নিউমার্কেট এলাকায় ফের উত্তেজনা, ককটেল বিস্ফোরণ

প্রভাতী খবর ডেস্ক:
২০ এপ্রিল, ২০২২, 11:50 AM

নিউমার্কেট এলাকায় ফের উত্তেজনা, ককটেল বিস্ফোরণ
টানা দুইদিন উত্তেজনা ও সংঘাতের ঘটনার পর নিউমার্কেট ব্যবসায়ি নেতারা আজ ব্যবসাপ্রতিষ্ঠান খোলার ঘোষণা দেয়ার দুই ঘন্টার মধ্যেই ঢাকা কলেজের সামনে আবার ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ব্যবসায়ী ও ঢাকা কলেজের শিক্ষার্থীরা আবার মুখোমুখি অবস্থান নিয়েছে। বুধবার সাড়ে চারটার দিকে কলেজের মূল ফটকের সামনে এ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
বেলা ২টার দিকে সংবাদ সম্মেলন করে নিউমার্কেট দোকান মালিক সমিতির নেতারা আজই তাদের দোকান খোলার ঘোষণা দেন। এরপর কিছু কিছু দোকান খুলতে শুরু করলে খবর পেয়ে ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। ছাত্ররা কলেজের সামনে অবস্থান নিয়ে রাস্তা বন্ধ করে দেয়। নিউমার্কেট ও ঢাকা কলেজের মাঝখানে পুলিশ অবস্থান নিয়েছে।
ঢাকা কলেজের ছাত্ররা রাস্তায় বেরিয়ে আসলে এবং কয়েকটি বিস্ফোরণ ঘটলে নিউমার্কেট এলাকার দোকানগুলোও দ্রুত বন্ধ করে দেওয়া হয়।
এর আগে বেলা ২টায় ব্যবসায়ীদের আয়োজিত সংবাদ সম্মেলনে ব্যবসায়ী নেতারা জানান, তারা শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে চান। আর এজন্য সবার সহযোগিতা কামনা করেন। কোনো পক্ষ থেকে উসকানিমূলক বক্তব্য না দেওয়ার আহ্বান জানান ব্যবসায়ী নেতারা। নিউমার্কেট এলাকার ব্যবসাপ্রতিষ্ঠান খোলার ঘোষণা দেন ব্যবসায়ী নেতারা। এ ঘোষণার প্রায় ২ ঘণ্টা পর আবারও উত্তেজনা ছড়িয়ে পড়ে।
নিউমার্কেট এলাকার ব্যবসায়ী-কর্মী-হকারদের সঙ্গে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সোমবার রাত ও মঙ্গলবারের দিনব্যাপী রক্তক্ষয়ী সংঘর্ষের পর বুধবার সকাল থেকে ওই এলাকা শান্ত ছিল।
সোমবার রাতের সংঘর্ষের পর কলেজ বন্ধ ঘোষণা করে প্রশাসন। এরপর মঙ্গলবার দুপুরের পর কলেজ প্রশাসন ঢাকা কলেজের ছাত্রাবাস আগামী ৫ মে পর্যন্ত বন্ধ ঘোষণা করে। একই সঙ্গে গতকাল বিকেলের মধ্যেই ছাত্রাবাস খালি করতে নির্দেশ দেয় কলেজ কর্তৃপক্ষ। কিন্তু ছাত্ররা যেকোনো মূল্যে ছাত্রাবাস ও ক্যাম্পাসে অবস্থানের ঘোষণা দেন। ঘোষণা অনুযায়ী, তাঁরা ছাত্রাবাস ও ক্যাম্পাসে অবস্থান করছেন।
ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে নিউমার্কেট এলাকার ব্যবসায়ী-কর্মী-হকারদের এই সংঘর্ষের মধ্যে পড়ে আহত নাহিদ হোসেন (২০) নামের এক পথচারী রাতে রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। সংঘর্ষে অনেক আহত হয়েছেন।
প্র.খ/বিপ্লব
প্রভাতী খবর ডেস্ক:
২০ এপ্রিল, ২০২২, 11:50 AM

টানা দুইদিন উত্তেজনা ও সংঘাতের ঘটনার পর নিউমার্কেট ব্যবসায়ি নেতারা আজ ব্যবসাপ্রতিষ্ঠান খোলার ঘোষণা দেয়ার দুই ঘন্টার মধ্যেই ঢাকা কলেজের সামনে আবার ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ব্যবসায়ী ও ঢাকা কলেজের শিক্ষার্থীরা আবার মুখোমুখি অবস্থান নিয়েছে। বুধবার সাড়ে চারটার দিকে কলেজের মূল ফটকের সামনে এ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
বেলা ২টার দিকে সংবাদ সম্মেলন করে নিউমার্কেট দোকান মালিক সমিতির নেতারা আজই তাদের দোকান খোলার ঘোষণা দেন। এরপর কিছু কিছু দোকান খুলতে শুরু করলে খবর পেয়ে ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। ছাত্ররা কলেজের সামনে অবস্থান নিয়ে রাস্তা বন্ধ করে দেয়। নিউমার্কেট ও ঢাকা কলেজের মাঝখানে পুলিশ অবস্থান নিয়েছে।
ঢাকা কলেজের ছাত্ররা রাস্তায় বেরিয়ে আসলে এবং কয়েকটি বিস্ফোরণ ঘটলে নিউমার্কেট এলাকার দোকানগুলোও দ্রুত বন্ধ করে দেওয়া হয়।
এর আগে বেলা ২টায় ব্যবসায়ীদের আয়োজিত সংবাদ সম্মেলনে ব্যবসায়ী নেতারা জানান, তারা শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে চান। আর এজন্য সবার সহযোগিতা কামনা করেন। কোনো পক্ষ থেকে উসকানিমূলক বক্তব্য না দেওয়ার আহ্বান জানান ব্যবসায়ী নেতারা। নিউমার্কেট এলাকার ব্যবসাপ্রতিষ্ঠান খোলার ঘোষণা দেন ব্যবসায়ী নেতারা। এ ঘোষণার প্রায় ২ ঘণ্টা পর আবারও উত্তেজনা ছড়িয়ে পড়ে।
নিউমার্কেট এলাকার ব্যবসায়ী-কর্মী-হকারদের সঙ্গে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সোমবার রাত ও মঙ্গলবারের দিনব্যাপী রক্তক্ষয়ী সংঘর্ষের পর বুধবার সকাল থেকে ওই এলাকা শান্ত ছিল।
সোমবার রাতের সংঘর্ষের পর কলেজ বন্ধ ঘোষণা করে প্রশাসন। এরপর মঙ্গলবার দুপুরের পর কলেজ প্রশাসন ঢাকা কলেজের ছাত্রাবাস আগামী ৫ মে পর্যন্ত বন্ধ ঘোষণা করে। একই সঙ্গে গতকাল বিকেলের মধ্যেই ছাত্রাবাস খালি করতে নির্দেশ দেয় কলেজ কর্তৃপক্ষ। কিন্তু ছাত্ররা যেকোনো মূল্যে ছাত্রাবাস ও ক্যাম্পাসে অবস্থানের ঘোষণা দেন। ঘোষণা অনুযায়ী, তাঁরা ছাত্রাবাস ও ক্যাম্পাসে অবস্থান করছেন।
ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে নিউমার্কেট এলাকার ব্যবসায়ী-কর্মী-হকারদের এই সংঘর্ষের মধ্যে পড়ে আহত নাহিদ হোসেন (২০) নামের এক পথচারী রাতে রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। সংঘর্ষে অনেক আহত হয়েছেন।
প্র.খ/বিপ্লব