আগাম টিকিট পেতে কমলাপুর রেলস্টেশনে উপচেপড়া ভিড়

#
news image

আগাম টিকিট বিক্রির একদিন আগে শুক্রবার কমলাপুর রেলস্টেশনে ছিল মানুষের উপচেপড়া ভিড়।

কতৃপক্ষ বলছে, দুই বছর পর এবার ঈদে ট্রেন পুরোদমে চলবে। এবং সবগুলো ট্রেনই চলবে।

শনিবার (২৩ এপ্রিল) থেকে ঈদের অগ্রিম টিকিট বিক্রি শুরু করবে রেলওয়ে। শনিবার সকাল ৮টায় টিকিট বিক্রি শুরু হবে। টিকিট যাতে পাওয়া যায় সেজন্য শুক্রবারই যাত্রীদের অনেকে ভিড় করছেন কমলাপুর রেলস্টেশনে।

২৭ এপ্রিলের টিকিট ২৩ এপ্রিল, ২৮ এপ্রিলের টিকিট ২৪, ২৯ এপ্রিলের টিকিট ২৫ এপ্রিল, ৩০ এপ্রিলের টিকিট ২৬ এপ্রিল ও ১ মের টিকিট ২৭ এপ্রিল বিক্রি করা হবে। যেসব স্টেশনে টিকিট বিক্রি করা হবে, তার সবগুলোতে নারী ও প্রতিবন্ধীদের জন্য পৃথক কাউন্টার থাকবে।

এ বছর ৫০ শতাংশ টিকিট দেওয়া হচ্ছে অনলাইনে এবং ৫০ শতাংশ টিকিট দেওয়া হচ্ছে কাউন্টারে।

ঈদের অগ্রিম টিকিট পাওয়া যাবে পাঁচটি রেলস্টেশন থেকে। এগুলো হলো-কমলাপুরে সমগ্র পশ্চিমাঞ্চলগামী ও খুলনাগামী স্পেশাল ট্রেন, ঢাকা বিমানবন্দর স্টেশনে চট্টগ্রাম ও নোয়াখালীগামী সব আন্তঃনগর ট্রেন, তেজগাঁও স্টেশনে ময়মনসিংহ, জামালপুরগামী ও দেওয়ানগঞ্জ স্পেশালসহ সব আন্তঃনগর ট্রেন, মোহনগঞ্জগামী মোহনগঞ্জ ও হাওর এক্সপ্রেসের টিকেট ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশন, ফুলবাড়ীয়া পুরাতন রেলওয়ে স্টেশন থেকে সিলেট ও কিশোরগঞ্জগামী আন্তঃনগর ট্রেনের টিকিট দেওয়া হবে।

এদিকে, ফিরতি যাত্রার টিকিট বিক্রি আগামী ১ মে থেকে শুরু হবে বলে রেলওয়ের পক্ষ থেকে জানানো হয়েছে।

 

প্র.খ/বিপ্লব

প্রভাতী খবর ডেস্ক:

২২ এপ্রিল, ২০২২,  11:33 PM

news image
ঈদকে সামনে রেখে আগাম টিকিট বিক্রির একদিন আগে থেকেই কমলাপুর রেলস্টেশনে উপচেপড়া ভিড়। ছবি: সংগৃহীত।

আগাম টিকিট বিক্রির একদিন আগে শুক্রবার কমলাপুর রেলস্টেশনে ছিল মানুষের উপচেপড়া ভিড়।

কতৃপক্ষ বলছে, দুই বছর পর এবার ঈদে ট্রেন পুরোদমে চলবে। এবং সবগুলো ট্রেনই চলবে।

শনিবার (২৩ এপ্রিল) থেকে ঈদের অগ্রিম টিকিট বিক্রি শুরু করবে রেলওয়ে। শনিবার সকাল ৮টায় টিকিট বিক্রি শুরু হবে। টিকিট যাতে পাওয়া যায় সেজন্য শুক্রবারই যাত্রীদের অনেকে ভিড় করছেন কমলাপুর রেলস্টেশনে।

২৭ এপ্রিলের টিকিট ২৩ এপ্রিল, ২৮ এপ্রিলের টিকিট ২৪, ২৯ এপ্রিলের টিকিট ২৫ এপ্রিল, ৩০ এপ্রিলের টিকিট ২৬ এপ্রিল ও ১ মের টিকিট ২৭ এপ্রিল বিক্রি করা হবে। যেসব স্টেশনে টিকিট বিক্রি করা হবে, তার সবগুলোতে নারী ও প্রতিবন্ধীদের জন্য পৃথক কাউন্টার থাকবে।

এ বছর ৫০ শতাংশ টিকিট দেওয়া হচ্ছে অনলাইনে এবং ৫০ শতাংশ টিকিট দেওয়া হচ্ছে কাউন্টারে।

ঈদের অগ্রিম টিকিট পাওয়া যাবে পাঁচটি রেলস্টেশন থেকে। এগুলো হলো-কমলাপুরে সমগ্র পশ্চিমাঞ্চলগামী ও খুলনাগামী স্পেশাল ট্রেন, ঢাকা বিমানবন্দর স্টেশনে চট্টগ্রাম ও নোয়াখালীগামী সব আন্তঃনগর ট্রেন, তেজগাঁও স্টেশনে ময়মনসিংহ, জামালপুরগামী ও দেওয়ানগঞ্জ স্পেশালসহ সব আন্তঃনগর ট্রেন, মোহনগঞ্জগামী মোহনগঞ্জ ও হাওর এক্সপ্রেসের টিকেট ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশন, ফুলবাড়ীয়া পুরাতন রেলওয়ে স্টেশন থেকে সিলেট ও কিশোরগঞ্জগামী আন্তঃনগর ট্রেনের টিকিট দেওয়া হবে।

এদিকে, ফিরতি যাত্রার টিকিট বিক্রি আগামী ১ মে থেকে শুরু হবে বলে রেলওয়ের পক্ষ থেকে জানানো হয়েছে।

 

প্র.খ/বিপ্লব