কেরানীগঞ্জে ১১৮৫ জন কৃষকের মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

#
news image

ঢাকার কেরানীগঞ্জে প্রান্তিক ১ হাজার ১৮৫ জন কৃষকের মধ্যে বিনামূল্যে সার ওবীজ  বিতরণ করা হয়েছে। আজ উপজেলা পরিষদ মিলনায়তন হলরুমে এ সার ও বীজ বিতরণ করা হয়। দক্ষিণ  কেরানীগঞ্জ থানা রাজস্ব সার্কেল  ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমেনা মারজানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা  পরিষদ চেয়ারম্যান  শাহীন  আহমেদ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন-  মহিলা  ভাইস চেয়ারম্যান  আলো  বেগম , উপজেলা  কৃষি  কমকর্তা  মো. শহীদুল  আমীন, সিনিয়র  মৎস্য অফিসার সেলিম  রেজা,  কৃষি  সম্প্রসারণ  কর্মকর্তা  নুসরাত  হোসন প্রমুখ। 

নিজস্ব প্রতিবেদক

২৫ নভেম্বর, ২০২২,  12:08 AM

news image

ঢাকার কেরানীগঞ্জে প্রান্তিক ১ হাজার ১৮৫ জন কৃষকের মধ্যে বিনামূল্যে সার ওবীজ  বিতরণ করা হয়েছে। আজ উপজেলা পরিষদ মিলনায়তন হলরুমে এ সার ও বীজ বিতরণ করা হয়। দক্ষিণ  কেরানীগঞ্জ থানা রাজস্ব সার্কেল  ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমেনা মারজানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা  পরিষদ চেয়ারম্যান  শাহীন  আহমেদ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন-  মহিলা  ভাইস চেয়ারম্যান  আলো  বেগম , উপজেলা  কৃষি  কমকর্তা  মো. শহীদুল  আমীন, সিনিয়র  মৎস্য অফিসার সেলিম  রেজা,  কৃষি  সম্প্রসারণ  কর্মকর্তা  নুসরাত  হোসন প্রমুখ।