নাটোরে গ্রীষ্মকালীন পেঁয়াজের প্রণোদনা প্রদান

নিজস্ব প্রতিবেদক
১৯ অক্টোবর, ২০২২, 10:56 PM

নাটোরে গ্রীষ্মকালীন পেঁয়াজের প্রণোদনা প্রদান
জেলার গুরুদাসপুর উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে গ্রীষ্মকালীন পেঁয়াজের প্রণোদনা প্রদান করা হয়েছে। আজ বুধবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, বর্তমান সরকারের কার্যকর পদক্ষেপের কারণে দেশ খাদ্য স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। কৃষক পর্যায়ে প্রণোদনা ও প্রশিক্ষণ প্রদান, যান্ত্রিকীকরণ, প্রযুক্তির প্রচলন, সারসহ সকল উপকরণের সহজলভ্যতা ইত্যাদি ব্যবস্থা অন্যতম। গ্রীষ্মকালীন পেঁয়াজের প্রণোদনা সুবিধা গ্রহণ করে কৃষকরা শীতের প্রাক্কালে পেঁয়াজ উৎপাদন করলে উচ্চ মূল্য পেয়ে কৃষকরা লাভবান হওয়ার পাশাপাশি ভোক্তা পর্যায়ে বাজার স্থিতিশীল থাকবে। উপজেলা নির্বাহী অফিসার শ্রাবনী রায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ হারুন-অর-রশীদ জানান, উপজেলার ৯০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে এক বিঘা করে জমি চাষাবাদে প্রয়োজনীয় বীজ, রাসায়নিক সার এবং অন্যান্য খাতের ব্যয বাবদ মোট সাত লাখ ৮৩ হাজার ৯০০ টাকার প্রণোদনা প্রদান করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক
১৯ অক্টোবর, ২০২২, 10:56 PM

জেলার গুরুদাসপুর উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে গ্রীষ্মকালীন পেঁয়াজের প্রণোদনা প্রদান করা হয়েছে। আজ বুধবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, বর্তমান সরকারের কার্যকর পদক্ষেপের কারণে দেশ খাদ্য স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। কৃষক পর্যায়ে প্রণোদনা ও প্রশিক্ষণ প্রদান, যান্ত্রিকীকরণ, প্রযুক্তির প্রচলন, সারসহ সকল উপকরণের সহজলভ্যতা ইত্যাদি ব্যবস্থা অন্যতম। গ্রীষ্মকালীন পেঁয়াজের প্রণোদনা সুবিধা গ্রহণ করে কৃষকরা শীতের প্রাক্কালে পেঁয়াজ উৎপাদন করলে উচ্চ মূল্য পেয়ে কৃষকরা লাভবান হওয়ার পাশাপাশি ভোক্তা পর্যায়ে বাজার স্থিতিশীল থাকবে। উপজেলা নির্বাহী অফিসার শ্রাবনী রায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ হারুন-অর-রশীদ জানান, উপজেলার ৯০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে এক বিঘা করে জমি চাষাবাদে প্রয়োজনীয় বীজ, রাসায়নিক সার এবং অন্যান্য খাতের ব্যয বাবদ মোট সাত লাখ ৮৩ হাজার ৯০০ টাকার প্রণোদনা প্রদান করা হয়েছে।