দরাইয়ের কুলঞ্জ গ্রামের পতিত জমি দখল ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন

#
news image

সুনামগঞ্জের দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের কুলঞ্জ গ্রামের জালাল উদ্দিন চৌধুরী ডনেল কর্তৃক গ্রামের প্রায় ২০ একর পতিত জমি জবর দখল ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার দুপুর ১২টায় কুলঞ্জ গ্রামবাসির আয়োজনে গ্রামের মাঠে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে গ্রামের শত শত কৃষক শ্রমিকসহ বিভিন্ন স্থরের লোকজন অংশ নেন। 

নজরুল ইসলাম চৌধুরী সাবান মিয়ার সভাপতিত্বে ও শিপার শামস চৌধুরী মাফির সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন,গ্রামের প্রবীন মুরুব্বী সেলিম আহমদ চৌধুরী,আবু সালেহ চৌধুরী,মিজান চৌধুরী,আব্দুস শহীদ চৌধুরী,সাবেক ইউপি সদস্য মাসুক মিয়া তালুকদার,বর্তমান ইউপি সদস্য মাহবুব চৌধুরী,সোহেল শামস চৌধুরী,লুদু মিয়া চৌধুরী,শামীম চৌধুরী,আহাদ মিয়া তালকদার,ফয়সল আহমদ চৌধুরী,আলাউর রহমান তালুকদার,জসিম উদ্দিন তালুকদার প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন,আসাদ মিয়া চৌধুরী,জুনেদ চৌধুরী,জাকারিয়া চৌধুরী,আবুল বশর তালুকদার,আলী হোসেন তালুকদার। 

বক্তারা বলেন,কুলঞ্জ গ্রামের ভূমিখেকো জালাল উদ্দিন চৌধুরী ডনেল,গ্রামবাসির গোচারণ ভূমিসহ পঞ্চায়েতি প্রায় ২০ একর পতিত জমি পেশীশক্তির জোরে দখল করে নিয়ে উল্টো গ্রামবাদির বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও করছেন। অবিলম্বে ডনেল কর্তৃক দখলকৃত জায়গা উদ্ধারসহ মিথ্যা মামলা প্রত্যাহারের জন্য সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পুলিশ সুপারের নিকট জোর দাবী জানান। 

অরুন চক্রবর্তী, সুনামগঞ্জ

০৮ ফেব্রুয়ারি, ২০২৩,  4:24 PM

news image

সুনামগঞ্জের দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের কুলঞ্জ গ্রামের জালাল উদ্দিন চৌধুরী ডনেল কর্তৃক গ্রামের প্রায় ২০ একর পতিত জমি জবর দখল ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার দুপুর ১২টায় কুলঞ্জ গ্রামবাসির আয়োজনে গ্রামের মাঠে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে গ্রামের শত শত কৃষক শ্রমিকসহ বিভিন্ন স্থরের লোকজন অংশ নেন। 

নজরুল ইসলাম চৌধুরী সাবান মিয়ার সভাপতিত্বে ও শিপার শামস চৌধুরী মাফির সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন,গ্রামের প্রবীন মুরুব্বী সেলিম আহমদ চৌধুরী,আবু সালেহ চৌধুরী,মিজান চৌধুরী,আব্দুস শহীদ চৌধুরী,সাবেক ইউপি সদস্য মাসুক মিয়া তালুকদার,বর্তমান ইউপি সদস্য মাহবুব চৌধুরী,সোহেল শামস চৌধুরী,লুদু মিয়া চৌধুরী,শামীম চৌধুরী,আহাদ মিয়া তালকদার,ফয়সল আহমদ চৌধুরী,আলাউর রহমান তালুকদার,জসিম উদ্দিন তালুকদার প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন,আসাদ মিয়া চৌধুরী,জুনেদ চৌধুরী,জাকারিয়া চৌধুরী,আবুল বশর তালুকদার,আলী হোসেন তালুকদার। 

বক্তারা বলেন,কুলঞ্জ গ্রামের ভূমিখেকো জালাল উদ্দিন চৌধুরী ডনেল,গ্রামবাসির গোচারণ ভূমিসহ পঞ্চায়েতি প্রায় ২০ একর পতিত জমি পেশীশক্তির জোরে দখল করে নিয়ে উল্টো গ্রামবাদির বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও করছেন। অবিলম্বে ডনেল কর্তৃক দখলকৃত জায়গা উদ্ধারসহ মিথ্যা মামলা প্রত্যাহারের জন্য সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পুলিশ সুপারের নিকট জোর দাবী জানান।