বাংলাদেশে ইকো-ট্যুরিজমের ব্যাপক সম্ভাবনা রয়েছে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

#
news image

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, প্রাকৃতিক সৌন্দর্যমন্ডিত হওয়ায় দেশে ইকো-ট্যুরিজমের ব্যাপক সম্ভাবনা রয়েছে।
তিনি আজ মেহেরপুরে জেলা পর্যটন উন্নয়ন কমিটির এক সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
ফরহাদ হোসেন বলেন, বাংলাদেশ প্রাকৃতিকভাবে সমৃদ্ধ ও বৈচিত্র্যময় একটি দেশ।  এমন প্রাকৃতিক সৌন্দর্য বিশ্বের অনেক দেশেই বিরল।
তিনি বলেন, এই প্রাকৃতিক সম্পদকে কাজে লাগিয়ে ইকো-ট্যুরিজম গড়ে তোলার ব্যাপক সম্ভাবনা রয়েছে। এতে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জনের সুযোগ সৃষ্টি হবে।
এ সময় প্রতিমন্ত্রী পর্যটনের জন্য অবকাঠামো নির্মাণকালে স্বল্পমূল্যে পরিবেশবান্ধব নির্মাণ সামগ্রী ব্যবহারের জন্য উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানান।
জেলা প্রশাসক ড. মনসুর আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মোকাম্মেল হোসেন, বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান মো. আলী কদর বক্তব্য রাখেন।

অনলাইন ডেস্ক

১০ সেপ্টেম্বর, ২০২২,  9:22 PM

news image

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, প্রাকৃতিক সৌন্দর্যমন্ডিত হওয়ায় দেশে ইকো-ট্যুরিজমের ব্যাপক সম্ভাবনা রয়েছে।
তিনি আজ মেহেরপুরে জেলা পর্যটন উন্নয়ন কমিটির এক সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
ফরহাদ হোসেন বলেন, বাংলাদেশ প্রাকৃতিকভাবে সমৃদ্ধ ও বৈচিত্র্যময় একটি দেশ।  এমন প্রাকৃতিক সৌন্দর্য বিশ্বের অনেক দেশেই বিরল।
তিনি বলেন, এই প্রাকৃতিক সম্পদকে কাজে লাগিয়ে ইকো-ট্যুরিজম গড়ে তোলার ব্যাপক সম্ভাবনা রয়েছে। এতে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জনের সুযোগ সৃষ্টি হবে।
এ সময় প্রতিমন্ত্রী পর্যটনের জন্য অবকাঠামো নির্মাণকালে স্বল্পমূল্যে পরিবেশবান্ধব নির্মাণ সামগ্রী ব্যবহারের জন্য উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানান।
জেলা প্রশাসক ড. মনসুর আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মোকাম্মেল হোসেন, বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান মো. আলী কদর বক্তব্য রাখেন।