সংঘর্ষ চলাকালে রোগীবাহী অ্যাম্বুলেন্স ভাঙচুর

#
news image

নিউমার্কেটের দোকানকর্মচারী ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ চলাকালে ব্যবসায়িদের হাত থেকে রেহাই পেল না একটি রোগীবাহী অ্যাম্বুলেন্স। আজ বেলা ১টার দিকে নীলক্ষেত এলাকা থেকে ঢাকা কলেজ পেরিয়ে যাওয়ার সময় রোগীবাহী অ্যাম্বুলেন্সটি ভাঙচুর করে উত্তেজিত ব্যবসায়িরা।

ঢাকা কলেজের শিক্ষার্থীদের অভিযোগ, অ্যাম্বুলেন্সে ঢাকা কলেজের আহত একজন শিক্ষার্থী ছিলেন। সেটি ভাঙচুর করেছেন ব্যবসায়ী ও দোকানকর্মীরা। তবে এ বিষয়ে ব্যবসায়ী ও দোকানকর্মীদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। 

রাজধানীর নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজের শিক্ষার্থী ও ব্যবসায়ীদের মধ্যে আজ সকাল সাড়ে ১০টা থেকে দফায় দফায় সংঘর্ষ চলছে। সকাল থেকে সংঘর্ষ চললেও দুপুরের পরে পুলিশ ঘটনাস্থলে যায়। বেলা দেড়টার দিকে পুলিশ কাঁদানে গ্যাস ছোড়ার পরে শিক্ষার্থীরা সরে যান। ঘটনাস্থলে এখন ব্যবসায়ী ও পুলিশ রয়েছে।

সংঘর্ষে আহত ২০ জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। গতকাল রাতে সংঘর্ষের সময় বিপুলসংখ্যক পুলিশ সদস্যের উপস্থিত থাকলেও আজ সকাল থেকে কোনো পুলিশ দেখা যায়নি। পরে দুপুরের দিকে পুলিশ আসে।

 

প্র.খ/বিপ্লব

প্রভাতী খবর ডেস্ক:

১৯ এপ্রিল, ২০২২,  5:32 AM

news image
সংঘর্ষ চলাকালে ব্যবসায়িদের হাত থেকে রেহাই পেল না একটি রোগীবাহী অ্যাম্বুলেন্স

নিউমার্কেটের দোকানকর্মচারী ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ চলাকালে ব্যবসায়িদের হাত থেকে রেহাই পেল না একটি রোগীবাহী অ্যাম্বুলেন্স। আজ বেলা ১টার দিকে নীলক্ষেত এলাকা থেকে ঢাকা কলেজ পেরিয়ে যাওয়ার সময় রোগীবাহী অ্যাম্বুলেন্সটি ভাঙচুর করে উত্তেজিত ব্যবসায়িরা।

ঢাকা কলেজের শিক্ষার্থীদের অভিযোগ, অ্যাম্বুলেন্সে ঢাকা কলেজের আহত একজন শিক্ষার্থী ছিলেন। সেটি ভাঙচুর করেছেন ব্যবসায়ী ও দোকানকর্মীরা। তবে এ বিষয়ে ব্যবসায়ী ও দোকানকর্মীদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। 

রাজধানীর নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজের শিক্ষার্থী ও ব্যবসায়ীদের মধ্যে আজ সকাল সাড়ে ১০টা থেকে দফায় দফায় সংঘর্ষ চলছে। সকাল থেকে সংঘর্ষ চললেও দুপুরের পরে পুলিশ ঘটনাস্থলে যায়। বেলা দেড়টার দিকে পুলিশ কাঁদানে গ্যাস ছোড়ার পরে শিক্ষার্থীরা সরে যান। ঘটনাস্থলে এখন ব্যবসায়ী ও পুলিশ রয়েছে।

সংঘর্ষে আহত ২০ জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। গতকাল রাতে সংঘর্ষের সময় বিপুলসংখ্যক পুলিশ সদস্যের উপস্থিত থাকলেও আজ সকাল থেকে কোনো পুলিশ দেখা যায়নি। পরে দুপুরের দিকে পুলিশ আসে।

 

প্র.খ/বিপ্লব