উজিরপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৮

#
news image


 
বরিশাল জেলার উজিরপুর উপজেলার  ইচলাদী বাসস্ট্যান্ডে টোল প্লাজায়  প্রাইভেট কার , বাস , মাহিন্দ্রা ও নসিমন সংঘর্ষে নিহত এক আহত আট ।মর্মান্তিক এ সড়ক দুর্ঘটনায় মাহিন্দ্রা যাত্রী মোঃ বাচ্চু শিকদার নামক এক ব্যবসায়ী নিহত হয়েছেন হয়েছেন।বিষয়টি নিশ্চিত করেছেন তার চাচা এস এম জামাল হোসেন সিকদার।

প্রত্যক্ষদর্শী পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, ৭ ফেব্রুয়ারি মঙ্গলবার  সকাল ৭:৫৫ মিনিটে জামালপুর গামী প্রাইভেট কার প্রথমের টোল পরিশোধে অপেক্ষারত  বি এম এফ পরিবহনকে ধাক্কা দেয়, পিছন থেকে লোকাল বাস  বরিশাল মেট্রো ব -১১ -০১১১,ঢাকা মেট্রো ঘ-১৩-৭৭৪৩ প্রাইভেট কার কে ধাক্কা দিলে দুমড়ে মুছড়ে যায় অপরদিক থেকে আসা বরিশাল গামী  মাহিন্দ্রা বরিশাল -থ ১১- ১৩৯৭ বিপরীত দিক থেকে আসা ইট বোঝাই নসিমনের সাথে সংঘর্ষে দুর্ঘটনার কবলে পড়ে।

এ সময় মাহিন্দার যাত্রী উজিরপুর উপজেলার চাউলাহার গ্রামের মোঃ বাচ্চু শিকদারে  (৫৫)গুরুতর অবস্থায় বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। এ সময় উজিরপুর পৌরসভার সেলিম বালীর ছেলে ইমরান (২৭), মাদারীপুর সদরের আজাহার মোল্লার ছেলে কবির হোসেন (৪৭,)চাউলাহার গ্রামের জহিরুল ইসলামের ছেলে মোঃসাইদুল ইসলাম (৫০), সিরাজগঞ্জ জেলার এনায়েতপুর উপজেলার আমজাদ আলীর ছেলে হাজী আব্দুস সালাম (৬৫), একই জেলার রৈইস উদ্দিন এর ছেলে হাজী মুক্তার হোসেন (৫৪),উজিরপুর পৌরসভার সদরের আব্দুল মজিদেব ছেলে আঃ ওযাদুদ (৩৭), উজিরপুর সদরের কাশেম সরদারের ছেলে ইউনুস সরদার (২৭), মোদাচ্ছের এর ছেলে  মোঃ সানোয়ার ( ৩০) গুরুতর আহত অবস্থায় প্রথমে উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সের পরে বরিশাল শেরেবাংলা মেডিকেল হাসপাতালে প্রেরন করা হয়।

উজিরপুর মডেল থানার ওসি তদন্ত তৌহিদুজ্জামান সোহাগ জানান, আহতদের উদ্ধার করে হসপিটালে পাঠানো হয়েছে এবং দুর্ঘটনা কবলিত বাহান গুলিকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে , এবং মহাসড়কের যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়েছে।

মোঃ মাহাফুজুর রহমান, উজিরপুর

০৭ ফেব্রুয়ারি, ২০২৩,  4:38 PM

news image


 
বরিশাল জেলার উজিরপুর উপজেলার  ইচলাদী বাসস্ট্যান্ডে টোল প্লাজায়  প্রাইভেট কার , বাস , মাহিন্দ্রা ও নসিমন সংঘর্ষে নিহত এক আহত আট ।মর্মান্তিক এ সড়ক দুর্ঘটনায় মাহিন্দ্রা যাত্রী মোঃ বাচ্চু শিকদার নামক এক ব্যবসায়ী নিহত হয়েছেন হয়েছেন।বিষয়টি নিশ্চিত করেছেন তার চাচা এস এম জামাল হোসেন সিকদার।

প্রত্যক্ষদর্শী পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, ৭ ফেব্রুয়ারি মঙ্গলবার  সকাল ৭:৫৫ মিনিটে জামালপুর গামী প্রাইভেট কার প্রথমের টোল পরিশোধে অপেক্ষারত  বি এম এফ পরিবহনকে ধাক্কা দেয়, পিছন থেকে লোকাল বাস  বরিশাল মেট্রো ব -১১ -০১১১,ঢাকা মেট্রো ঘ-১৩-৭৭৪৩ প্রাইভেট কার কে ধাক্কা দিলে দুমড়ে মুছড়ে যায় অপরদিক থেকে আসা বরিশাল গামী  মাহিন্দ্রা বরিশাল -থ ১১- ১৩৯৭ বিপরীত দিক থেকে আসা ইট বোঝাই নসিমনের সাথে সংঘর্ষে দুর্ঘটনার কবলে পড়ে।

এ সময় মাহিন্দার যাত্রী উজিরপুর উপজেলার চাউলাহার গ্রামের মোঃ বাচ্চু শিকদারে  (৫৫)গুরুতর অবস্থায় বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। এ সময় উজিরপুর পৌরসভার সেলিম বালীর ছেলে ইমরান (২৭), মাদারীপুর সদরের আজাহার মোল্লার ছেলে কবির হোসেন (৪৭,)চাউলাহার গ্রামের জহিরুল ইসলামের ছেলে মোঃসাইদুল ইসলাম (৫০), সিরাজগঞ্জ জেলার এনায়েতপুর উপজেলার আমজাদ আলীর ছেলে হাজী আব্দুস সালাম (৬৫), একই জেলার রৈইস উদ্দিন এর ছেলে হাজী মুক্তার হোসেন (৫৪),উজিরপুর পৌরসভার সদরের আব্দুল মজিদেব ছেলে আঃ ওযাদুদ (৩৭), উজিরপুর সদরের কাশেম সরদারের ছেলে ইউনুস সরদার (২৭), মোদাচ্ছের এর ছেলে  মোঃ সানোয়ার ( ৩০) গুরুতর আহত অবস্থায় প্রথমে উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সের পরে বরিশাল শেরেবাংলা মেডিকেল হাসপাতালে প্রেরন করা হয়।

উজিরপুর মডেল থানার ওসি তদন্ত তৌহিদুজ্জামান সোহাগ জানান, আহতদের উদ্ধার করে হসপিটালে পাঠানো হয়েছে এবং দুর্ঘটনা কবলিত বাহান গুলিকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে , এবং মহাসড়কের যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়েছে।