বাল্যবিবাহকে ৭০০ শিক্ষার্থীর লাল কার্ড

#
news image

বাল্যবিবাহ প্রতিরোধে নাটোরে ‘বাল্যবিবাহ না, বলেছি ও বলবো’ স্লোগানে ৭০০ শিক্ষার্থী একই সঙ্গে বাল্যবিবাহকে লাল কার্ড দেখিয়ে অভিনব এক শপথ সমাবেশ করেন।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) দুপুরে শহরের শের-ই-বাংলা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে পলিসি ফর ডায়ালগ (পিফরডি) এর সহযোগিতায় ডিস্ট্রিক্ট পলিসি ফোরামের উদ্যোগে এক সমাবেশে তারা এ শপথ নেয়।

সমাবেশে ফোরামের সভাপতি অধ্যক্ষ আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শামীম আহমেদ।  

তিনি বলেন, বাল্যবিবাহ শারীরিক ও মানসিক বিকাশের প্রতিবন্ধক। তাই এ বিয়েতে শুধু পরিবারই নয়, ক্ষতিগ্রস্ত হয় সমাজ ও রাষ্ট্র। বাল্যবিবাহ না দেওয়ার শর্তে, অসচ্ছল ও দরিদ্র শিক্ষার্থীদের উচ্চ শিক্ষা পর্যন্ত লেখাপড়ার দায়িত্ব আমাদের।

এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাই পাঠান, ডিপিএফ’র সাধারণ সম্পাদক শিবলী সাদিক এবং বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান টুটুল প্রমুখ।

অনলাইন ডেস্ক

২৪ নভেম্বর, ২০২২,  11:59 PM

news image

বাল্যবিবাহ প্রতিরোধে নাটোরে ‘বাল্যবিবাহ না, বলেছি ও বলবো’ স্লোগানে ৭০০ শিক্ষার্থী একই সঙ্গে বাল্যবিবাহকে লাল কার্ড দেখিয়ে অভিনব এক শপথ সমাবেশ করেন।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) দুপুরে শহরের শের-ই-বাংলা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে পলিসি ফর ডায়ালগ (পিফরডি) এর সহযোগিতায় ডিস্ট্রিক্ট পলিসি ফোরামের উদ্যোগে এক সমাবেশে তারা এ শপথ নেয়।

সমাবেশে ফোরামের সভাপতি অধ্যক্ষ আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শামীম আহমেদ।  

তিনি বলেন, বাল্যবিবাহ শারীরিক ও মানসিক বিকাশের প্রতিবন্ধক। তাই এ বিয়েতে শুধু পরিবারই নয়, ক্ষতিগ্রস্ত হয় সমাজ ও রাষ্ট্র। বাল্যবিবাহ না দেওয়ার শর্তে, অসচ্ছল ও দরিদ্র শিক্ষার্থীদের উচ্চ শিক্ষা পর্যন্ত লেখাপড়ার দায়িত্ব আমাদের।

এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাই পাঠান, ডিপিএফ’র সাধারণ সম্পাদক শিবলী সাদিক এবং বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান টুটুল প্রমুখ।