সংঘর্ষে ক্ষতিগ্রস্তদের সমবেদনা জানিয়ে দোকান খোলার ঘোষণা নিউমার্কেট ব্যবসায়ি নেতাদের

প্রভাতী খবর ডেস্ক:
২০ এপ্রিল, ২০২২, 9:48 AM

সংঘর্ষে ক্ষতিগ্রস্তদের সমবেদনা জানিয়ে দোকান খোলার ঘোষণা নিউমার্কেট ব্যবসায়ি নেতাদের
নিউমার্কেট এলাকার ব্যবসাপ্রতিষ্ঠান খোলার ঘোষণা দিয়েছেন ব্যবসায়ী নেতারা। ঢাকা নিউমার্কেট ব্যবসায়ী সমিতির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ব্যবসায়ী নেতারা এ ঘোষণা দিয়েছেন। ব্যবসায়ী নেতারা গত দুই দিনে ঘটে যাওয়া রক্তক্ষয়ী সংঘর্ষে যারা ক্ষতিগ্রস্থ হয়েছেন তাদের প্রতি সমবেদনা ও দুঃখ প্রকাশ করেন।
বুধবার দুপুর বেলা ২টায় আয়োজিত এ সংবাদ সম্মেলনে ব্যবসায়ী নেতারা জানান, তারা শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে চান। আর এজন্য সবার সহযোগিতা কামনা করেন। কোনো পক্ষ থেকে উসকানিমূলক বক্তব্য না দেওয়ার আহ্বান জানিয়েছেন ব্যবসায়ী নেতারা।
সাংবাদিক ও অ্যাম্বুলেন্সের উপর যারা হামলা করেছেন, তারা একটি তৃতীয় পক্ষ বলে দাবি করেন ব্যবসায়ী নেতারা। ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তারা জানান, এ ঘটনায় সবাই ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কোনো সুনির্দিষ্ট ক্ষতিপূরণ তারা দেবেন কি না সে প্রশ্ন এড়িয়ে যান।
সিসিটিভি ফুটেজে ধরা পড়া দুই দোকানমালিক যারা ঢাকা কলেজের শিক্ষার্থীদের ডেকে এনে লাঞ্চিত করে ও ঘটনার সূত্রপাত করে, তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নিয়েছেন, এমন প্রশ্নের জবাবে তারা জানান, আমরাও শুনেছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
দোকানদার-কর্মচারীরা ইভটিজিং করে বলে অভিযোগ রয়েছে। এ ব্যাপারে তারা কোনো ব্যবস্থা নিয়েছেন কি না, এমন প্রশ্নের জবাবে ব্যবসায়ী নেতারা জানান, এ বিষয়ে দোকান কর্মচারীদের কাউন্সিলিংয়ের ব্যবস্থা করা হবে। এরপরও কোনো ঘটনা ঘটলে সমিতির অফিসে জানানো হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
বিশৃঙ্খলার জন্য হকারদের দায়ী করা হলেও কেন তাদের উচ্ছেদ করা হচ্ছে না, জানতে চাইলে ব্যবসায়ী নেতারা বলেন, এটি আমাদের দ্বারা সম্ভব নয়, প্রশাসনকেই এ বিষয়ে ব্যবস্থা নিতে হবে।
নিউমার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি দেওয়ান আমিনুল ইসলাম শাহীন সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন। এ সময় বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন উপস্থিত ছিলেন।
কলেজের উপাধ্যক্ষ এ টি এম মইনুল হোসেন জানান জানান, পরিস্থিতি এখন শান্ত রয়েছে। পরিস্থিতি সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। ছাত্ররা হল ছাড়তে শুরু করেছে।
নিউমার্কেট এলাকার ব্যবসায়ী-কর্মী-হকারদের সঙ্গে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সোমবার রাত ও মঙ্গলবারের দিনব্যাপী রক্তক্ষয়ী সংঘর্ষের পর আজ বুধবার শিক্ষাপ্রতিষ্ঠানটির ছাত্রাবাস এলাকায় নীরবতা বিরাজ করছে। ছাত্রাবাসগুলো খোলা রয়েছে। ছাত্রাবাসের ভেতরে ছাত্ররা অবস্থান করছেন। তবে ছাত্রাবাস এলাকায় তেমন উত্তেজনা নেই।
নিউমার্কেট এলাকাও শান্ত রয়েছে। তবে ব্যবসা প্রতিষ্ঠান এখনো বন্ধ রয়েছে। এলাকায় বিপুলসংখ্যক পুলিশ রয়েছে।
সোমবার রাতের সংঘর্ষের পর কলেজ বন্ধ ঘোষণা করে প্রশাসন। এরপর মঙ্গলবার দুপুরের পর কলেজ প্রশাসন ঢাকা কলেজের ছাত্রাবাস আগামী ৫ মে পর্যন্ত বন্ধ ঘোষণা করে। একই সঙ্গে গতকাল বিকেলের মধ্যেই ছাত্রাবাস খালি করতে নির্দেশ দেয় কলেজ কর্তৃপক্ষ। কিন্তু ছাত্ররা ছাত্রাবাস ও ক্যাম্পাসে অবস্থানের ঘোষণা দেন এবং তারা ছাত্রাবাস ও ক্যাম্পাসে অবস্থান করছেন।
ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে নিউমার্কেট এলাকার ব্যবসায়ী-কর্মী-হকারদের এই সংঘর্ষের মধ্যে পড়ে আহত নাহিদ হোসেন (২০) নামের এক পথচারী রাতে রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। সংঘর্ষে অনেক আহত হয়েছেন।
প্র.খ/বিপ্লব
প্রভাতী খবর ডেস্ক:
২০ এপ্রিল, ২০২২, 9:48 AM

নিউমার্কেট এলাকার ব্যবসাপ্রতিষ্ঠান খোলার ঘোষণা দিয়েছেন ব্যবসায়ী নেতারা। ঢাকা নিউমার্কেট ব্যবসায়ী সমিতির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ব্যবসায়ী নেতারা এ ঘোষণা দিয়েছেন। ব্যবসায়ী নেতারা গত দুই দিনে ঘটে যাওয়া রক্তক্ষয়ী সংঘর্ষে যারা ক্ষতিগ্রস্থ হয়েছেন তাদের প্রতি সমবেদনা ও দুঃখ প্রকাশ করেন।
বুধবার দুপুর বেলা ২টায় আয়োজিত এ সংবাদ সম্মেলনে ব্যবসায়ী নেতারা জানান, তারা শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে চান। আর এজন্য সবার সহযোগিতা কামনা করেন। কোনো পক্ষ থেকে উসকানিমূলক বক্তব্য না দেওয়ার আহ্বান জানিয়েছেন ব্যবসায়ী নেতারা।
সাংবাদিক ও অ্যাম্বুলেন্সের উপর যারা হামলা করেছেন, তারা একটি তৃতীয় পক্ষ বলে দাবি করেন ব্যবসায়ী নেতারা। ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তারা জানান, এ ঘটনায় সবাই ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কোনো সুনির্দিষ্ট ক্ষতিপূরণ তারা দেবেন কি না সে প্রশ্ন এড়িয়ে যান।
সিসিটিভি ফুটেজে ধরা পড়া দুই দোকানমালিক যারা ঢাকা কলেজের শিক্ষার্থীদের ডেকে এনে লাঞ্চিত করে ও ঘটনার সূত্রপাত করে, তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নিয়েছেন, এমন প্রশ্নের জবাবে তারা জানান, আমরাও শুনেছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
দোকানদার-কর্মচারীরা ইভটিজিং করে বলে অভিযোগ রয়েছে। এ ব্যাপারে তারা কোনো ব্যবস্থা নিয়েছেন কি না, এমন প্রশ্নের জবাবে ব্যবসায়ী নেতারা জানান, এ বিষয়ে দোকান কর্মচারীদের কাউন্সিলিংয়ের ব্যবস্থা করা হবে। এরপরও কোনো ঘটনা ঘটলে সমিতির অফিসে জানানো হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
বিশৃঙ্খলার জন্য হকারদের দায়ী করা হলেও কেন তাদের উচ্ছেদ করা হচ্ছে না, জানতে চাইলে ব্যবসায়ী নেতারা বলেন, এটি আমাদের দ্বারা সম্ভব নয়, প্রশাসনকেই এ বিষয়ে ব্যবস্থা নিতে হবে।
নিউমার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি দেওয়ান আমিনুল ইসলাম শাহীন সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন। এ সময় বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন উপস্থিত ছিলেন।
কলেজের উপাধ্যক্ষ এ টি এম মইনুল হোসেন জানান জানান, পরিস্থিতি এখন শান্ত রয়েছে। পরিস্থিতি সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। ছাত্ররা হল ছাড়তে শুরু করেছে।
নিউমার্কেট এলাকার ব্যবসায়ী-কর্মী-হকারদের সঙ্গে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সোমবার রাত ও মঙ্গলবারের দিনব্যাপী রক্তক্ষয়ী সংঘর্ষের পর আজ বুধবার শিক্ষাপ্রতিষ্ঠানটির ছাত্রাবাস এলাকায় নীরবতা বিরাজ করছে। ছাত্রাবাসগুলো খোলা রয়েছে। ছাত্রাবাসের ভেতরে ছাত্ররা অবস্থান করছেন। তবে ছাত্রাবাস এলাকায় তেমন উত্তেজনা নেই।
নিউমার্কেট এলাকাও শান্ত রয়েছে। তবে ব্যবসা প্রতিষ্ঠান এখনো বন্ধ রয়েছে। এলাকায় বিপুলসংখ্যক পুলিশ রয়েছে।
সোমবার রাতের সংঘর্ষের পর কলেজ বন্ধ ঘোষণা করে প্রশাসন। এরপর মঙ্গলবার দুপুরের পর কলেজ প্রশাসন ঢাকা কলেজের ছাত্রাবাস আগামী ৫ মে পর্যন্ত বন্ধ ঘোষণা করে। একই সঙ্গে গতকাল বিকেলের মধ্যেই ছাত্রাবাস খালি করতে নির্দেশ দেয় কলেজ কর্তৃপক্ষ। কিন্তু ছাত্ররা ছাত্রাবাস ও ক্যাম্পাসে অবস্থানের ঘোষণা দেন এবং তারা ছাত্রাবাস ও ক্যাম্পাসে অবস্থান করছেন।
ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে নিউমার্কেট এলাকার ব্যবসায়ী-কর্মী-হকারদের এই সংঘর্ষের মধ্যে পড়ে আহত নাহিদ হোসেন (২০) নামের এক পথচারী রাতে রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। সংঘর্ষে অনেক আহত হয়েছেন।
প্র.খ/বিপ্লব