শান্তি ও উন্নয়নই চীনের দর্শনঃ চীনা রাষ্ট্রদূত

#
news image

ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিং বলেছেন, বৈশ্বিক শান্তি বজায় রাখা ও অভিন্ন উন্নয়নের জন্য চীন কাজ করে যাচ্ছে। আন্তর্জাতিক সম্পর্কের চীনা দর্শনই হচ্ছে সমতা, উদারতা ও সহযোগিতার ভিত্তিতে বৈশ্বিক অংশীদারিত্বের সম্প্রসারণ করা। মঙ্গলবার (২৫ অক্টোবর) রাজধানীর এক অনুষ্ঠানে অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রাজধানীর শাহবাগে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট অডিটোরিয়ামে  বাংলাদেশ সাম্যবাদী দলের ৫৬ তম প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে বক্তব্য রাখেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিং। এতে সভাপতি ছিলেন সাম্যবাদী দলের (এম এল) সভাপতি দিলীপ বড়ুয়া। এছাড়াও ১৪ দলের কেন্দ্রীয় সমন্বয়ক ও আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমু উপস্থিত ছিলেন।

চীনা রাষ্ট্রদূত লি জিমিং বলেন, চীন অন্যদেশের সঙ্গে বন্ধুত্ব ও সহযোগিতার ক্ষেত্রে শান্তিপূর্ণ সহাবস্থানের পাঁচটি নীতি মেনে চলে। যা আন্তর্জাতিক সম্পর্কের  নতুন ব্রান্ড। চীন তার নিজস্ব উন্নয়নের সাথে সাথে পৃথিবীর জন্য নতুন সুযোগ তৈরি করতে এবং একটি উন্মুক্ত বিশ্ব অর্থনীতি গড়ে তোলার জন্য অবদান রাখতে চেষ্টা করে, যেন  সব মানুষের জন্য আরও বেশি সুবিধা সৃষ্টি করতে পারে।

চীনা রাষ্ট্রদূত বলেন, কেউ অস্বীকার করবে না যে মার্কসবাদ একটি উন্মুক্ত এবং ক্রমবিকাশমান তত্ত্ব। প্রতিটি দেশের নির্দিষ্ট অবস্থার সঙ্গে খাপ খাইয়ে নেওয়া হলেই তা একটি দেশে প্রতিষ্ঠা পায়। সময়ের সঙ্গে খাপ খাইয়ে নিতে পারলেই তা পূর্ণ যৌবনা হতে পারে। চীনা প্রেক্ষাপটে মার্কসবাদ আমাদের সময়ের প্রয়োজনের সঙ্গে খাপ খাইয়ে নিয়েছে। আমরা চীনের কমিউনিস্ট পার্টি- সিপিসি এবং সমাজতন্ত্রের সাফল্যের জন্য ঋণী।

নিজস্ব প্রতিবেদক

২৬ অক্টোবর, ২০২২,  2:27 AM

news image

ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিং বলেছেন, বৈশ্বিক শান্তি বজায় রাখা ও অভিন্ন উন্নয়নের জন্য চীন কাজ করে যাচ্ছে। আন্তর্জাতিক সম্পর্কের চীনা দর্শনই হচ্ছে সমতা, উদারতা ও সহযোগিতার ভিত্তিতে বৈশ্বিক অংশীদারিত্বের সম্প্রসারণ করা। মঙ্গলবার (২৫ অক্টোবর) রাজধানীর এক অনুষ্ঠানে অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রাজধানীর শাহবাগে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট অডিটোরিয়ামে  বাংলাদেশ সাম্যবাদী দলের ৫৬ তম প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে বক্তব্য রাখেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিং। এতে সভাপতি ছিলেন সাম্যবাদী দলের (এম এল) সভাপতি দিলীপ বড়ুয়া। এছাড়াও ১৪ দলের কেন্দ্রীয় সমন্বয়ক ও আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমু উপস্থিত ছিলেন।

চীনা রাষ্ট্রদূত লি জিমিং বলেন, চীন অন্যদেশের সঙ্গে বন্ধুত্ব ও সহযোগিতার ক্ষেত্রে শান্তিপূর্ণ সহাবস্থানের পাঁচটি নীতি মেনে চলে। যা আন্তর্জাতিক সম্পর্কের  নতুন ব্রান্ড। চীন তার নিজস্ব উন্নয়নের সাথে সাথে পৃথিবীর জন্য নতুন সুযোগ তৈরি করতে এবং একটি উন্মুক্ত বিশ্ব অর্থনীতি গড়ে তোলার জন্য অবদান রাখতে চেষ্টা করে, যেন  সব মানুষের জন্য আরও বেশি সুবিধা সৃষ্টি করতে পারে।

চীনা রাষ্ট্রদূত বলেন, কেউ অস্বীকার করবে না যে মার্কসবাদ একটি উন্মুক্ত এবং ক্রমবিকাশমান তত্ত্ব। প্রতিটি দেশের নির্দিষ্ট অবস্থার সঙ্গে খাপ খাইয়ে নেওয়া হলেই তা একটি দেশে প্রতিষ্ঠা পায়। সময়ের সঙ্গে খাপ খাইয়ে নিতে পারলেই তা পূর্ণ যৌবনা হতে পারে। চীনা প্রেক্ষাপটে মার্কসবাদ আমাদের সময়ের প্রয়োজনের সঙ্গে খাপ খাইয়ে নিয়েছে। আমরা চীনের কমিউনিস্ট পার্টি- সিপিসি এবং সমাজতন্ত্রের সাফল্যের জন্য ঋণী।