দেবীগঞ্জে রাতের আধারে বন বিভাগের গাছ কেটে পালালো দুর্বৃত্তরা, গাছ জব্দ

#
news image

দেবীগঞ্জ রাতের আঁধারে বন বিভাগের কাজ কাটার সময় হাতেনাতে ধরলো ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান।

সোমবার গভীর রাতে  পঞ্চগড় জেলা দেবীগঞ্জ উপজেলার ৩ নং দেবীগঞ্জ সদর ইউনিয়ন ২ নং ওয়ার্ডের  দেবীগঞ্জ থেকে ভাউলাগঞ্জ রাস্তার  মোড়াতলী খয়ের বাগান নামক স্থানে ফরেস্টের সরকারী বন বিভাগের ৮ থেকে ১০ টি বড় ইউক্যালিপ্টাস গাছ কেটে নিয়ে যাচ্ছিলো দুর্বৃত্তরা। এসময় সময় গাছ কাটার শব্দ  শুনে মোঃ সফি উদ্দিন আহমেদ (৩০)  উক্ত গাছ কাটার ঘটনা টি দেবীগঞ্জ সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কে মোবাইল ফোনে অবহিত করলে।

৩ নং দেবীগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আশরাফুল আলম (এমু) মোবাইল ফোন পেয়ে ২ নং ওয়ার্ডের ইউপি সদ্যস জামাল উদ্দীন  গ্রাম পুলিশ কে সংঙ্গে নিয়ে ঘটনা স্থলে যান।লোক জনের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা একটি সিফাত পরিবহন নামক (মাহিন্দ্র) ট্রাক্টর এবং তাদের কর্তনকৃত গাছগুলি ফেলে পালিয়ে যায়, রাতেই  ইউপি চেয়ারম্যান ও গ্রাম পুলিশ এবং ইউপি সদস্য কে নিয়ে ইউক্যালিপ্টাস গাছ গুলো ও মাহিন্দ্র ট্রাক্টর সহ ৩ নং দেবীগঞ্জ সদর ইউনিয়ন পরিষদে নিয়ে আসেন।

এ বিষয়ে ইউপি চেয়ারম্যান ( আশরাফুল আলম এমু) বলেন বর্তমানে কাঁটা ইউক্যালিপ্টাস গাছসহ মাহিন্দ্র ট্রাক্টর গাড়ি টি পরিষদে জমা আছে। আমি আইন গতভাবে ব্যবস্থা নিতে বন বিভাগ কে অবগত করেছি।

উপজেলা সংবাদদাতা

০৭ ফেব্রুয়ারি, ২০২৩,  9:37 PM

news image

দেবীগঞ্জ রাতের আঁধারে বন বিভাগের কাজ কাটার সময় হাতেনাতে ধরলো ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান।

সোমবার গভীর রাতে  পঞ্চগড় জেলা দেবীগঞ্জ উপজেলার ৩ নং দেবীগঞ্জ সদর ইউনিয়ন ২ নং ওয়ার্ডের  দেবীগঞ্জ থেকে ভাউলাগঞ্জ রাস্তার  মোড়াতলী খয়ের বাগান নামক স্থানে ফরেস্টের সরকারী বন বিভাগের ৮ থেকে ১০ টি বড় ইউক্যালিপ্টাস গাছ কেটে নিয়ে যাচ্ছিলো দুর্বৃত্তরা। এসময় সময় গাছ কাটার শব্দ  শুনে মোঃ সফি উদ্দিন আহমেদ (৩০)  উক্ত গাছ কাটার ঘটনা টি দেবীগঞ্জ সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কে মোবাইল ফোনে অবহিত করলে।

৩ নং দেবীগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আশরাফুল আলম (এমু) মোবাইল ফোন পেয়ে ২ নং ওয়ার্ডের ইউপি সদ্যস জামাল উদ্দীন  গ্রাম পুলিশ কে সংঙ্গে নিয়ে ঘটনা স্থলে যান।লোক জনের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা একটি সিফাত পরিবহন নামক (মাহিন্দ্র) ট্রাক্টর এবং তাদের কর্তনকৃত গাছগুলি ফেলে পালিয়ে যায়, রাতেই  ইউপি চেয়ারম্যান ও গ্রাম পুলিশ এবং ইউপি সদস্য কে নিয়ে ইউক্যালিপ্টাস গাছ গুলো ও মাহিন্দ্র ট্রাক্টর সহ ৩ নং দেবীগঞ্জ সদর ইউনিয়ন পরিষদে নিয়ে আসেন।

এ বিষয়ে ইউপি চেয়ারম্যান ( আশরাফুল আলম এমু) বলেন বর্তমানে কাঁটা ইউক্যালিপ্টাস গাছসহ মাহিন্দ্র ট্রাক্টর গাড়ি টি পরিষদে জমা আছে। আমি আইন গতভাবে ব্যবস্থা নিতে বন বিভাগ কে অবগত করেছি।