জেলের জালে ধরা পড়ল ২০০ কেজি ওজনের ব্ল্যাক মার্লিন মাছ

#
news image

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে হারুন মাঝি নামে এক জেলের জালে ২০০ কেজি ওজনের একটি ব্ল্যাক মার্লিন মাছ ধরা পড়েছে। রোববার (১৮ সেপ্টেম্বর) রাতে বঙ্গোপসাগরের আট বাম এলাকায় মাছটি ধরা পড়ে। এটির দৈর্ঘ্য ১১ ফুট ও প্রস্থ ২ ফুট। 

সোমবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে মাছটি মহিপুর মৎস্য অবতরণ কেন্দ্রে নিয়ে আসা হয়। উপকূলে এসব মাছের তেমন চাহিদা নেই। জামাল নামে এক ব্যবসায়ী ১৫ হাজার টাকায় মাছটি কিনে নেন। তিনি এটি বিক্রির জন্য ঢাকায় পাঠাবেন বলে জানিয়েছেন। 

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, ব্ল্যাক মার্লিন মূলত ভারত ও প্রশান্ত মহাসগরে বেশি দেখা যায়। এ মাছ ঘণ্টায় ১৩২ কিলোমিটার গতিতে চলতে পারে।

অনলাইন ডেস্ক

১৯ সেপ্টেম্বর, ২০২২,  10:02 PM

news image

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে হারুন মাঝি নামে এক জেলের জালে ২০০ কেজি ওজনের একটি ব্ল্যাক মার্লিন মাছ ধরা পড়েছে। রোববার (১৮ সেপ্টেম্বর) রাতে বঙ্গোপসাগরের আট বাম এলাকায় মাছটি ধরা পড়ে। এটির দৈর্ঘ্য ১১ ফুট ও প্রস্থ ২ ফুট। 

সোমবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে মাছটি মহিপুর মৎস্য অবতরণ কেন্দ্রে নিয়ে আসা হয়। উপকূলে এসব মাছের তেমন চাহিদা নেই। জামাল নামে এক ব্যবসায়ী ১৫ হাজার টাকায় মাছটি কিনে নেন। তিনি এটি বিক্রির জন্য ঢাকায় পাঠাবেন বলে জানিয়েছেন। 

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, ব্ল্যাক মার্লিন মূলত ভারত ও প্রশান্ত মহাসগরে বেশি দেখা যায়। এ মাছ ঘণ্টায় ১৩২ কিলোমিটার গতিতে চলতে পারে।