শান্তির পতাকা উড়িয়েছেন নিউমার্কেট ব্যবসায়িরা

#
news image

রাজধানীর নিউমার্কেটে ব্যবসায়ী ও শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় শান্তির আহ্বান জানিয়ে মার্কেটের বিভিন্ন ভবনে সাদা পতাকা উত্তোলন করেছেন ব্যবসায়িরা। বুধবার রাজধানীর নিউমার্কেট এলাকা ঘুরে দেখা যায় বিভিন্ন ভবনে সাদা পতাকা টানিয়ে শান্তির আহ্বান করছেন তারা।

সরেজমিনে দেখা যায়, চন্দ্রিমা সুপার মার্কেট তৃতীয় তলা, নুরজাহান মার্কেটের প্রথম, দ্বিতীয় তৃতীয়, তলা, গাউছিয়া, চাঁদনী চক, ও নিউ সুপার মার্কেটসহ অত্র এলাকার বিভিন্ন মার্কেটে সাদা পতাকা উত্তোলন করে রেখেছে ব্যবসায়ীরা। ব্যবসায়ীরা বলছে, আমরা পাশের বন্ধুদের সঙ্গে যুদ্ধ নয় শান্তি চাই।

এ বিষয়ে জানতে চাইলে নিউমার্কেট দোকান মালিক সমিতির সভাপতি ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন বলেন, আমরা ব্যবসায়ী ও কর্মচারীদের বলেছি শিক্ষার্থীরা যদি কার উপর হামলা করে শান্তি পায়, তাহলে তারা হামলা চালিয়ে যাক। এর প্রেক্ষিতে আমরা কোন প্রকার সংঘর্ষ অথবা অনাকাঙ্খিত ঘটনায় লিপ্ত হবে না। তিনি বলেন, আমরা শান্তি চাই। আমরা শান্তির জন্য নিউমার্কেটের বিভিন্ন ভবনে সাদা পতাকা উত্তোলন করে রেখেছি।

নিউমার্কেটে ব্যবসায়ী ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে বুধবার বিকাল সাড়ে চারটার দিকে ঢাকা কলেজের সামনে আবারও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ওই এলাকায় যানচলাচল কিছুক্ষণের জন্য বন্ধ থাকলেও পুলিশের পদক্ষেপে আবার স্বাভাবিক হয়।

এ বিষয়ে নিউমার্কেট জনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) শাহিন শাহ বলেন, ব্যবসায়ীরা সংবাদ সম্মেলন করে ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেয়। এরপর ঢাকা কলেজের সামনে কয়েকটি আতশবাজি অথবা ককটেল বিস্ফোরণ হয়েছে বলে আমরা শুনতে পেরেছি। পরিস্থিতি আমরা নিয়ন্ত্রণে কাজ করছি বর্তমানে নিউমার্কেট এলাকায় আমাদের পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। তিনি বলেন, ককটেল বিস্ফোরণ অথবা আতশবাজির ঘটনায় যানবাহনের চালকেরা এ এলাকায় যান চলাচল বন্ধ করে দেয়। পরে আমরা যানচলাচল স্বাভাবিক করি।

 

প্র.খ/বিপ্লব

প্রভাতী খবর ডেস্ক:

২০ এপ্রিল, ২০২২,  2:12 PM

news image
নিউমার্কেটের বিভিন্ন ভবনে সাদা পতাকা উত্তোলন করে শান্তির আহবান করেছেন ব্যবসায়িরা। ছবি: প্রভাতী খবর।

রাজধানীর নিউমার্কেটে ব্যবসায়ী ও শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় শান্তির আহ্বান জানিয়ে মার্কেটের বিভিন্ন ভবনে সাদা পতাকা উত্তোলন করেছেন ব্যবসায়িরা। বুধবার রাজধানীর নিউমার্কেট এলাকা ঘুরে দেখা যায় বিভিন্ন ভবনে সাদা পতাকা টানিয়ে শান্তির আহ্বান করছেন তারা।

সরেজমিনে দেখা যায়, চন্দ্রিমা সুপার মার্কেট তৃতীয় তলা, নুরজাহান মার্কেটের প্রথম, দ্বিতীয় তৃতীয়, তলা, গাউছিয়া, চাঁদনী চক, ও নিউ সুপার মার্কেটসহ অত্র এলাকার বিভিন্ন মার্কেটে সাদা পতাকা উত্তোলন করে রেখেছে ব্যবসায়ীরা। ব্যবসায়ীরা বলছে, আমরা পাশের বন্ধুদের সঙ্গে যুদ্ধ নয় শান্তি চাই।

এ বিষয়ে জানতে চাইলে নিউমার্কেট দোকান মালিক সমিতির সভাপতি ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন বলেন, আমরা ব্যবসায়ী ও কর্মচারীদের বলেছি শিক্ষার্থীরা যদি কার উপর হামলা করে শান্তি পায়, তাহলে তারা হামলা চালিয়ে যাক। এর প্রেক্ষিতে আমরা কোন প্রকার সংঘর্ষ অথবা অনাকাঙ্খিত ঘটনায় লিপ্ত হবে না। তিনি বলেন, আমরা শান্তি চাই। আমরা শান্তির জন্য নিউমার্কেটের বিভিন্ন ভবনে সাদা পতাকা উত্তোলন করে রেখেছি।

নিউমার্কেটে ব্যবসায়ী ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে বুধবার বিকাল সাড়ে চারটার দিকে ঢাকা কলেজের সামনে আবারও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ওই এলাকায় যানচলাচল কিছুক্ষণের জন্য বন্ধ থাকলেও পুলিশের পদক্ষেপে আবার স্বাভাবিক হয়।

এ বিষয়ে নিউমার্কেট জনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) শাহিন শাহ বলেন, ব্যবসায়ীরা সংবাদ সম্মেলন করে ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেয়। এরপর ঢাকা কলেজের সামনে কয়েকটি আতশবাজি অথবা ককটেল বিস্ফোরণ হয়েছে বলে আমরা শুনতে পেরেছি। পরিস্থিতি আমরা নিয়ন্ত্রণে কাজ করছি বর্তমানে নিউমার্কেট এলাকায় আমাদের পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। তিনি বলেন, ককটেল বিস্ফোরণ অথবা আতশবাজির ঘটনায় যানবাহনের চালকেরা এ এলাকায় যান চলাচল বন্ধ করে দেয়। পরে আমরা যানচলাচল স্বাভাবিক করি।

 

প্র.খ/বিপ্লব