রাথ‌মিক ও গণ‌শিক্ষা মন্ত্রণালয় সম্প‌র্কিত সংসদীয় স্থায়ী ক‌মি‌টির সভাপ‌তি বীরমু‌ক্তি‌যোদ্ধা মোস্তা‌ফিজুর রহমান ফিজার এম‌পি। এ‌তে বি‌শেষ অ‌তি‌থি হি‌সে‌বে রংপুর রিজিয়নের ভারপ্রাপ্ত কমান্ডার কর্নেল মো. আনোয়ার লতিফ খান, বিপিএম (বার) পিএসসি; সেক্টর কমান্ডার দিনাজপুর লে. কর্ণেল রাশেদ আজগার, জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট দিনাজপুর মনিরুল ইসলাম, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. শাহনেওয়াজ, কাষ্টম এক্সাইজ ও ভ্যাট বিভাগ দিনাজপু‌রের রাজস্ব অফিসার নজরুল ইসলাম প্রমুখ।

সং‌ক্ষিপ্ত বক্ত‌ব্যে প্রধান অ‌তি‌থি বীরমুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ফিজার এমপি বলেন, মাদক সেবীদের সামাজিকভাবে বয়কট করতে হবে। এতে করে এদের বিরুদ্ধে অস্ত্র ছাড়াই একটি যুদ্ধ সফল হবে। এছাড়াও এলাকার জনপ্রতিনিধিদের উদ্যোগ নিতে হবে যারা মাদক সেবন, বহন করবে তাদের সরকারি সকল সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করতে হবে। স‌চেতনতায় পা‌রে মাদ‌কের বিস্তার রোধ কর‌তে।

এসময় থানাপুলিশ, জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জব্দকৃত প্রায় ২ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করা হয়। গতবছ‌রের ১‌মে হ‌তে ১৫‌ডি‌সেম্বর পর্যন্ত সম‌য়ে আটককৃত মাদকদ্রব্যের মধ্যে ভারতীয় ফেন্সিডিল ১৫ হাজার ৮৮ বোতল, এমকেডিল ১ হাজার ২০৩ বোতল, ইয়াবা ট্যাবলেট ৩ হাজার ৯২২ পিস, গাঁজা ৬৩.২ কেজি, বিদেশী মদ ১ হাজার ২৭২ বোতল, দেশী মদ ৫৪.২৫ লিটার, বিভিন্ন প্রকার নেশা জাতীয় ইনজেকশন ২০ হাজার ১৬৪ পিস, যৌন উত্তেজক সিরাপ ৪৫ হাজার ৭৫৩ বোতল, হেরোইন ০.০১৭ কেজি এবং ০.০০২ কেজি আফিম র‌য়ে‌ছে।

মোকাররম হো‌সেন, ফুলবাড়ী (‌দিনাজপুর)

১৩ ফেব্রুয়ারি, ২০২৩,  9:47 AM

news image

দিনাজপুরের ফুলবাড়ী ব্যাটা‌লিয়ন ২৯‌বি‌জি‌বি'র সদর দপ্ত‌রে গত ৮মা‌সে আটককৃত প্রায় ২‌কো‌টি টাকার মাদক দ্রব্য ধ্বংস করা হ‌য়ে‌ছে। র‌বিবার (১২ফেব্রুয়া‌রি) সকাল ১০টায় ২৯‌বি‌জি‌বির প্র‌শিক্ষণ মা‌ঠে এসব মাদকদ্রব্য ধ্বংসকরণ অনু‌ষ্ঠিত হয়।

ফুলবাড়ী ব্যাটা‌লিয়ন (২৯বিজিবি)'র অধিনায়ক লে. কর্নেল আলমগীর কবির, পিএসসি এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন প্রাথ‌মিক ও গণ‌শিক্ষা মন্ত্রণালয় সম্প‌র্কিত সংসদীয় স্থায়ী ক‌মি‌টির সভাপ‌তি বীরমু‌ক্তি‌যোদ্ধা মোস্তা‌ফিজুর রহমান ফিজার এম‌পি। এ‌তে বি‌শেষ অ‌তি‌থি হি‌সে‌বে রংপুর রিজিয়নের ভারপ্রাপ্ত কমান্ডার কর্নেল মো. আনোয়ার লতিফ খান, বিপিএম (বার) পিএসসি; সেক্টর কমান্ডার দিনাজপুর লে. কর্ণেল রাশেদ আজগার, জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট দিনাজপুর মনিরুল ইসলাম, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. শাহনেওয়াজ, কাষ্টম এক্সাইজ ও ভ্যাট বিভাগ দিনাজপু‌রের রাজস্ব অফিসার নজরুল ইসলাম প্রমুখ।

সং‌ক্ষিপ্ত বক্ত‌ব্যে প্রধান অ‌তি‌থি বীরমুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ফিজার এমপি বলেন, মাদক সেবীদের সামাজিকভাবে বয়কট করতে হবে। এতে করে এদের বিরুদ্ধে অস্ত্র ছাড়াই একটি যুদ্ধ সফল হবে। এছাড়াও এলাকার জনপ্রতিনিধিদের উদ্যোগ নিতে হবে যারা মাদক সেবন, বহন করবে তাদের সরকারি সকল সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করতে হবে। স‌চেতনতায় পা‌রে মাদ‌কের বিস্তার রোধ কর‌তে।

এসময় থানাপুলিশ, জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জব্দকৃত প্রায় ২ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করা হয়। গতবছ‌রের ১‌মে হ‌তে ১৫‌ডি‌সেম্বর পর্যন্ত সম‌য়ে আটককৃত মাদকদ্রব্যের মধ্যে ভারতীয় ফেন্সিডিল ১৫ হাজার ৮৮ বোতল, এমকেডিল ১ হাজার ২০৩ বোতল, ইয়াবা ট্যাবলেট ৩ হাজার ৯২২ পিস, গাঁজা ৬৩.২ কেজি, বিদেশী মদ ১ হাজার ২৭২ বোতল, দেশী মদ ৫৪.২৫ লিটার, বিভিন্ন প্রকার নেশা জাতীয় ইনজেকশন ২০ হাজার ১৬৪ পিস, যৌন উত্তেজক সিরাপ ৪৫ হাজার ৭৫৩ বোতল, হেরোইন ০.০১৭ কেজি এবং ০.০০২ কেজি আফিম র‌য়ে‌ছে।