নারায়ণগঞ্জে বকেয়া বেতন ও বোনাসের দাবিতে শ্রমিক বিক্ষোভ, সড়ক অবরোধ

#
news image

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বকেয়া বেতন ও বোনাসের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছে অ্যাপোলো ইস্পাত কমপ্লেক্স লিমিটেডের শ্রমিকরা। এ সময় তারা রাস্তা অবরোধ করে অগ্নিসংযোগ করেন। এতে প্রায় এক ঘণ্টা রাস্তায় যানবাহন চলাচল বন্ধ থাকে। 

মঙ্গলবার বিকালে অ্যাপোলো ইস্পাত ফ্যাক্টরির সামনে শিমরাইল-ডেমরা সড়ক অবরোধ করে তারা এ কর্মসূচি পালন করেন। এ সময় শ্রমিকরা তাদের বকেয়া বেতন যথাসময়ে দেওয়ার দাবির পাশাপাশি বোনাসের দাবিও জানান। খবর পেয়ে শিল্পাঞ্চল পুলিশ ও সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ শ্রমিকদের রাস্তা থেকে সরিয়ে দেয়।

শ্রমিকরা জানান, অ্যাপোলো ইস্পাত কমপ্লেক্স লিমিটেডের ৫০০-৬০০ শ্রমিক কাজ করেন। শ্রমিকদের কারো দুই মাস আবার কারো তিন মাসের বেতন বকেয়া রয়েছে।

তারা আরো জানান, ২০১৭ সাল থেকে তাদের ওভারটাইমের বেতন পরিশোধ করছে না কর্তৃপক্ষ। এছাড়া তাদের তিন মাসের বকেয়া বেতন দেওয়ার কথা থাকলেও এখনো পরিশোধ করা হয়নি। 

নাম প্রকাশে অনিচ্ছুক এক নারী শ্রমিক জানান, বোনাস তো দূরের কথা, কর্তৃপক্ষ তাদের বকেয়া বেতনই দিচ্ছে না। বেতন না পাওয়ায় তারা অর্থকষ্টে দিন কাটাচ্ছেন। কষ্টের কথা মালিকপক্ষকে বারবার জানিয়েও কোনো লাভ হচ্ছে না। তাই বাধ্য হয়ে রাস্তা অবরোধ করে আন্দোলনে নেমেছেন। 

নারায়ণগঞ্জ শিল্প পুলিশের (অঞ্চল ৪) পুলিশ সুপার আসাদুজ্জামান জানান, শ্রমিকরা বিকাল সাড়ে ৪টার দিকে শিমরাইল-ডেমরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এতে যানজটের সৃষ্টি হলে বুঝিয়ে আমরা তাদের রাস্তা থেকে সরিয়ে দিই। শ্রমিকরা যাতে আবার বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সেজন্য ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

 

প্র.খ/বিপ্লব

প্রভাতী খবর ডেস্ক:

২৭ এপ্রিল, ২০২২,  1:27 AM

news image
মঙ্গলবার বিকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বকেয়া বেতন ও বোনাসের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছে অ্যাপোলো ইস্পাত ফ্যাক্টরির শ্রমিকরা। এসময় তারা রাস্তায় আগুন ধরিয়ে দেয়।

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বকেয়া বেতন ও বোনাসের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছে অ্যাপোলো ইস্পাত কমপ্লেক্স লিমিটেডের শ্রমিকরা। এ সময় তারা রাস্তা অবরোধ করে অগ্নিসংযোগ করেন। এতে প্রায় এক ঘণ্টা রাস্তায় যানবাহন চলাচল বন্ধ থাকে। 

মঙ্গলবার বিকালে অ্যাপোলো ইস্পাত ফ্যাক্টরির সামনে শিমরাইল-ডেমরা সড়ক অবরোধ করে তারা এ কর্মসূচি পালন করেন। এ সময় শ্রমিকরা তাদের বকেয়া বেতন যথাসময়ে দেওয়ার দাবির পাশাপাশি বোনাসের দাবিও জানান। খবর পেয়ে শিল্পাঞ্চল পুলিশ ও সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ শ্রমিকদের রাস্তা থেকে সরিয়ে দেয়।

শ্রমিকরা জানান, অ্যাপোলো ইস্পাত কমপ্লেক্স লিমিটেডের ৫০০-৬০০ শ্রমিক কাজ করেন। শ্রমিকদের কারো দুই মাস আবার কারো তিন মাসের বেতন বকেয়া রয়েছে।

তারা আরো জানান, ২০১৭ সাল থেকে তাদের ওভারটাইমের বেতন পরিশোধ করছে না কর্তৃপক্ষ। এছাড়া তাদের তিন মাসের বকেয়া বেতন দেওয়ার কথা থাকলেও এখনো পরিশোধ করা হয়নি। 

নাম প্রকাশে অনিচ্ছুক এক নারী শ্রমিক জানান, বোনাস তো দূরের কথা, কর্তৃপক্ষ তাদের বকেয়া বেতনই দিচ্ছে না। বেতন না পাওয়ায় তারা অর্থকষ্টে দিন কাটাচ্ছেন। কষ্টের কথা মালিকপক্ষকে বারবার জানিয়েও কোনো লাভ হচ্ছে না। তাই বাধ্য হয়ে রাস্তা অবরোধ করে আন্দোলনে নেমেছেন। 

নারায়ণগঞ্জ শিল্প পুলিশের (অঞ্চল ৪) পুলিশ সুপার আসাদুজ্জামান জানান, শ্রমিকরা বিকাল সাড়ে ৪টার দিকে শিমরাইল-ডেমরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এতে যানজটের সৃষ্টি হলে বুঝিয়ে আমরা তাদের রাস্তা থেকে সরিয়ে দিই। শ্রমিকরা যাতে আবার বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সেজন্য ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

 

প্র.খ/বিপ্লব