মাঙ্কিপক্স প্রতিরোধে হিলি চেকপোস্টে বাড়তি সতর্কতা

#
news image

 মাঙ্কিপক্স প্রতিরোধে দিনাজপুরের হিলি ইমিগ্রেশনের চেকপোস্টে বাড়তি সতর্কতা জারি করেছে স্থানীয় স্বাস্থ্য বিভাগ। 
এরইমধ্যে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত থেকে আসা যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষায় কাজ করছে মেডিকেল টিম। গতকাল মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শ্যামল কান্তি দাস। 
তিনি বলেন, পার্শ্ববর্তী দেশ ভারতে মাঙ্কিপক্সের কোন রোগী এখনো শনাক্ত হয়নি। এর কারণে আমরা কিছুটা স্বস্তিতে রয়েছি। এরপরও স্থবন্দরে বাড়তি সর্তকতা জারি করা হয়েছে। ইমিগ্রেশন চেকপোস্টে একটি মেডিকেল টিম সার্বক্ষণিক কাজ করছে। 
হিলি ইমিগ্রেশন থানার ওসি বদিউজ্জামান বলেন, হাতে মুখে ফস্কা বা অসুস্থ কোনো রোগী পাওয়া গেলে তাদের হাসপাতালে পাঠাতে বলা হয়েছে। তবে এখন পর্যন্ত এ ধরনের কোনো রোগী পাসপোর্টযাত্রী হিলি ইমিগ্রেশন চেকপোস্টে পাওয়া যায়নি।

জেলা প্রতিনিধি, দিনাজপুর

২৫ মে, ২০২২,  1:11 AM

news image

 মাঙ্কিপক্স প্রতিরোধে দিনাজপুরের হিলি ইমিগ্রেশনের চেকপোস্টে বাড়তি সতর্কতা জারি করেছে স্থানীয় স্বাস্থ্য বিভাগ। 
এরইমধ্যে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত থেকে আসা যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষায় কাজ করছে মেডিকেল টিম। গতকাল মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শ্যামল কান্তি দাস। 
তিনি বলেন, পার্শ্ববর্তী দেশ ভারতে মাঙ্কিপক্সের কোন রোগী এখনো শনাক্ত হয়নি। এর কারণে আমরা কিছুটা স্বস্তিতে রয়েছি। এরপরও স্থবন্দরে বাড়তি সর্তকতা জারি করা হয়েছে। ইমিগ্রেশন চেকপোস্টে একটি মেডিকেল টিম সার্বক্ষণিক কাজ করছে। 
হিলি ইমিগ্রেশন থানার ওসি বদিউজ্জামান বলেন, হাতে মুখে ফস্কা বা অসুস্থ কোনো রোগী পাওয়া গেলে তাদের হাসপাতালে পাঠাতে বলা হয়েছে। তবে এখন পর্যন্ত এ ধরনের কোনো রোগী পাসপোর্টযাত্রী হিলি ইমিগ্রেশন চেকপোস্টে পাওয়া যায়নি।